Wildebeest analysis examples for:   ben-ben2017   ই    February 24, 2023 at 23:42    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

6  GEN 1:6  পরে ঈশ্বর বললেন, “জলের মধ্যে আকাশ (বায়ুমণ্ডল) হোক ও জলকে দু ভাগে আলাদা করুক।”
7  GEN 1:7  ঈশ্বর ভাবে বায়ুমণ্ডল করে আকাশের উপরের জল থেকে নীচের জল পৃথক করলেন; তাতে সেরকম হল।
16  GEN 1:16  ঈশ্বর সময়ের উপরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি ও রাতের উপরে কর্তৃত্ব করতে তার থেকেও ছোট এক জ্যোতি, দুটি বড় জ্যোতি এবং সমস্ত নক্ষত্র সৃষ্টি করলেন।
27  GEN 1:27  পরে ঈশ্বর নিজের প্রতিমূর্ত্তিতে মানুষকে সৃষ্টি করলেন; ঈশ্বরের প্রতিমূর্তিতে তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী করে তাদেরকে সৃষ্টি করলেন।
30  GEN 1:30  আর ভূমিতে চরাচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পাখি ও ভূমিতে বুকে হেঁটে চলা যাবতীয় কীট, সব প্রাণীর আহারের জন্য সবুজ গাছপালা সকল দিলাম। তাতে সেরকম হল।
31  GEN 1:31  পরে ঈশ্বর নিজের তৈরী সব জিনিসের প্রতি দেখলেন, আর দেখলেন, সে সব খুব ভালো। আর সন্ধ্যা ও সকাল হলে ষষ্ঠ দিন হল।
32  GEN 2:1  ভাবে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তাদের মধ্যে অবস্থিত স ব জিনিস তৈরী করা শেষ হল।
33  GEN 2:2  পরে সপ্তম দিনের ঈশ্বর তাঁর কাজকে শেষ করলেন, সে সপ্তম দিনের নিজের করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।
34  GEN 2:3  আর ঈশ্বর সে সপ্তম দিন কে আশীর্বাদ করে পবিত্র করলেন, কারণ সে দিনের ঈশ্বর নিজের সৃষ্টি ও তৈরী করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।
35  GEN 2:4  সৃষ্টিকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্টি করলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির বৃত্তান্ত
36  GEN 2:5  সে দিনের পৃথিবীর ভূমিতে কোন ফসল উত্পন্ন হত না, আর ভূমিতে কোন ওষধি উৎপন্ন হত না, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেননি, আর ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না।
39  GEN 2:8  আর সদাপ্রভু ঈশ্বর পূর্বদিকে, এদনে, এক বাগান তৈরী করলেন এবং সে জায়গায় নিজের জন্য ঐ মানুষকে রাখলেন।
40  GEN 2:9  আর সদাপ্রভু ঈশ্বর ভূমি থেকে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্য-দায়ক গাছ এবং সে বাগানের মাঝখানে জীবনগাছ ও সদসদ-জ্ঞানদায়ক গাছ সৃষ্টি করলেন।
43  GEN 2:12  সেখানে সোনা পাওয়া যায়, আর সে দেশের সোনা উত্তম এবং সে জায়গায় মোতী ও গোমেদকমনি জন্মে।
44  GEN 2:13  দ্বিতীয় নদীর নাম গীহোন; এটা সমস্ত থিওপিয়া দেশ বেষ্টন করে।
47  GEN 2:16  আর সদাপ্রভু ঈশ্বর আদমকে আদেশ দিলেন, “তুমি বাগানের সব গাছের ফল নিজের চ্ছায় খাও;
48  GEN 2:17  কিন্তু সদসদ-জ্ঞানদায়ক যে গাছ, তার ফল খেও না, কারণ যে দিন তার ফল খাবে, সে দিন মরবে মরবে।”
50  GEN 2:19  আর সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে সকল বন্য পশু ও আকাশের সব পাখি তৈরী করলেন; পরে আদম তাদের কি কি নাম রাখবেন, তা জানতে সে সবাকে তাঁর কাছে আনলেন, তাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখলেন, তার সে নাম হল।
52  GEN 2:21  পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করলে তিনি ঘুমিয়ে পড়লেন; আর তিনি তাঁর একখানা পাঁজর নিয়ে মাংস দিয়ে সে স্থান পূরণ করলেন।
53  GEN 2:22  সদাপ্রভু ঈশ্বর আদম থেকে পাওয়া সে পাঁজরে এক স্ত্রী সৃষ্টি করলেন ও তাঁকে আদমের কাছে আনলেন।
54  GEN 2:23  তখন আদম বললেন, “এবার [হয়েছে]; নি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; এর নাম নারী হবে, কারণ নি মানুষ থেকে গৃহীত হয়েছেন।”
55  GEN 2:24  কারণ মানুষ নিজের বাবা মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা একাঙ্গ হবে।
57  GEN 3:1  সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টি ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ঐ নারীকে বলল, “ঈশ্বর কি বাস্তবিক বলেছেন, তোমরা বাগানের কোনো গাছের ফল খেও না?”
