Wildebeest analysis examples for:   ben-ben2017   আ    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  দিতে ঈশ্বর কাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন।
2  GEN 1:2  পৃথিবী বিন্যাস বিহীন ও শূন্য ছিল এবং অন্ধকার জলরাশির উপরে ছিল, ঈশ্বরের ত্মা জলের উপরে চলাচল করছিলেন।
3  GEN 1:3  পরে ঈশ্বর বললেন, লো হোক; তাতে লো হল।
4  GEN 1:4  তখন ঈশ্বর লো উত্তম দেখলেন এবং ঈশ্বর লো ও অন্ধকার লাদা করলেন।
5  GEN 1:5  ঈশ্বর লোর নাম “দিন” ও অন্ধকারের নাম “রাত” রাখলেন। সন্ধ্যা ও সকাল হলে প্রথম দিন হল।
6  GEN 1:6  পরে ঈশ্বর বললেন, “জলের মধ্যে কাশ (বায়ুমণ্ডল) হোক ও জলকে দুই ভাগে লাদা করুক।”
7  GEN 1:7  ঈশ্বর এই ভাবে বায়ুমণ্ডল করে কাশের উপরের জল থেকে নীচের জল পৃথক করলেন; তাতে সেরকম হল।
8  GEN 1:8  পরে ঈশ্বর কাশের নাম কাশমণ্ডল রাখলেন। সন্ধ্যা ও সকাল হলে দ্বিতীয় দিন হল।
9  GEN 1:9  পরে ঈশ্বর বললেন,কাশমণ্ডলের নীচে অবস্থিত সমস্ত জল এক জায়গায় জমা হোক ও স্থল প্রকাশিত হোক,” তাতে সেরকম হল।
10  GEN 1:10  তখন ঈশ্বর শুকনো জায়গার নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখলেন; ঈশ্বর দেখলেন যে, তা উত্তম।
12  GEN 1:12  ফলে ভূমি ঘাস, তাদের জাতি অনুযায়ী বীজ উত্পন্নকারী ওষধি, ও তাদের জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক গাছ, উৎপন্ন করল; ঈশ্বর দেখলেন যে, সে সকল ভালো।
13  GEN 1:13  সন্ধ্যা ও সকাল হলে তৃতীয় দিন হল।
14  GEN 1:14  পরে ঈশ্বর বললেন, “রাত থেকে দিন কে লাদা করার জন্য কাশমণ্ডলের বিতানে নক্ষত্র হোক এবং তারা চিহ্নের মতো হোক, ঋতুর জন্য, রাত এবং সময়ের ও বছরের জন্য হোক;
15  GEN 1:15  এবং পৃথিবীতে লো দেবার জন্য দীপ বলে কাশ (বায়ুমণ্ডল) থাকুক,” তাতে সেরকম হল।
17  GEN 1:17  ঈশ্বর পৃথিবীতে লো দেবার জন্য তাদেরকে কাশে স্থাপন করলেন এবং
18  GEN 1:18  দিন ও রাতের উপরে কর্তৃত্ব করার জন্য এবং লো থেকে অন্ধকার লাদা করার জন্য ঈশ্বর ঐ জ্যোতিগুলিকে কাশে স্থাপন করলেন এবং ঈশ্বর দেখলেন যে, সে সব উত্তম।
19  GEN 1:19  সন্ধ্যা ও সকাল হলে চতুর্থ দিন হল।
20  GEN 1:20  পরে ঈশ্বর বললেন, “জল নানাজাতীয় জলজ প্রাণীতে প্রাণীময় হোক এবং ভূমির উপরে কাশে পাখিরা উড়ুক।”
21  GEN 1:21  তখন ঈশ্বর বৃহৎ জলজ প্রাণীদের ও যে নানাজাতীয় জলজ প্রাণীতে জল প্রাণীময় ছে, সে সবের এবং নানাজাতীয় পাখি সৃষ্টি করলেন। পরে ঈশ্বর দেখলেন যে সে সব উত্তম।
22  GEN 1:22  ঈশ্বর সে সকলকে শীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ কর এবং পৃথিবীতে পাখিদের বৃদ্ধি হোক।”
23  GEN 1:23  সন্ধ্যা ও সকাল হলে পঞ্চম দিন হল।
25  GEN 1:25  ফলে ঈশ্বর নিজের নিজের জাতি অনুযায়ী বন্য পশু ও নিজের নিজের জাতি অনুযায়ী পশুপাল ও নিজের নিজের জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ সৃষ্টি করলেন; ঈশ্বর দেখলেন যে, সে সব উত্তম।
26  GEN 1:26  পরে ঈশ্বর বললেন,মরা মাদের প্রতিমূর্ত্তিতে, মাদের সঙ্গে মিল রেখে মানুষ সৃষ্টি করি; তারা সমুদ্রের মাছদের ওপরে, কাশের পাখিদের ওপরে, পশুদের ওপরে, সমস্ত পৃথিবীর ওপরে ও ভূমিতে চলাচলকারী যাবতীয় সরীসৃপের ওপরে কর্তৃত্ব করুক।”
