Wildebeest analysis examples for:   ben-ben2017   ঊ    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

133  GEN 5:27  সব মিলিয়ে মথূশেলহের নয়শো নসত্তর বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
258  GEN 10:23  অরামের সন্তান ষ, হূল, গেথর ও মশ।
295  GEN 11:28  আর হারণ লোটের জন্ম দিলেন। কিন্তু হারণ নিজের বাবা তেরহের সামনে নিজের জন্মস্থান কলদীয় দেশের রে প্রাণত্যাগ করলেন।
298  GEN 11:31  আর তেরহ নিজের ছেলে অব্রামকে ও হারণের ছেলে নিজের নাতি লোটকে এবং অব্রাহামের স্ত্রী সারী নাম্নী ছেলের স্ত্রীকে সঙ্গে নিলেন; তাঁরা একসঙ্গে কনান দেশে যাবার জন্য কলদীয় দেশের থেকে যাত্রা করলেন; আর হারণ নগর পর্যন্ত গিয়ে সেখানে বাস করলেন।
368  GEN 15:7  আর তাঁকে বললেন, “যিনি তোমার অধিকারের জন্য এই দেশ দেবেন বলে কলদীয় দেশের থেকে তোমাকে বের করে এনেছেন, সেই সদাপ্রভু আমি।”
569  GEN 22:21  তাঁর বড় ছেলে ও তার ভাই বূষ ও অরামের পিতা কমূয়েল এবং
954  GEN 32:26  কিন্তু তাঁকে জয় করতে পারলেন না দেখে, তিনি যাকোবের রুসন্ধিতে আঘাত করলেন। তাঁর সঙ্গে এরকম মল্লযুদ্ধ করাতে যাকোবের রুসন্ধির হাড় সরে গেল।
960  GEN 32:32  পরে তিনি পনূয়েল পার হলে সূর্যোদয় হল। আর তিনি রুতে খোঁড়াতে লাগলেন।
961  GEN 32:33  এই কারণ ইস্রায়েল-সন্তানেরা আজও রুসন্ধির হাড়ের উপরের রুসন্ধির শিরা খায় না, কারণ তিনি যাকোবের রুসন্ধির হাড় অর্থাৎ রুসন্ধির শিরা স্পর্শ করেছিলেন।
2324  EXO 28:30  আর বিচারের জন্য সেই বুকপাটায় তুমি রীম ও তুম্মীম [দীপ্তি ও সিদ্ধতা] দেবে; তাতে হারোণ যখন সদাপ্রভুর সামনে যাবে, তখন হারোণের হৃদয়ের উপরে সেই বিচারের জন্য বুকপাটা থাকবে এবং হারোণ সদাপ্রভুর সামনে ইস্রায়েলীয়দের বিচারের বুকপাটাটি সবদিন নিজের হৃদয়ের উপরে বহন করবে।
2423  EXO 31:2  “দেখ, আমি যিহূদা বংশের হূরের নাতি রির ছেলে বৎসলেলের নাম ধরে ডাকলাম।
2466  EXO 32:27  তিনি তাদের বললেন, “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, ‘তোমরা প্রত্যেক জন নিজেদের রুতে তরোয়াল বাঁধ, শিবিরের মধ্যে দিয়ে এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত যাতায়াত করো এবং প্রতিজন নিজের নিজের ভাই, বন্ধু ও প্রতিবেশীকে হত্যা কর’।”
2562  EXO 35:30  পরে মোশি ইস্রায়েল সন্তানদের বললেন, “দেখ, সদাপ্রভু যিহূদা বংশীয় হূরের নাতি রির ছেলে বৎসলেলের নাম ধরে ডাকলেন;
2656  EXO 38:22  সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে যিহূদা বংশের হূরের নাতি রির ছেলে বৎসলেল সমস্তই তৈরী করেছিলেন।
2658  EXO 38:24  পবিত্র সমাগম তাঁবু তৈরীর সমস্ত কাজে এইসব সোনা লাগল, উপহারের সমস্ত সোনা পবিত্র স্থানের শেকল অনুসারে নত্রিশ তালন্ত সাতশো ত্রিশ শেকল ছিল।
