Wildebeest analysis examples for:   ben-ben2017   ঁ    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

30  GEN 1:30  আর ভূমিতে চরাচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পাখি ও ভূমিতে বুকে হেটে চলা যাবতীয় কীট, এই সব প্রাণীর আহারের জন্য সবুজ গাছপালা সকল দিলাম। তাতে সেরকম হল।
33  GEN 2:2  পরে সপ্তম দিনের ঈশ্বর তাকাজকে শেষ করলেন, সেই সপ্তম দিনের নিজের করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।
38  GEN 2:7  আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলোতে আদমকে [অর্থাৎ মানুষকে] তৈরী করলেন এবং তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন; তাতে মানুষ সজীব প্রাণী হল।
50  GEN 2:19  আর সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে সকল বন্য পশু ও আকাশের সব পাখি তৈরী করলেন; পরে আদম তাদের কি কি নাম রাখবেন, তা জানতে সেই সবাইকে তাকাছে আনলেন, তাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখলেন, তার সেই নাম হল।
51  GEN 2:20  আদম যাবতীয় পশুপাল, পাখির ও যাবতীয় বন্য পশুর নাম রাখলেন, কিন্তু মানুষের জন্য তামতো সহকারিণী পাওয়া গেল না।
52  GEN 2:21  পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করলে তিনি ঘুমিয়ে পড়লেন; আর তিনি তাএকখানা পাজর নিয়ে মাংস দিয়ে সেই স্থান পূরণ করলেন।
53  GEN 2:22  সদাপ্রভু ঈশ্বর আদম থেকে পাওয়া সেই পাজরে এক স্ত্রী সৃষ্টি করলেন ও তাকে আদমের কাছে আনলেন।
56  GEN 2:25  ঐ দিনের আদম ও তাস্ত্রী উভয়ে উলঙ্গ থাকতেন, আর তাদের লজ্জা বোধ ছিল না।
59  GEN 3:3  কেবল বাগানের মাঝখানে যে গাছ আছে, সেই ফলের বিষয় ঈশ্বর বলেছেন, তোমরা তা খেও না, ছুয়েও দেখ না, তা করলে মরবে।”
63  GEN 3:7  তাতে তাদের উভয়ের চোখ খুলে গেল এবং তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ; আর ডুমুর গাছের পাতা জুড়ে ঘাগরা তৈরী করে নিলেন।
64  GEN 3:8  পরে তারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনতে পেলেন, তিনি দিনের রবেলায় বাগানে চলাফেরা করছিলেন; তাতে আদম ও তাস্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সামনে থেকে বাগানের গাছ সকলের মধ্যে লুকালেন।
70  GEN 3:14  পরে সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, “তুমি এই কাজ করেছ, এই জন্য পশুপাল ও বন্য পশুদের মধ্যে তুমি সবচেয়ে বেশি শাপগ্রস্ত; তুমি বুকে হাটবে এবং যাবজ্জীবন ধূলো খাবে।
74  GEN 3:18  আর মাটিতে তোমার জন্য কাটা ও শেয়াল কাটা জন্মাবে এবং তুমি জমির ওষধি খাবে।
77  GEN 3:21  আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাস্ত্রীর জন্য চামড়ার বস্ত্র তৈরী করে তাদেরকে পরালেন।
79  GEN 3:23  এই জন্য সদাপ্রভু ঈশ্বর তাকে এদনের বাগান থেকে বের করে দিলেন, যেন, তিনি যা থেকে সৃষ্টি, সেই মাটিতে কৃষিকাজ করেন।