28  GEN 1:28  পরে ঈশ্বর তাদেরকে শীর্বাদ করলেন; ঈশ্বর বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও কর্তৃত্ব কর, সমুদ্রের মাছদের ওপরে, কাশের পাখিদের ওপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর ওপরে কর্তৃত্ব কর।”
29  GEN 1:29  ঈশ্বর রও বললেন, “দেখ, মি সমস্ত পৃথিবীতে অবস্থিত যাবতীয় বীজৎপাদক ওষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদেরকে দিলাম, তা তোমাদের খাদ্য হবে।”
30  GEN 1:30  ভূমিতে চরাচর যাবতীয় পশু ও কাশের যাবতীয় পাখি ও ভূমিতে বুকে হেঁটে চলা যাবতীয় কীট, এই সব প্রাণীর হারের জন্য সবুজ গাছপালা সকল দিলাম। তাতে সেরকম হল।
31  GEN 1:31  পরে ঈশ্বর নিজের তৈরী সব জিনিসের প্রতি দেখলেন, দেখলেন, সে সবই খুবই ভালো। সন্ধ্যা ও সকাল হলে ষষ্ঠ দিন হল।
32  GEN 2:1  এই ভাবে কাশমণ্ডল ও পৃথিবী এবং তাদের মধ্যে অবস্থিত স ব জিনিস তৈরী করা শেষ হল।
34  GEN 2:3  ঈশ্বর সেই সপ্তম দিন কে শীর্বাদ করে পবিত্র করলেন, কারণ সেই দিনের ঈশ্বর নিজের সৃষ্টি ও তৈরী করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।
35  GEN 2:4  সৃষ্টিকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও কাশমণ্ডল সৃষ্টি করলেন, তখনকার কাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির বৃত্তান্ত এই।
36  GEN 2:5  সেই দিনের পৃথিবীর ভূমিতে কোন ফসল উত্পন্ন হত না, ভূমিতে কোন ওষধি উৎপন্ন হত না, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেননি, ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না।
37  GEN 2:6  পৃথিবী থেকে কুয়াশা ঝর্ণা উঠে গিয়ে সমস্ত পৃথিবীকে জলসিক্ত করল।
38  GEN 2:7  সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলোতে দমকে [অর্থাৎ মানুষকে] তৈরী করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন; তাতে মানুষ সজীব প্রাণী হল।
39  GEN 2:8  সদাপ্রভু ঈশ্বর পূর্বদিকে, এদনে, এক বাগান তৈরী করলেন এবং সেই জায়গায় নিজের জন্য ঐ মানুষকে রাখলেন।
40  GEN 2:9  সদাপ্রভু ঈশ্বর ভূমি থেকে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্য-দায়ক গাছ এবং সেই বাগানের মাঝখানে জীবনগাছ ও সদসদ-জ্ঞানদায়ক গাছ সৃষ্টি করলেন।
41  GEN 2:10  বাগানে জল সেচনের জন্য এদন থেকে এক নদী বের হল, ওটা সেখান থেকে চারটি মুখে ভাগ হল।
43  GEN 2:12  সেখানে সোনা পাওয়া যায়, সেই দেশের সোনা উত্তম এবং সেই জায়গায় মোতী ও গোমেদকমনি জন্মে।
46  GEN 2:15  পরে সদাপ্রভু ঈশ্বর দমকে নিয়ে এদনের বাগানে কৃষিকাজ ও দেখাশোনার জন্য সেখানে রাখলেন।
47  GEN 2:16  সদাপ্রভু ঈশ্বর দমকে এই দেশ দিলেন, “তুমি এই বাগানের সব গাছের ফল নিজের ইচ্ছায় খাও;
49  GEN 2:18  সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষের একা থাকা ভাল নয়, মি তার জন্য তার মতো সহকারিণী তৈরী করি।”
50  GEN 2:19  সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে সকল বন্য পশু ও কাশের সব পাখি তৈরী করলেন; পরে দম তাদের কি কি নাম রাখবেন, তা জানতে সেই সবাইকে তাঁর কাছে নলেন, তাতে দম যে সজীব প্রাণীর যে নাম রাখলেন, তার সেই নাম হল।
