Wildebeest analysis examples for:   ben-ben2017   থ    February 24, 2023 at 23:42    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃিবীর সৃষ্টি করলেন।
2  GEN 1:2  পৃিবী বিন্যাস বিহীন ও শূন্য ছিল এবং অন্ধকার জলরাশির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে চলাচল করছিলেন।
5  GEN 1:5  আর ঈশ্বর আলোর নাম “দিন” ও অন্ধকারের নাম “রাত” রাখলেন। সন্ধ্যা ও সকাল হলে প্রদিন হল।
7  GEN 1:7  ঈশ্বর এই ভাবে বায়ুমণ্ডল করে আকাশের উপরের জল েকে নীচের জল পৃকরলেন; তাতে সেরকম হল।
9  GEN 1:9  পরে ঈশ্বর বললেন, “আকাশমণ্ডলের নীচে অবস্িত সমস্ত জল এক জায়গায় জমা হোক ও স্প্রকাশিত হোক,” তাতে সেরকম হল।
14  GEN 1:14  পরে ঈশ্বর বললেন, “রাত েকে দিন কে আলাদা করার জন্য আকাশমণ্ডলের বিতানে নক্ষত্র হোক এবং তারা চিহ্নের মতো হোক, ঋতুর জন্য, রাত এবং সময়ের ও বছরের জন্য হোক;
15  GEN 1:15  এবং পৃিবীতে আলো দেবার জন্য দীপ বলে আকাশ (বায়ুমণ্ডল) াকুক,” তাতে সেরকম হল।
16  GEN 1:16  ঈশ্বর সময়ের উপরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি ও রাতের উপরে কর্তৃত্ব করতে তার েকেও ছোট এক জ্যোতি, এই দুটি বড় জ্যোতি এবং সমস্ত নক্ষত্র সৃষ্টি করলেন।
17  GEN 1:17  ঈশ্বর পৃিবীতে আলো দেবার জন্য তাদেরকে আকাশে স্াপন করলেন এবং
18  GEN 1:18  দিন ও রাতের উপরে কর্তৃত্ব করার জন্য এবং আলো েকে অন্ধকার আলাদা করার জন্য ঈশ্বর ঐ জ্যোতিগুলিকে আকাশে স্াপন করলেন এবং ঈশ্বর দেখলেন যে, সে সব উত্তম।
19  GEN 1:19  আর সন্ধ্যা ও সকাল হলে চতুর্ দিন হল।
22  GEN 1:22  আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ কর এবং পৃিবীতে পাখিদের বৃদ্ধি হোক।”
24  GEN 1:24  পরে ঈশ্বর বললেন, “ভূমি নানাজাতীয় প্রাণীতে, অর্াৎ তাদের জাতি অনুযায়ী পশুপাল, সরীসৃপ ও বন্য পশু সৃষ্টি করুক; তাতে সেরকম হল।”
26  GEN 1:26  পরে ঈশ্বর বললেন, “আমরা আমাদের প্রতিমূর্ত্তিতে, আমাদের সঙ্গে মিল রেখে মানুষ সৃষ্টি করি; আর তারা সমুদ্রের মাছদের ওপরে, আকাশের পাখিদের ওপরে, পশুদের ওপরে, সমস্ত পৃিবীর ওপরে ও ভূমিতে চলাচলকারী যাবতীয় সরীসৃপের ওপরে কর্তৃত্ব করুক।”
28  GEN 1:28  পরে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন; ঈশ্বর বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও এবং পৃিবী পরিপূর্ণ ও কর্তৃত্ব কর, আর সমুদ্রের মাছদের ওপরে, আকাশের পাখিদের ওপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর ওপরে কর্তৃত্ব কর।”
29  GEN 1:29  ঈশ্বর আরও বললেন, “দেখ, আমি সমস্ত পৃিবীতে অবস্িত যাবতীয় বীজৎপাদক ওষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদেরকে দিলাম, তা তোমাদের খাদ্য হবে।”
32  GEN 2:1  এই ভাবে আকাশমণ্ডল ও পৃিবী এবং তাদের মধ্যে অবস্িত স ব জিনিস তৈরী করা শেষ হল।
33  GEN 2:2  পরে সপ্তম দিনের ঈশ্বর তাঁর কাজকে শেষ করলেন, সেই সপ্তম দিনের নিজের করা সমস্ত কাজ েকে বিশ্রাম নিলেন।
