Wildebeest analysis examples for:   ben-ben2017   উ    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

2  GEN 1:2  পৃথিবী বিন্যাস বিহীন ও শূন্য ছিল এবং অন্ধকার জলরাশির পরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের পরে চলাচল করছিলেন।
4  GEN 1:4  তখন ঈশ্বর আলো ত্তম দেখলেন এবং ঈশ্বর আলো ও অন্ধকার আলাদা করলেন।
7  GEN 1:7  ঈশ্বর এই ভাবে বায়ুমণ্ডল করে আকাশের পরের জল থেকে নীচের জল পৃথক করলেন; তাতে সেরকম হল।
10  GEN 1:10  তখন ঈশ্বর শুকনো জায়গার নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখলেন; আর ঈশ্বর দেখলেন যে, তা ত্তম।
11  GEN 1:11  পরে ঈশ্বর বললেন, “ভূমি ঘাস, বীজ ত্পন্নকারী ওষধি ও সবীজ গাছপালা তাদের জাতি অনুযায়ী ফলের ৎপাদক ফলের গাছ, ভূমির পরে ৎপন্ন করুক,” তাতে সেরকম হল।
12  GEN 1:12  ফলে ভূমি ঘাস, তাদের জাতি অনুযায়ী বীজ ত্পন্নকারী ওষধি, ও তাদের জাতি অনুযায়ী সবীজ ফলের ৎপাদক গাছ, ৎপন্ন করল; আর ঈশ্বর দেখলেন যে, সে সকল ভালো।
16  GEN 1:16  ঈশ্বর সময়ের পরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি ও রাতের পরে কর্তৃত্ব করতে তার থেকেও ছোট এক জ্যোতি, এই দুটি বড় জ্যোতি এবং সমস্ত নক্ষত্র সৃষ্টি করলেন।
18  GEN 1:18  দিন ও রাতের পরে কর্তৃত্ব করার জন্য এবং আলো থেকে অন্ধকার আলাদা করার জন্য ঈশ্বর ঐ জ্যোতিগুলিকে আকাশে স্থাপন করলেন এবং ঈশ্বর দেখলেন যে, সে সব ত্তম।
20  GEN 1:20  পরে ঈশ্বর বললেন, “জল নানাজাতীয় জলজ প্রাণীতে প্রাণীময় হোক এবং ভূমির পরে আকাশে পাখিরা ড়ুক।”
21  GEN 1:21  তখন ঈশ্বর বৃহৎ জলজ প্রাণীদের ও যে নানাজাতীয় জলজ প্রাণীতে জল প্রাণীময় আছে, সে সবের এবং নানাজাতীয় পাখি সৃষ্টি করলেন। পরে ঈশ্বর দেখলেন যে সে সব ত্তম।
25  GEN 1:25  ফলে ঈশ্বর নিজের নিজের জাতি অনুযায়ী বন্য পশু ও নিজের নিজের জাতি অনুযায়ী পশুপাল ও নিজের নিজের জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ সৃষ্টি করলেন; আর ঈশ্বর দেখলেন যে, সে সব ত্তম।
36  GEN 2:5  সেই দিনের পৃথিবীর ভূমিতে কোন ফসল ত্পন্ন হত না, আর ভূমিতে কোন ওষধি ৎপন্ন হত না, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেননি, আর ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না।
37  GEN 2:6  আর পৃথিবী থেকে কুয়াশা ঝর্ণা ঠে গিয়ে সমস্ত পৃথিবীকে জলসিক্ত করল।
43  GEN 2:12  সেখানে সোনা পাওয়া যায়, আর সেই দেশের সোনা ত্তম এবং সেই জায়গায় মোতী ও গোমেদকমনি জন্মে।
56  GEN 2:25  ঐ দিনের আদম ও তাঁর স্ত্রী ভয়ে লঙ্গ থাকতেন, আর তাঁদের লজ্জা বোধ ছিল না।
63  GEN 3:7  তাতে তাঁদের ভয়ের চোখ খুলে গেল এবং তাঁরা বুঝতে পারলেন যে তাঁরা লঙ্গ; আর ডুমুর গাছের পাতা জুড়ে ঘাগরা তৈরী করে নিলেন।
66  GEN 3:10  তিনি বললেন, “আমি বাগানে তোমার কথা শুনে ভয় পেলাম, কারণ আমি লঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি।”
67  GEN 3:11  তিনি বললেন, “তুমি যে লঙ্গ, এটা তোমাকে কে বলল?” যে গাছের ফল খেতে তোমাকে বারণ করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছ?