58  GEN 3:2  নারী সাপকে বললেন, “আমরা বাগানের সব গাছের ফল খেতে পারি;
59  GEN 3:3  কেবল বাগানের মাঝখানে যে গাছ আছে, সে ফলের বিষয় ঈশ্বর বলেছেন, তোমরা তা খেও না, ছুঁয়েও দেখ না, তা করলে মরবে।”
60  GEN 3:4  তখন সাপ নারীকে বলল, “কোনোভাবে মরবে না;
61  GEN 3:5  কারণ ঈশ্বর জানেন, যে দিন তোমরা তা খাবে, সে দিন তোমাদের চোখ খুলে যাবে। তাতে তোমরা ঈশ্বরের মতো হয়ে সদসদ-জ্ঞান লাভ করবে।”
66  GEN 3:10  তিনি বললেন, “আমি বাগানে তোমার কথা শুনে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তা নিজেকে লুকিয়েছি।”
68  GEN 3:12  তাতে আদম বললেন, “তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে দিয়েছ, সে আমাকে ঐ গাছের ফল দিয়েছিল, তা খেয়েছি।”
69  GEN 3:13  তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, “তুমি এ কি করলে?” নারী বললেন, “সাপ আমাকে ভুলিয়েছিল, তা খেয়েছি।”
70  GEN 3:14  পরে সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, “তুমি কাজ করেছ, জন্য পশুপাল ও বন্য পশুদের মধ্যে তুমি সবচেয়ে বেশি শাপগ্রস্ত; তুমি বুকে হাঁটবে এবং যাবজ্জীবন ধূলো খাবে।
72  GEN 3:16  পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনা খুব বাড়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”
73  GEN 3:17  আর তিনি আদমকে বললেন, “যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলেছিলাম, তুমি তা খেওনা, তুমি তোমার স্ত্রীর কথা শুনে তার ফল খেয়েছ, জন্য তোমার জন্য ভূমি অভিশপ্ত হল; তুমি সারাজীবন কষ্টে তা ভোগ করবে;
75  GEN 3:19  তুমি ঘাম ঝরা মুখে খাবার খাবে, যে পর্যন্ত তুমি মাটিতে ফিরে না যাবে; তুমি তো তা থেকে এসেছ; কারণ তোমাকে ধূলো থেকে নেওয়া হয়েছে এবং ধূলোতে মিশে যাবে।”
79  GEN 3:23  জন্য সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদনের বাগান থেকে বের করে দিলেন, যেন, তিনি যা থেকে সৃষ্টি, সে মাটিতে কৃষিকাজ করেন।
80  GEN 3:24  ভাবে ঈশ্বর মানুষকে তাড়িয়ে দিলেন এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করবার জন্য এদন বাগানের পূর্বদিকে করূবদেরকে ও ঘূর্ণায়মান তেজোময় তলোয়ার রাখলেন।
82  GEN 4:2  পরে তিনি হেবল নামে তার ভাকে প্রসব করলেন। হেবল মেষপালক ছিল, ও কয়িন চাষী ছিল।
85  GEN 4:5  কিন্তু কয়িনকে ও তার উপহার গ্রহণ করলেন না; জন্য কয়িন খুব রেগে গেল, তার মুখ বিষণ্ণ হল।
88  GEN 4:8  আর কয়িন নিজের ভা হেবলের সঙ্গে কথোপকথন করল; পরে তারা ক্ষেতে গেলে কয়িন নিজের ভা হেবলের বিরুদ্ধে উঠে তাকে মেরে ফেলল।
