Wildebeest analysis examples for:   ben-ben2017   –    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

496  GEN 19:38  আর ছোট মেয়েটিও ছেলের জন্ম দিয়ে তার নাম বিনঅম্মি রাখল, সে এখনকার অম্মোন-লোকদের আদিবাবা।
1072  GEN 36:31  ইস্রায়েলসন্তানদের ওপরে কোনো রাজা রাজত্ব করার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন।
18206  ISA 26:6  লোকদের পাদুঃখীদের পা ও গরিবদের পদক্ষেপতা পদদলিত করবে।
18223  ISA 27:2  সেই দিনএক আঙ্গুর ক্ষেত, তোমরা তার বিষয়ে গান কর।
18724  ISA 49:18  তুমি চারদিকে চোখ তোলো এবং দেখ; তারা সব একত্র হয়েছে এবং তোমার কাছে আসছে। “যেমন নিশ্চয়ই আমি বেঁচে আছি” এটা সদাপ্রভু বলেছেনতুমি নিশ্চয়ই তাদের পরাবে গয়নার মত, বিয়ের কনের গয়নার মত।
20816  EZK 14:16  তারপর এমনকি যদি তার মধ্যে একই তিন ব্যক্তি থাকেযেমন আমি থাকি, প্রভু সদাপ্রভু বলেন, তারা ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেদের জীবন উদ্ধার করতে পারবে, কিন্তু দেশ পতিত হয়ে যাবে।
20818  EZK 14:18  তারপর এমনকি যদি তার মধ্যে একই তিন ব্যক্তি থাকেযেমন আমি থাকি, প্রভু সদাপ্রভু বলেন, তারা ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেদের জীবন উদ্ধার করতে পারবে।