72  GEN 3:16  পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনা খুবই বাড়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার পরে কর্তৃত্ব করবে।”
83  GEN 4:3  পরে নির্ধারিত দিনের কয়িন পহাররূপে সদাপ্রভুর দ্দেশ্যে ভূমির ফল ৎসর্গ করল।
84  GEN 4:4  আর হেবলও নিজের পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাদের মেদ ৎসর্গ করল। তখন সদাপ্রভু হেবলকে ও তার পহার গ্রহণ করলেন;
85  GEN 4:5  কিন্তু কয়িনকে ও তার পহার গ্রহণ করলেন না; এই জন্য কয়িন খুবই রেগে গেল, তার মুখ বিষণ্ণ হল।
87  GEN 4:7  যদি ভালো আচরণ কর, তবে কি গ্রহণ করা হবে না? আর যদি ভালো আচরণ না কর, তবে পাপ দরজায় গুঁড়ি মেরে বসে আছে। তোমার প্রতি তার বাসনা থাকবে কিন্তু তোমার তার পরে কর্তৃত্ব করা চিত।”
88  GEN 4:8  আর কয়িন নিজের ভাই হেবলের সঙ্গে কথোপকথন করল; পরে তারা ক্ষেতে গেলে কয়িন নিজের ভাই হেবলের বিরুদ্ধে ঠে তাকে মেরে ফেলল।
89  GEN 4:9  পরে সদাপ্রভু কয়িনকে বললেন, তোমার ভাই হেবল কোথায়? সে ত্তর করল, “আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক?”
95  GEN 4:15  তাতে সদাপ্রভু তাকে বললেন, “এই জন্য কয়িনকে যে মারবে, সে সাত গুন প্রতিফল পাবে।” আর সদাপ্রভু কয়িনের জন্য এক চিহ্ন রাখলেন, যদি কে তাকে পেলে আক্রমণ করে।
145  GEN 6:7  আর সদাপ্রভু বললেন, “আমি যে মানুষকে সৃষ্টি করেছি, তাকে পৃথিবী থেকে চ্ছিন্ন করব; মানুষের সঙ্গে পশু, সরীসৃপ জীব ও আকাশের পাখিদেরকেও চ্ছিন্ন করব; কারণ তাদের সৃষ্টির জন্য আমার দুঃখ হচ্ছে।”
151  GEN 6:13  তখন ঈশ্বর নোহকে বললেন, “আমার চোখের সামনে সমস্ত প্রাণীর অন্তিমকাল পস্থিত, কারণ তাদের দিয়ে পৃথিবী অত্যাচারে পরিপূর্ণ হয়েছে; আর দেখ, আমি পৃথিবীর সঙ্গে তাদেরকে বিনষ্ট করব।
153  GEN 6:15  এই ভাবে তা তৈরী করবে। জাহাজ দৈর্ঘ্যে তিনশো হাত, প্রস্থে পঞ্চাশ হাত ও চ্চতায় ত্রিশ হাত হবে।
155  GEN 6:17  আর দেখ, আকাশের নীচে প্রাণবায়ুবিশিষ্ট যত জীবজন্তু আছে, সবাইকে বিনষ্ট করার জন্য আমি পৃথিবীর পরে বন্যা আনব, পৃথিবীতে সবাই মারা যাবে।
156  GEN 6:18  কিন্তু তোমার সঙ্গে আমি নিজের নিয়ম স্থির করব; তুমি নিজের ছেলেদের, স্ত্রী ও ছেলেরদেরকে সঙ্গে নিয়ে সেই জাহাজে প্রবেশ করবে।
164  GEN 7:4  কারণ সাত দিনের র পর আমি পৃথিবীতে চল্লিশ দিন রাত বৃষ্টি বর্ষণ করে আমার সৃষ্টি যাবতীয় প্রাণীকে পৃথিবী থেকে চ্ছিন্ন করব।”
167  GEN 7:7  জলপ্লাবনের জন্য নোহ ও তাঁর ছেলেরা এবং তাঁর স্ত্রী ও ছেলেররা জাহাজে প্রবেশ করলেন।