34  GEN 2:3  আর ঈশ্বর সেই সপ্তম দিন কে আশীর্বাদ করে পবিত্র করলেন, কারণ সেই দিনের ঈশ্বর নিজের সৃষ্টি ও তৈরী করা সমস্ত কাজ েকে বিশ্রাম নিলেন।
35  GEN 2:4  সৃষ্টিকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃিবী ও আকাশমণ্ডল সৃষ্টি করলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃিবীর সৃষ্টির বৃত্তান্ত এই।
36  GEN 2:5  সেই দিনের পৃিবীর ভূমিতে কোন ফসল উত্পন্ন হত না, আর ভূমিতে কোন ওষধি উৎপন্ন হত না, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃিবীতে বৃষ্টি বর্ষণ করেননি, আর ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না।
37  GEN 2:6  আর পৃিবী েকে কুয়াশা ঝর্ণা উঠে গিয়ে সমস্ত পৃিবীকে জলসিক্ত করল।
38  GEN 2:7  আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলোতে আদমকে [অর্াৎ মানুষকে] তৈরী করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন; তাতে মানুষ সজীব প্রাণী হল।
40  GEN 2:9  আর সদাপ্রভু ঈশ্বর ভূমি েকে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্য-দায়ক গাছ এবং সেই বাগানের মাঝখানে জীবনগাছ ও সদসদ-জ্ঞানদায়ক গাছ সৃষ্টি করলেন।
41  GEN 2:10  আর বাগানে জল সেচনের জন্য এদন েকে এক নদী বের হল, ওটা সেখান েকে চারটি মুখে ভাগ হল।
42  GEN 2:11  প্রনদীর নাম পিশোন; এটা সমস্ত হবীলা দেশের চারপাশ েকে বয়ে যায়,
44  GEN 2:13  দ্বিতীয় নদীর নাম গীহোন; এটা সমস্তিওপিয়া দেশ বেষ্টন করে।
45  GEN 2:14  তৃতীয় নদীর নাম হিদ্দেকল, এটা অশূর দেশের সামনে দিয়ে বয়ে গেছে। চতুর্ নদী ফরাৎ।
49  GEN 2:18  আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষের একা াকা ভাল নয়, আমি তার জন্য তার মতো সহকারিণী তৈরী করি।”
50  GEN 2:19  আর সদাপ্রভু ঈশ্বর মাটি েকে সকল বন্য পশু ও আকাশের সব পাখি তৈরী করলেন; পরে আদম তাদের কি কি নাম রাখবেন, তা জানতে সেই সবাইকে তাঁর কাছে আনলেন, তাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখলেন, তার সেই নাম হল।
52  GEN 2:21  পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করলে তিনি ঘুমিয়ে পড়লেন; আর তিনি তাঁর একখানা পাঁজর নিয়ে মাংস দিয়ে সেই স্ান পূরণ করলেন।
53  GEN 2:22  সদাপ্রভু ঈশ্বর আদম েকে পাওয়া সেই পাঁজরে এক স্ত্রী সৃষ্টি করলেন ও তাঁকে আদমের কাছে আনলেন।
54  GEN 2:23  তখন আদম বললেন, “এবার [হয়েছে]; ইনি আমার অস্ির অস্ি ও মাংসের মাংস; এর নাম নারী হবে, কারণ ইনি মানুষ েকে গৃহীত হয়েছেন।”
56  GEN 2:25  ঐ দিনের আদম ও তাঁর স্ত্রী উভয়ে উলঙ্গ াকতেন, আর তাঁদের লজ্জা বোধ ছিল না।
64  GEN 3:8  পরে তাঁরা সদাপ্রভু ঈশ্বরের রব শুনতে পেলেন, তিনি দিনের রবেলায় বাগানে চলাফেরা করছিলেন; তাতে আদম ও তাঁর স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সামনে েকে বাগানের গাছ সকলের মধ্যে লুকালেন।