87  GEN 4:7  যদি ভালো আচরণ কর, তবে কি গ্রহণ করা হবে না? আর যদি ভালো আচরণ না কর, তবে পাপ দরজায় গুড়ি মেরে বসে আছে। তোমার প্রতি তার বাসনা থাকবে কিন্তু তোমার তার উপরে কর্তৃত্ব করা উচিত।”
90  GEN 4:10  তিনি বললেন, “তুমি কি করেছ? তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে প্রতিফলের জন্য কাদছে।
100  GEN 4:20  আদার গর্ভে যাবল জন্মাল, সে তাবুনিবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তার ভাইয়ের নাম যুবল;
107  GEN 5:1  আদমের বংশাবলী (1 বংশাবলী 1-4) পত্র এই। যে দিন ঈশ্বর মানুষের সৃষ্টি করলেন, সেই দিনের ঈশ্বরের সাদৃশ্যেই তাকে তৈরী করলেন,
108  GEN 5:2  পুরুষ ও স্ত্রী করে তাদের সৃষ্টি করলেন; এবং সেই সৃষ্টিদিনে তাদেরকে আশীর্বাদ করে আদম, এই নাম দিলেন।
111  GEN 5:5  সব মিলিয়ে আদমের নয়শো ত্রিশ বছর বয়স হলে তামৃত্যু হল।
112  GEN 5:6  শেথ একশো পাবছর বয়সে ইনোশের জন্ম দিলেন।
114  GEN 5:8  সব মিলিয়ে শেথের নয়শো বারো বছর বয়স হলে তামৃত্যু হল।
117  GEN 5:11  সব মিলিয়ে ইনোশের নয়শো পাবছর বয়স হলে তামৃত্যু হল।
120  GEN 5:14  সব মিলিয়ে কৈননের নয়শো দশ বছর বয়স হলে তামৃত্যু হল।
121  GEN 5:15  মহললেলয়ষট্টি বছর বয়সে যেরদের জন্ম দিলেন।
123  GEN 5:17  সব মিলিয়ে মহললেলের আটশোচানব্বই বছর বয়স হলে তামৃত্যু হল।
126  GEN 5:20  সব মিলিয়ে যেরদের নয়শো বাষটি বছর বয়স হলে তামৃত্যু হল।
130  GEN 5:24  হনোক ঈশ্বরের সঙ্গে যাতায়াত করতেন। পরে তিনি আর থাকলেন না, কারণ ঈশ্বর তাকে গ্রহণ করলেন।
133  GEN 5:27  সব মিলিয়ে মথূশেলহের নয়শো ঊনসত্তর বছর বয়স হলে তামৃত্যু হল।
134  GEN 5:28  লেমক একশো বিরাশী বৎসর বয়সে ছেলের জন্ম দিয়ে তানাম নোহ [বিশ্রাম] রাখলেন;
136  GEN 5:30  নোহের জন্ম দিলে পর লেমক পাচশো চানব্বই বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
137  GEN 5:31  সব মিলিয়ে লেমকের সাতশো সাতাত্তর বছর বয়স হলে তামৃত্যু হল।
138  GEN 5:32  পরে নোহ পাচশো বছর বয়সে শেম, হাম ও যেফতের জন্ম দিলেন।
167  GEN 7:7  জলপ্লাবনের জন্য নোহ ও তাছেলেরা এবং তাস্ত্রী ও ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।
173  GEN 7:13  সেই দিন নোহ এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের ছেলেরা এবং তাদের সঙ্গে নোহের স্ত্রী ও তিন ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।
174  GEN 7:14  আর তাদের সঙ্গে সর্বজাতীয় বন্য পশু, সবজাতীয় গ্রাম্য পশু, সবজাতীয় মাটিতে চলাচল করা সরীসৃপ জীব ও সবজাতীয় পাখি,
176  GEN 7:16  ফলতঃ তাপ্রতি ঈশ্বরের আদেশ অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রী ও পুরুষ প্রবেশ করল। পরে সদাপ্রভু তাজন্য পিছনের দরজা বন্ধ করলেন।
180  GEN 7:20  তার উপরে পনেরো হ্যাজল উঠে প্রবল হল, পর্বত সকল ডুবে গেল।
183  GEN 7:23  এই ভাবে পৃথিবী নিবাসী সমস্ত প্রাণী মানুষ, পশু, সরীসৃপ, জীব ও আকাশের পাখি সকল উচ্ছিন্ন হল, পৃথিবী থেকে উচ্ছিন্ন হল, কেবল নোহ ও তাসঙ্গী জাহাজে প্রাণীরা বেচে গেলেন।