171  GEN 7:11  নোহের বয়সের ছয়শো বছরের দ্বিতীয় মাসের সতেরো দিনের মহাজলধির সমস্ত নুই ভেঙে গেল এবং আকাশের জানালা সব মুক্ত হল;
173  GEN 7:13  সেই দিন নোহ এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের ছেলেরা এবং তাঁদের সঙ্গে নোহের স্ত্রী ও তিন ছেলেররা জাহাজে প্রবেশ করলেন।
177  GEN 7:17  আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে বন্যা হল, তাতে জল বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাটি ছেড়ে ঠল।
178  GEN 7:18  পরে জল প্রবল হয়ে পৃথিবীতে অনেক বেড়ে গেল এবং জাহাজ জলের পরে ভেসে ঠল।
180  GEN 7:20  তার পরে পনেরো হ্যাঁত জল ঠে প্রবল হল, পর্বত সকল ডুবে গেল।
183  GEN 7:23  এই ভাবে পৃথিবী নিবাসী সমস্ত প্রাণী মানুষ, পশু, সরীসৃপ, জীব ও আকাশের পাখি সকল চ্ছিন্ন হল, পৃথিবী থেকে চ্ছিন্ন হল, কেবল নোহ ও তাঁর সঙ্গী জাহাজে প্রাণীরা বেঁচে গেলেন।
184  GEN 7:24  আর জল পৃথিবীর পরে একশো পঞ্চাশ দিন পর্যন্ত প্রবল থাকল।
186  GEN 8:2  আর গভীর জলের নুই ও আকাশের জানালা সকল বন্ধ এবং আকাশের মহাবৃষ্টি থামল।
191  GEN 8:7  তাতে সে ড়ে ভূমির পরের জল শুকনো না হওয়া পর্যন্ত এখানে ওখানে ঘোরাফেরা করতে লাগলো।
200  GEN 8:16  তুমি নিজের, ছেলেদের ও ছেলেরদেরকে সঙ্গে নিয়ে জাহাজ থেকে বাইরে যাও।
204  GEN 8:20  পরে নোহ সদাপ্রভুর দ্দেশ্যে যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সমস্ত রকমের শুচি পশুর ও সমস্ত রকমের শুচি পাখির মধ্যে কতকগুলি নিয়ে বেদির ওপরে হোম করলেন।
206  GEN 8:22  যতদিন পৃথিবী থাকবে, ততদিন শস্য বোনার ও শস্য কাটার দিন এবং শীত ও ত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিন ও রাত, এই সমস্ত থেমে যাবে না।”
212  GEN 9:6  যে কে মানুষের রক্তপাত করবে, মানুষের মাধ্যমে তার রক্তপাত করা যাবে; কারণ ঈশ্বর নিজের প্রতিমূর্ত্তিতে মানুষকে নির্মাণ করেছেন।
220  GEN 9:14  যখন আমি পৃথিবীর পরে মেঘ আনব, তখন সেই মেঘধনু মেঘে দেখা যাবে;
228  GEN 9:22  তখন কনানের বাবা হাম নিজের বাবার লঙ্গতা দেখে বাইরে নিজের দুই ভাইকে বলল।
229  GEN 9:23  তাতে শেম ও যেফৎ কাপড় নিয়ে নিজেদের কাঁধে রেখে পিছনে হেঁটে বাবার লঙ্গতা ঢেকে দিলেন; পিছন দিকে মুখ থাকাতে তাঁরা পিতার লঙ্গতা দেখলেন না।
230  GEN 9:24  পরে নোহ আঙ্গুর রসের ঘুম থেকে জেগে ঠে তাঁর প্রতি ছোট ছেলের আচরণ জানতে পারলেন।
262  GEN 10:27  হদোরাম, ষল, দিক্ল,