65  GEN 3:9  তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, “তুমি কোায়?”
66  GEN 3:10  তিনি বললেন, “আমি বাগানে তোমারশুনে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি।”
71  GEN 3:15  আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রুতা জন্মাব; সে তোমার মাভেঙে দেবে এবং তুমি তার পাদমূল দংশন করবে।”
72  GEN 3:16  পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনা খুবই বাড়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা াকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”
73  GEN 3:17  আর তিনি আদমকে বললেন, “যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলেছিলাম, তুমি তা খেওনা, তুমি তোমার স্ত্রীরশুনে তার ফল খেয়েছ, এই জন্য তোমার জন্য ভূমি অভিশপ্ত হল; তুমি সারাজীবন কষ্টে তা ভোগ করবে;
75  GEN 3:19  তুমি ঘাম ঝরা মুখে খাবার খাবে, যে পর্যন্ত তুমি মাটিতে ফিরে না যাবে; তুমি তো তা েকেই এসেছ; কারণ তোমাকে ধূলো েকে নেওয়া হয়েছে এবং ধূলোতে মিশে যাবে।”
79  GEN 3:23  এই জন্য সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদনের বাগান েকে বের করে দিলেন, যেন, তিনি যা েকে সৃষ্টি, সেই মাটিতে কৃষিকাজ করেন।
80  GEN 3:24  এই ভাবে ঈশ্বর মানুষকে তাড়িয়ে দিলেন এবং জীবনবৃক্ষের রক্ষা করবার জন্য এদন বাগানের পূর্বদিকে করূবদেরকে ও ঘূর্ণায়মান তেজোময় তলোয়ার রাখলেন।
84  GEN 4:4  আর হেবলও নিজের পালের প্রমজাত কয়েকটি পশু ও তাদের মেদ উৎসর্গ করল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রহণ করলেন;
87  GEN 4:7  যদি ভালো আচরণ কর, তবে কি গ্রহণ করা হবে না? আর যদি ভালো আচরণ না কর, তবে পাপ দরজায় গুঁড়ি মেরে বসে আছে। তোমার প্রতি তার বাসনা াকবে কিন্তু তোমার তার উপরে কর্তৃত্ব করা উচিত।”
88  GEN 4:8  আর কয়িন নিজের ভাই হেবলের সঙ্গেোপককরল; পরে তারা ক্ষেতে গেলে কয়িন নিজের ভাই হেবলের বিরুদ্ধে উঠে তাকে মেরে ফেলল।
89  GEN 4:9  পরে সদাপ্রভু কয়িনকে বললেন, তোমার ভাই হেবল কোায়? সে উত্তর করল, “আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক?”
90  GEN 4:10  তিনি বললেন, “তুমি কি করেছ? তোমার ভাইয়ের রক্ত ভূমি েকে আমার কাছে প্রতিফলের জন্য কাঁদছে।
91  GEN 4:11  আর এখন, যে ভূমি তোমার হাত েকে তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করার জন্য নিজের মুখ খুলেছে, সেই ভূমিতে তুমি শাপগ্রস্ত হলে।
92  GEN 4:12  যখন তুমি ভূমিতে কৃষিকাজ করবে তা নিজের শক্তি দিয়ে তোমার সেবা আর করবে না; তুমি পৃিবীতে পলাতক ও ভ্রমণকারী হবে।”
94  GEN 4:14  দেখ, আজ তুমি পৃিবী েকে আমাকে তাড়িয়ে দিলে, আর তোমার সামনে েকে আমি লুকিয়ে াকব। আমি পৃিবীতে পলাতক ও ভ্রমণকারী হব, আর আমাকে যে পাবে, সে হত্যা করবে।”
96  GEN 4:16  পরে কয়িন সদাপ্রভুর সামনে েকে চলে গিয়ে এদনের পূর্ব দিকে নোদ দেশে বাস করল।
98  GEN 4:18  হনোকের ছেলে ঈরদ, ঈরদের ছেলে মহুয়ায়েল, মহুয়ায়েলের ছেলেূশায়েল
99  GEN 4:19  ূশায়েলের ছেলে লেমক। লেমক দুই স্ত্রী গ্রহণ করল, একজন স্ত্রীর নাম আদা, অন্যের নাম সিল্লা।
103  GEN 4:23  আর লেমক নিজের দুই স্ত্রীকে বলল, “আদা, সিল্লা, তোমরা আমারশোন, লেমকের স্ত্রীরা আমারশোন; কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে মেরে ফেলেছি।