185  GEN 8:1  আর ঈশ্বর নোহকে ও জাহাজে অবস্থিত তাসঙ্গী পশু যাবতীয় প্রাণীকে স্মরণ করলেন, ঈশ্বর পৃথিবীতে বাতাস বহালেন, তাতে জল থামল।
190  GEN 8:6  আর চল্লিশ দিন পরে নোহ নিজের বানানো জাহাজের জানালা খুলে, একটা দাড়কাক ছেড়ে দিলেন;
193  GEN 8:9  তাতে সমস্ত পৃথিবী জলে ভরে থাকাতে ঘুঘু নামার জায়গা পেল না, তাই জাহাজে তাকাছে ফিরে আসল। তখন তিনি হাত বাড়িয়ে তাকে ধরলেন ও জাহাজের ভিতরে নিজের কাছে রাখলেন।
195  GEN 8:11  এবং ঘুঘুটি সন্ধ্যাবেলায় তাকাছে ফিরে এল; আর দেখ, তার ঠোটে জিতগাছের একটা নতুন পাতা ছিল; এতে নোহ বুঝলেন, মাটির ওপরে জল কমেছে।
196  GEN 8:12  পরে তিনি আর সাত দিন অপেক্ষা করে সেই ঘুঘু ছেড়ে দিলেন, তখন সে তাকাছে আর ফিরে এল না।
207  GEN 9:1  পরে ঈশ্বর নোহকে ও তাছেলেদেরকে এই আশীর্বাদ করলেন ও বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও, পৃথিবী ভরিয়ে তোলো।
214  GEN 9:8  পরে ঈশ্বর নোহকে ও তাসঙ্গী ছেলেদেরকে বললেন,
218  GEN 9:12  ঈশ্বর আরও বললেন, “আমি তোমাদের সঙ্গে ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সঙ্গে চিরস্থায়ী পুরুষ পরম্পরার জন্য যে নিয়ম স্থির করলাম, তাচিহ্ন এই।”
224  GEN 9:18  নোহের যে ছেলেরা জাহাজ থেকে বের হলেন, তাদের নাম শেম, হাম ও যেফৎ; সেই হাম কনানের বাবা।
227  GEN 9:21  আর তিনি আঙ্গুর রস পান করে মাতাল হলেন এবং তাবুর মধ্যে বিবস্ত্র হয়ে পড়লেন।
229  GEN 9:23  তাতে শেম ও যেফৎ কাপড় নিয়ে নিজেদের কাধে রেখে পিছনে হেটে বাবার উলঙ্গতা ঢেকে দিলেন; পিছন দিকে মুখ থাকাতে তারা পিতার উলঙ্গতা দেখলেন না।
230  GEN 9:24  পরে নোহ আঙ্গুর রসের ঘুম থেকে জেগে উঠে তাপ্রতি ছোট ছেলের আচরণ জানতে পারলেন।
233  GEN 9:27  ঈশ্বর যেফৎকে বিস্তীর্ণ করুন; সে শেমের তাবুতে বাস করুক, আর কনান তার দাস হোক।”
235  GEN 9:29  সব মিলিয়ে নোহের নয়শো পঞ্চাশ বছর বয়স হলে তামৃত্যু হল।
236  GEN 10:1  নোহের ছেলে শেম, হাম ও যেফতের বংশ বৃত্তান্ত এই। বন্যার পরে তাদের ছেলেমেয়ে জন্মাল।
245  GEN 10:10  শিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কলনী, এই সব জায়গা তারাজ্যের প্রথম অংশ ছিল।
256  GEN 10:21  যে শেম এবারের সব লোকদের পূর্বপুরুষ, আর যেফতের বড় ভাই, তারও ছেলেমেয়ে ছিল।
260  GEN 10:25  এবারের দুই ছেলে; একের নাম পেলগ [বিভাগ], কারণ সেই দিনের পৃথিবী ভাগ হল। তাভাইয়ের নাম যক্তন।
271  GEN 11:4  পরে তারা বলল, “এস, আমরা নিজেদের জন্য এক শহর ও আকাশকে নাগাল পেতে পারে এমন একচু বাড়ি (মিনার) তৈরী করে নিজেদের নাম বিখ্যাত করি, যদি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ি।”
272  GEN 11:5  পরে মানুষেরা যে শহর ওচু বাড়ি (মিনার) তৈরী করছিল, তা দেখতে সদাপ্রভু নেমে এলেন।
278  GEN 11:11  অর্ফকষদের জন্ম দিলে পর শেম পাচশো বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