271  GEN 11:4  পরে তারা বলল, “এস, আমরা নিজেদের জন্য এক শহর ও আকাশকে নাগাল পেতে পারে এমন এক ঁচু বাড়ি (মিনার) তৈরী করে নিজেদের নাম বিখ্যাত করি, যদি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ি।”
272  GEN 11:5  পরে মানুষেরা যে শহর ও ঁচু বাড়ি (মিনার) তৈরী করছিল, তা দেখতে সদাপ্রভু নেমে এলেন।
291  GEN 11:24  নাহোর নত্রিশ বছর বয়সে তেরহের জন্ম দিলেন।
292  GEN 11:25  তেরহের জন্ম দিলে পর নাহোর একশো নিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
296  GEN 11:29  অব্রাম ও নাহর ভয়েই বিয়ে করলেন; অব্রাহামের স্ত্রীর নাম সারী ও নাহোরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারণের মেয়ে; হারণ মিলকার ও যিস্কার বাবা।
302  GEN 12:3  যারা তোমাকে আশীর্বাদ করবে, তাদেরকে আমি আশীর্বাদ করব, যে কে তোমাকে অভিশাপ দেবে, তাকে আমি অভিশাপ দেব এবং তোমাতে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ পাবে।”
304  GEN 12:5  অব্রাম নিজের স্ত্রী সারীকে ও ভাইয়ের ছেলে লোটকে এবং হারণে তাঁরা যে ধন পার্জন করেছিলেন ও যে প্রাণীদেরকে লাভ করেছিলেন, সে সমস্ত নিয়ে কনান দেশে যাওয়ার জন্য যাত্রা করলেন এবং কনান দেশে আসলেন।
305  GEN 12:6  আর অব্রাম দেশ দিয়ে যেতে যেতে শিখিমে, মোরির এলোন গাছের কাছে পস্থিত হলেন। ঐ দিনের কনানীয়েরা সেই দেশে বাস করত।
306  GEN 12:7  পরে সদাপ্রভু অব্রামকে দেখা দিয়ে বললেন, “আমি তোমার বংশকে এই দেশ দেব,” তখন সেই জায়গায় অব্রাম সদাপ্রভুর দ্দেশ্যে এক যজ্ঞবেদি করলেন, যিনি তাঁকে দর্শন দিয়েছিলেন।
307  GEN 12:8  পরে তিনি ঐ জায়গা ত্যাগ করে পর্বতে গিয়ে বৈথেলের পূর্ব দিকে নিজের তাঁবু স্থাপন করলেন; তার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল; তিনি সে জায়গায় সদাপ্রভুর দ্দেশ্যে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সদাপ্রভুর নামে ডাকলেন।
310  GEN 12:11  আর অব্রাম যখন মিশরে প্রবেশ করতে দ্যত হন, তখন নিজের স্ত্রী সারীকে বললেন, “দেখ, আমি জানি, তুমি দেখতে সুন্দরী;
315  GEN 12:16  আর তাঁর অনুরোধে তিনি অব্রামকে আদর করলেন; তাতে অব্রাম মেষ, গরু, গাধা এবং দাস দাসী গাধী ও পেলেন।
316  GEN 12:17  কিন্তু অব্রামের স্ত্রী সারীর জন্য সদাপ্রভু ফরৌণ ও তাঁর পরিবারের ওপরে ভারী ভারী ৎপাত ঘটালেন।
317  GEN 12:18  তাতে ফরৌণ অব্রামকে ডেকে বললেন, “আপনি আমার সঙ্গে এ কি ব্যবহার করলেন? নি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেননি?