105  GEN 4:25  আর আদম আবার নিজের স্ত্রীর পরিচয় নিলে তিনি ছেলে প্রসব করলেন ও তার নাম শে রাখলেন। কারণ [তিনি বললেন] কয়িনের মাধ্যমে হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক ছেলে দিলেন। পরে
106  GEN 4:26  শেেরও ছেলে হল, আর তিনি তার নাম ইনোশ রাখলেন। তখন লোকেরা সদাপ্রভুর নামে আরাধনা করতে আরম্ভ করল।
109  GEN 5:3  পরে আদম একশো ত্রিশ বছর বয়সে নিজের মতো ও প্রতিমূর্ত্তিতে ছেলের জন্ম দিয়ে তার নাম শে রাখলেন।
110  GEN 5:4  শেের জন্ম দিলে পর আদম আটশো বছর জীবিত েকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
112  GEN 5:6  শে একশো পাঁচ বছর বয়সে ইনোশের জন্ম দিলেন।
113  GEN 5:7  ইনোশের জন্ম দিলে পর শে আটশো সাত বছর জীবিত েকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
114  GEN 5:8  সব মিলিয়ে শেের নয়শো বারো বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
116  GEN 5:10  কৈননের জন্ম দিলে পর ইনোশ আটশো পনের বছর জীবিত েকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
119  GEN 5:13  মহললেলের জন্ম দিলে পর কৈনন আটশো চল্লিশ বছর জীবিত েকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
122  GEN 5:16  যেরদের জন্ম দিলে পর মহললেল আটশো ত্রিশ বছর জীবিত েকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
125  GEN 5:19  হনোকের জন্ম দিলে পর যেরদ আটশো বছর জীবিত েকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
127  GEN 5:21  হনোক পয়ষট্টি বছর বয়সেূশেলহের জন্ম দিলেন।
128  GEN 5:22  ূশেলহের জন্ম দিলে পর হনোক তিনশো বছর ঈশ্বরের সঙ্গে যাতায়াত করলেন এবং আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
129  GEN 5:23  সব মিলিয়ে হনোক তিনশো পয়ষটি বছর াকলেন।
130  GEN 5:24  হনোক ঈশ্বরের সঙ্গে যাতায়াত করতেন। পরে তিনি আর াকলেন না, কারণ ঈশ্বর তাঁকে গ্রহণ করলেন।
131  GEN 5:25  ূশেলহ একশো সাতাশী বছর বয়সে লেমকের জন্ম দিলেন।
132  GEN 5:26  লেমকের জন্ম দিলে পরূশেলহ সাতশো বিরাশী বছর জীবিত েকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
133  GEN 5:27  সব মিলিয়েূশেলহের নয়শো ঊনসত্তর বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
135  GEN 5:29  তিনি নোহের নাম ধরে ডাকলেন, বললেন, “সদাপ্রভুর মাধ্যমে অভিশপ্ত ভূমি েকে আমাদের যে শ্রম ও হাতের কষ্ট হয়, তার বিষয়ে এ আমাদেরকে সান্ত্বনা করবে।”
136  GEN 5:30  নোহের জন্ম দিলে পর লেমক পাঁচশো পঁচানব্বই বছর জীবিত েকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
139  GEN 6:1  এভাবে যখন পৃিবীতে মানুষদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল ও অনেক মেয়ে জন্ম গ্রহণ করল,
141  GEN 6:3  তাতে সদাপ্রভু বললেন, “আমার আত্মা মানুষদের মধ্যে সবদিন াকবে না, কারণ তারা মাংসমাত্র; কিন্তু তাদের দিন একশো কুড়ি বছর হবে।”
142  GEN 6:4  সেই দিনের পৃিবীতে মহাবীররা ছিল এবং তার পরেও ঈশ্বরের ছেলেরা মানুষদের মেয়েদের কাছে গেলে তাদের গর্ভে ছেলেমেয়ে জন্মাল, তারাই সেকালের প্রসিদ্ধ বীর।
143  GEN 6:5  আর সদাপ্রভু দেখলেন, পৃিবীতে মানুষের দুষ্টতা বড় এবং তার হৃদয়ের চিন্তার সমস্ত কল্পনা সবদিন কেবল খারাপ।