89  GEN 4:9  পরে সদাপ্রভু কয়িনকে বললেন, তোমার ভা হেবল কোথায়? সে উত্তর করল, “আমি জানি না, আমি কি আমার ভায়ের রক্ষক?”
90  GEN 4:10  তিনি বললেন, “তুমি কি করেছ? তোমার ভায়ের রক্ত ভূমি থেকে আমার কাছে প্রতিফলের জন্য কাঁদছে।
91  GEN 4:11  আর এখন, যে ভূমি তোমার হাত থেকে তোমার ভায়ের রক্ত গ্রহণ করার জন্য নিজের মুখ খুলেছে, সে ভূমিতে তুমি শাপগ্রস্ত হলে।
95  GEN 4:15  তাতে সদাপ্রভু তাকে বললেন, “এ জন্য কয়িনকে যে মারবে, সে সাত গুন প্রতিফল পাবে।” আর সদাপ্রভু কয়িনের জন্য এক চিহ্ন রাখলেন, যদি কেউ তাকে পেলে আক্রমণ করে।
99  GEN 4:19  মথূশায়েলের ছেলে লেমক। লেমক দু স্ত্রী গ্রহণ করল, একজন স্ত্রীর নাম আদা, অন্যের নাম সিল্লা।
100  GEN 4:20  আদার গর্ভে যাবল জন্মাল, সে তাঁবুনিবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তার ভায়ের নাম যুবল;
103  GEN 4:23  আর লেমক নিজের দু স্ত্রীকে বলল, “আদা, সিল্লা, তোমরা আমার কথা শোন, লেমকের স্ত্রীরা আমার কথা শোন; কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে মেরে ফেলেছি।
106  GEN 4:26  শেথেরও ছেলে হল, আর তিনি তার নাম নোশ রাখলেন। তখন লোকেরা সদাপ্রভুর নামে আরাধনা করতে আরম্ভ করল।
107  GEN 5:1  আদমের বংশাবলী (1 বংশাবলী 1-4) পত্রযে দিন ঈশ্বর মানুষের সৃষ্টি করলেন, সে দিনের ঈশ্বরের সাদৃশ্যে তাঁকে তৈরী করলেন,
108  GEN 5:2  পুরুষ ও স্ত্রী করে তাঁদের সৃষ্টি করলেন; এবং সে সৃষ্টিদিনে তাঁদেরকে আশীর্বাদ করে আদম, নাম দিলেন।
112  GEN 5:6  শেথ একশো পাঁচ বছর বয়সে নোশের জন্ম দিলেন।
113  GEN 5:7  নোশের জন্ম দিলে পর শেথ আটশো সাত বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
115  GEN 5:9  নোশ নব্ব বছর বয়সে কৈননের জন্ম দিলেন।
116  GEN 5:10  কৈননের জন্ম দিলে পর নোশ আটশো পনের বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
117  GEN 5:11  সব মিলিয়ে নোশের নয়শো পাঁচ বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
123  GEN 5:17  সব মিলিয়ে মহললেলের আটশো পঁচানব্ব বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
136  GEN 5:30  নোহের জন্ম দিলে পর লেমক পাঁচশো পঁচানব্ব বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
140  GEN 6:2  তখন ঈশ্বরের ছেলেরা মানুষদের মেয়েদেরকে সুন্দরী দেখে, যার যাকে চ্ছা, সে তাকে বিয়ে করতে লাগল।
142  GEN 6:4  সে দিনের পৃথিবীতে মহাবীররা ছিল এবং তার পরেও ঈশ্বরের ছেলেরা মানুষদের মেয়েদের কাছে গেলে তাদের গর্ভে ছেলেমেয়ে জন্মাল, তারা সেকালের প্রসিদ্ধ বীর।
144  GEN 6:6  তা সদাপ্রভু পৃথিবীতে মানুষের সৃষ্টির জন্য দুঃখিত হলেন ও মনে আঘাত পেলেন।
146  GEN 6:8  কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হলেন। নোহের বংশ বৃত্তান্ত
147  GEN 6:9  নোহ সে সময়ের লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন, নোহ ঈশ্বরের সঙ্গে যাতায়াত করতেন।
149  GEN 6:11  সে দিনের পৃথিবী ঈশ্বরের সামনে ভ্রষ্ট ও মন্দতায় পরিপূর্ণ ছিল।
152  GEN 6:14  তুমি গোফর কাঠ দিয়ে এক জাহাজ তৈরী কর; সে জাহাজের মধ্যে কামরা তৈরী করবে ও তার ভিতরে ও বারে ধূনা দিয়ে লেপে দেবে।