323  GEN 13:4  সেই জায়গায় নিজের আগে নির্মাণ করা যজ্ঞবেদির কাছে পস্থিত হলেন; সেখানে অব্রাম সদাপ্রভুর নামে ডাকলেন।
333  GEN 13:14  অব্রাম থেকে লোট আলাদা হলে পর সদাপ্রভু অব্রামকে বললেন, “চোখ তুলে এই যে জায়গায় তুমি আছ, এই জায়গা থেকে ত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দেখো;
335  GEN 13:16  আর পৃথিবীর ধূলোর মতো তোমার বংশ বৃদ্ধি করব; কে যদি পৃথিবীর ধূলো গুণতে পারে, তবে তোমার বংশও গোনা যাবে।
337  GEN 13:18  তখন অব্রাম তাঁবু তুলে হিব্রোণে অবস্থিত মম্রির এলোন বনের কাছে গিয়ে বাস করলেন এবং সেখানে সদাপ্রভুর দ্দেশ্যে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন।
340  GEN 14:3  এরা সবাই সিদ্দিম পত্যকাতে অর্থাৎ লবণসমুদ্রে জড়ো হয়েছিলেন।
346  GEN 14:9  এলমের কদর্লায়োমর রাজার, গোয়ীমের তিদিয়ল রাজার, শিনিয়রের অম্রাফল রাজার ও ইল্লাসরের অরিয়োক রাজার সঙ্গে, পাঁচ জন রাজা চারজন রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য সিদ্দীম পত্যকাতে সেনা স্থাপন করলেন।
347  GEN 14:10  ঐ সিদ্দীম পত্যকাতে আলকাতরার অনেক খাত ছিল; আর সদোম ও ঘমোরার রাজারা পালিয়ে গেলেন ও তাঁর মধ্যে পড়ে গেলেন এবং অবশিষ্টেরা পর্বতে পালিয়ে গেলেন।
352  GEN 14:15  পরে রাতে নিজের দাসদেরকে দুই দলে ভাগ করে তিনি শত্রুদেরকে আঘাত করলেন এবং দম্মেশকের ত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাড়িয়ে দিলেন
359  GEN 14:22  তখন অব্রাম সদোমের রাজাকে ত্তর করলেন, “আমি স্বর্গমর্তের অধিকারী সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভুর দ্দেশ্যে হাত ঠিয়ে বলছি,
362  GEN 15:1  ঐ ঘটনার পরে দর্শনে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে পস্থিত হল, তিনি বললেন, “অব্রাম, ভয় কর না, আমিই তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার।”
363  GEN 15:2  অব্রাম বললেন, “হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান হয়ে মারা যাচ্ছি এবং এই দম্মেশকীয় ইলীয়েষর আমার বাড়ির ত্তরাধিকারী।”
364  GEN 15:3  আর অব্রাম বললেন, “দেখ, তুমি আমাকে সন্তান দিলে না এবং আমার গৃহের এক জন আমার ত্তরাধিকারী হবে।
365  GEN 15:4  তখন দেখ, তাঁর কাছে সদাপ্রভুর বাক্য পস্থিত হল, যেমন ঐ ব্যক্তি তোমার ত্তরাধিকারী হবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মাবে, সেই তোমার ত্তরাধিকারী হবে।”
378  GEN 15:17  পরে সূর্য্য অস্ত হলে ও অন্ধকার হলে দেখ, ধোঁয়াযুক্ত নুন ও জলন্ত বাতি ঐ দুটি টুকরোর মধ্য দিয়ে চলে গেল।