279  GEN 11:12  অর্ফকষদয়ত্রিশ বছর বয়সে শেলহের জন্ম দিলেন।
297  GEN 11:30  সারী বন্ধ্যা ছিলেন, তাসন্তান হল না।
298  GEN 11:31  আর তেরহ নিজের ছেলে অব্রামকে ও হারণের ছেলে নিজের নাতি লোটকে এবং অব্রাহামের স্ত্রী সারী নাম্নী ছেলের স্ত্রীকে সঙ্গে নিলেন; তারা একসঙ্গে কনান দেশে যাবার জন্য কলদীয় দেশের ঊর থেকে যাত্রা করলেন; আর হারণ নগর পর্যন্ত গিয়ে সেখানে বাস করলেন।
299  GEN 11:32  পরে তেরহের দুশো পাবছর বয়স হলে হারণে তামৃত্যু হল।
303  GEN 12:4  পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করলেন এবং লোটও তাসঙ্গে গেলেন। হারন থেকে চলে যাবার দিন অব্রামেরচাত্তর বছর বয়স ছিল।
304  GEN 12:5  অব্রাম নিজের স্ত্রী সারীকে ও ভাইয়ের ছেলে লোটকে এবং হারণে তারা যে ধন উপার্জন করেছিলেন ও যে প্রাণীদেরকে লাভ করেছিলেন, সে সমস্ত নিয়ে কনান দেশে যাওয়ার জন্য যাত্রা করলেন এবং কনান দেশে আসলেন।
306  GEN 12:7  পরে সদাপ্রভু অব্রামকে দেখা দিয়ে বললেন, “আমি তোমার বংশকে এই দেশ দেব,” তখন সেই জায়গায় অব্রাম সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি করলেন, যিনি তাকে দর্শন দিয়েছিলেন।
307  GEN 12:8  পরে তিনি ঐ জায়গা ত্যাগ করে পর্বতে গিয়ে বৈথেলের পূর্ব দিকে নিজের তাবু স্থাপন করলেন; তার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল; তিনি সে জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সদাপ্রভুর নামে ডাকলেন।
311  GEN 12:12  এ কারণ মিশরীয়েরা যখন তোমাকে দেখে বলবে, ‘এ তাস্ত্রী,’ এবং আমাকে হত্যা করবে, আর তারা তোমাকে জীবিত রাখবে।
312  GEN 12:13  অনুরোধ করে, এই কথা বলো যে, তুমি আমার বোন; যেন তোমার অনুরোধে আমার ভালো হয়, তোমার জন্য আমার প্রাণ বাচে।”
314  GEN 12:15  আর ফরৌণের সামনে তাপ্রশংসা করলেন; তাতে সেই স্ত্রীকে ফরৌণের বাড়িতে নিয়ে যাওয়া হল।
315  GEN 12:16  আর তাঅনুরোধে তিনি অব্রামকে আদর করলেন; তাতে অব্রাম মেষ, গরু, গাধা এবং দাস দাসী গাধী ও উট পেলেন।
316  GEN 12:17  কিন্তু অব্রামের স্ত্রী সারীর জন্য সদাপ্রভু ফরৌণ ও তাপরিবারের ওপরে ভারী ভারী উৎপাত ঘটালেন।
319  GEN 12:20  তখন ফরৌণ লোকদেরকে তাবিষয়ে আদেশ দিলেন, আর তারা সব কিছুর সঙ্গে তাকে তাস্ত্রীকে বিদায় করল।
320  GEN 13:1  পরে অব্রাম ও তাস্ত্রী সমস্ত সম্পত্তি নিয়ে লোটের সঙ্গে মিশর থেকে [কনান দেশের] দক্ষিণাঞ্চলে যাত্রা করলেন।
322  GEN 13:3  পরে তিনি দক্ষিণ থেকে বৈথেলের দিকে যেতে যেতে বৈথেলের ও অয়ের মাঝখানে যে জায়গায় আগে তাতাবু ছিল,
325  GEN 13:6  আর সেই দেশে একসঙ্গে তাদের বসবাস করা হল না, কারণ তাদের প্রচুর সম্পত্তি থাকাতে তারা একসঙ্গে বাস করতে পারলেন না।
330  GEN 13:11  অতএব লোট নিজের জন্য যর্দ্দনের সব অঞ্চল বেছে নিয়ে পূর্বদিকে চলে গেলেন; এই ভাবে তারা পরস্পর আলাদা হলেন।
331  GEN 13:12  অব্রাম কনান দেশে থাকলেন এবং লোট সেই অঞ্চলের নগরগুলির মধ্যে থেকে সদোম পর্যন্ত তাবু স্থাপন করতে লাগলেন।