153  GEN 6:15  ভাবে তা তৈরী করবে। জাহাজ দৈর্ঘ্যে তিনশো হাত, প্রস্থে পঞ্চাশ হাত ও উচ্চতায় ত্রিশ হাত হবে।
155  GEN 6:17  আর দেখ, আকাশের নীচে প্রাণবায়ুবিশিষ্ট যত জীবজন্তু আছে, সবাকে বিনষ্ট করার জন্য আমি পৃথিবীর উপরে বন্যা আনব, পৃথিবীতে সবা মারা যাবে।
156  GEN 6:18  কিন্তু তোমার সঙ্গে আমি নিজের নিয়ম স্থির করব; তুমি নিজের ছেলেদের, স্ত্রী ও ছেলের বউদেরকে সঙ্গে নিয়ে সে জাহাজে প্রবেশ করবে।
158  GEN 6:20  সে জাহাজে প্রবেশ করাবে; সর্বজাতীয় পাখি ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় মাটিতে চলা সরীসৃপ জোড়া জোড়া প্রাণরক্ষার জন্য তোমার কাছে প্রবেশ করবে।
160  GEN 6:22  তাতে নোহ সেরকম করলেন, ঈশ্বরের আদেশ অনুসারে সব কাজ করলেন।
161  GEN 7:1  আর সদাপ্রভু নোহকে বললেন, “তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর, কারণ কালের লোকদের মধ্যে আমার সামনে তোমাকে ধার্মিক দেখেছি।
170  GEN 7:10  আর সে সাত দিন পরে পৃথিবীতে জলপ্লাবন হল।
171  GEN 7:11  নোহের বয়সের ছয়শো বছরের দ্বিতীয় মাসের সতেরো দিনের মহাজলধির সমস্ত উনু ভেঙে গেল এবং আকাশের জানালা সব মুক্ত হল;
173  GEN 7:13  সে দিন নোহ এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের ছেলেরা এবং তাঁদের সঙ্গে নোহের স্ত্রী ও তিন ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।
183  GEN 7:23  ভাবে পৃথিবী নিবাসী সমস্ত প্রাণী মানুষ, পশু, সরীসৃপ, জীব ও আকাশের পাখি সকল উচ্ছিন্ন হল, পৃথিবী থেকে উচ্ছিন্ন হল, কেবল নোহ ও তাঁর সঙ্গী জাহাজে প্রাণীরা বেঁচে গেলেন।
186  GEN 8:2  আর গভীর জলের উনু ও আকাশের জানালা সকল বন্ধ এবং আকাশের মহাবৃষ্টি থামল।
193  GEN 8:9  তাতে সমস্ত পৃথিবী জলে ভরে থাকাতে ঘুঘু নামার জায়গা পেল না, তা জাহাজে তাঁর কাছে ফিরে আসল। তখন তিনি হাত বাড়িয়ে তাকে ধরলেন ও জাহাজের ভিতরে নিজের কাছে রাখলেন।
194  GEN 8:10  পরে তিনি আর সাত দিন অপেক্ষা করে জাহাজ থেকে সে ঘুঘু আবার ছেড়ে দিলেন
196  GEN 8:12  পরে তিনি আর সাত দিন অপেক্ষা করে সে ঘুঘু ছেড়ে দিলেন, তখন সে তাঁর কাছে আর ফিরে এল না।
197  GEN 8:13  [নোহের বয়সের] ছয়শো এক বছরের প্রথম মাসের প্রথম দিনের পৃথিবীর ওপরে জল শুকনো হল; তাতে নোহ জাহাজের ছাদ খুলে দেখলেন, আর দেখ, মাটিতে জল নে
200  GEN 8:16  তুমি নিজের বউ, ছেলেদের ও ছেলের বউদেরকে সঙ্গে নিয়ে জাহাজ থেকে বারে যাও।
201  GEN 8:17  আর তোমার সঙ্গী পশু, পাখি ও মাটিতে চলা সরীসৃপ প্রভৃতি মাংসিক যত জীবজন্তু আছে, সে সমস্ত কিছুকে তোমার সঙ্গে বারে আন, তারা পৃথিবীতে প্রাণীময় করুক এবং পৃথিবীতে ফলবান ও বহুবংশ হোক।
206  GEN 8:22  যতদিন পৃথিবী থাকবে, ততদিন শস্য বোনার ও শস্য কাটার দিন এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিন ও রাত, সমস্ত থেমে যাবে না।”
207  GEN 9:1  পরে ঈশ্বর নোহকে ও তাঁর ছেলেদেরকে আশীর্বাদ করলেন ও বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও, পৃথিবী ভরিয়ে তোলো।
208  GEN 9:2  পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পাখি তোমাদের থেকে ভয় ও ত্রাসযুক্ত হবে; সমস্ত মাটিতে চলা জীব ও সমুদ্রের সমস্ত মাছ সে সব তোমাদের হাতে দেওয়া আছে।