51  GEN 2:20  দম যাবতীয় পশুপাল, পাখির ও যাবতীয় বন্য পশুর নাম রাখলেন, কিন্তু মানুষের জন্য তাঁর মতো সহকারিণী পাওয়া গেল না।
52  GEN 2:21  পরে সদাপ্রভু ঈশ্বর দমকে গভীর ঘুমে মগ্ন করলে তিনি ঘুমিয়ে পড়লেন; তিনি তাঁর একখানা পাঁজর নিয়ে মাংস দিয়ে সেই স্থান পূরণ করলেন।
53  GEN 2:22  সদাপ্রভু ঈশ্বর দম থেকে পাওয়া সেই পাঁজরে এক স্ত্রী সৃষ্টি করলেন ও তাঁকে দমের কাছে নলেন।
54  GEN 2:23  তখন দম বললেন, “এবার [হয়েছে]; ইনি মার অস্থির অস্থি ও মাংসের মাংস; এর নাম নারী হবে, কারণ ইনি মানুষ থেকে গৃহীত হয়েছেন।”
55  GEN 2:24  এই কারণ মানুষ নিজের বাবা মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে সক্ত হবে এবং তারা একাঙ্গ হবে।
56  GEN 2:25  ঐ দিনের দম ও তাঁর স্ত্রী উভয়ে উলঙ্গ থাকতেন, তাঁদের লজ্জা বোধ ছিল না।
58  GEN 3:2  নারী সাপকে বললেন,মরা এই বাগানের সব গাছের ফল খেতে পারি;
59  GEN 3:3  কেবল বাগানের মাঝখানে যে গাছ ছে, সেই ফলের বিষয় ঈশ্বর বলেছেন, তোমরা তা খেও না, ছুঁয়েও দেখ না, তা করলে মরবে।”
62  GEN 3:6  নারী যখন দেখলেন, ঐ গাছ সুখাদ্যদায়ক ও চোখের লোভজনক, ঐ গাছ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পেড়ে খেলেন; পরে নিজের স্বামীকেও দিলেন, তিনিও খেলেন।
63  GEN 3:7  তাতে তাঁদের উভয়ের চোখ খুলে গেল এবং তাঁরা বুঝতে পারলেন যে তাঁরা উলঙ্গ; ডুমুর গাছের পাতা জুড়ে ঘাগরা তৈরী করে নিলেন।
64  GEN 3:8  পরে তাঁরা সদাপ্রভু ঈশ্বরের রব শুনতে পেলেন, তিনি দিনের রবেলায় বাগানে চলাফেরা করছিলেন; তাতে দম ও তাঁর স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সামনে থেকে বাগানের গাছ সকলের মধ্যে লুকালেন।
65  GEN 3:9  তখন সদাপ্রভু ঈশ্বর দমকে ডেকে বললেন, “তুমি কোথায়?”
66  GEN 3:10  তিনি বললেন,মি বাগানে তোমার কথা শুনে ভয় পেলাম, কারণ মি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি।”
68  GEN 3:12  তাতে দম বললেন, “তুমি মার সঙ্গিনী করে যে স্ত্রীকে দিয়েছ, সে মাকে ঐ গাছের ফল দিয়েছিল, তাই খেয়েছি।”
69  GEN 3:13  তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, “তুমি এ কি করলে?” নারী বললেন, “সাপ মাকে ভুলিয়েছিল, তাই খেয়েছি।”
71  GEN 3:15  মি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রুতা জন্মাব; সে তোমার মাথা ভেঙে দেবে এবং তুমি তার পাদমূল দংশন করবে।”
72  GEN 3:16  পরে তিনি নারীকে বললেন,মি তোমার গর্ভ বেদনা খুবই বাড়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”
73  GEN 3:17  তিনি দমকে বললেন, “যে বৃক্ষের ফলের বিষয়ে মি তোমাকে বলেছিলাম, তুমি তা খেওনা, তুমি তোমার স্ত্রীর কথা শুনে তার ফল খেয়েছ, এই জন্য তোমার জন্য ভূমি অভিশপ্ত হল; তুমি সারাজীবন কষ্টে তা ভোগ করবে;
74  GEN 3:18  মাটিতে তোমার জন্য কাঁটা ও শেয়াল কাঁটা জন্মাবে এবং তুমি জমির ওষধি খাবে।
76  GEN 3:20  পরে দম নিজের স্ত্রীর নাম হ বা [জীবিত] রাখলেন, কারণ তিনি জীবিত সকলের মা হলেন।