2926  LEV 8:8  আর তাঁর বক্ষে বুকপাটা দিলেন এবং বুকপাটায় রীম ও তুম্মীম বাঁধলেন।
3478  LEV 25:8  আর তুমি নিজের জন্য সাত বিশ্রামবছর, সাত গুণ সাত বছর, গণনা করবে; তাতে তোমার গণিত সেই সাত গুণ সাত বিশ্রামবছরে নপঞ্চাশ বছর হবে।
3628  NUM 1:23  তাঁরা শিমিয়োন বংশ থেকে নষষ্টি হাজার তিনশো লোক গণনা করলেন।
3672  NUM 2:13  শিমিয়োনের সৈন্য সংখ্যা নষষ্টি হাজার তিনশো জন।
3814  NUM 5:21  তবে যাজক সেই স্ত্রীকে অভিশাপজনক শপথ করাবে ও যাজক সেই স্ত্রীকে বলবে, সদাপ্রভু তোমার রু অবশ ও তোমার পেট বড় করে তোমার লোকেদের মধ্যে তোমাকে শাপের ও অপবাদের পাত্রী করবেন;
3815  NUM 5:22  এই অভিশাপজনক জল তোমার পেটের মধ্যে গিয়ে তোমার পেট বড় ও রু অবশ করবে। তখন সেই স্ত্রী বলবে, আমেন, আমেন।
3820  NUM 5:27  যখন সেই স্ত্রীকে জল পান করাবে, সে যদি তার স্বামীর বিরুদ্ধে পাপ করে অশুচি হয়ে থাকে, তবে সেই অভিশাপজনক জল তার মধ্যে তেতো হয়ে প্রবেশ করবে এবং তার পেট বড় ও রু অবশ হয়ে পড়বে; এই ভাবে সেই স্ত্রী তার লোকেদের মধ্যে অভিশপ্ত হবে।
4577  NUM 27:21  সে ইলীয়াসর যাজকের সামনে দাঁড়াবে এবং ইলীয়াসর তার জন্য রীমের বিচারের মাধ্যমে দ্বারা আমার ইচ্ছা জিজ্ঞাসা করবে। সে ও তার সঙ্গে সমস্ত ইস্রায়েল সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তার আদেশে বাইরে যাবে ও তার আদেশে ভিতরে আসবে।”
5820  DEU 33:8  আর লেবির বিষয়ে তিনি বললেন, “তোমার সেই আনন্দের সঙ্গে তোমার তুম্মীম ও রীম রয়েছে; যার পরীক্ষা তুমি মঃসাতে করলে, যার সঙ্গে মরীবার জলের কাছে বিবাদ করলে।
6207  JOS 15:3  আর তা দক্ষিণ দিকে অক্রব্বীম উপরে উঠে যাওয়ার রাস্তা দিয়ে সিন পর্যন্ত গেল এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক্‌ হয়ে র্দ্ধগামী হল; পরে হিষ্রোণে গিয়ে অদ্দরের দিকে র্দ্ধগামী হয়ে কর্ক্কা পর্যন্ত ঘুরে গেল।
6268  JOS 16:1  আর গুলিবাঁটের মাধ্যমে যোষেফের সন্তানদের অংশ যিরীহোর কাছে যর্দ্দন, অর্থাৎ পূর্ব দিকের যিরীহোর জল পর্যন্ত, যিরীহো থেকে পার্বত্য দেশ দিয়ে র্দ্ধগামী মরুভূমি দিয়ে বৈথেলে গেল;
6361  JOS 19:38  যিরোণ, মিগদল-এল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎ-শেমশ; তাদের গ্রামের সঙ্গে নিশটি নগর।
6591  JDG 3:21  তখন এহূদ নিজের বাঁ হাত বাড়িয়ে ডান রু থেকে সেই খড়গ নিয়ে তাঁর শরীরে বিদ্ধ করলেন,
7417  1SA 9:24  তাতে সে গিয়ে রু আর তার উপরে যা কিছু ছিল, তা এনে শৌলের সামনে রাখল। আর শমূয়েল শৌলকে বললেন, “দেখ এটা রাখা হয়েছিল; তুমি এটা তোমার সামনে রাখ, খাও; কারণ নির্দিষ্ট দিনের র অপেক্ষাতে এটা তোমার জন্য আলাদা করে রাখা হয়েছিল, আমিই বলেছিলাম যে, আমি লোকদের নিমন্ত্রণ করেছি।” তাতে সেই দিন শৌল শমূয়েলের সঙ্গে খাওয়া দাওয়া করলেন।
7951  1SA 28:6  তখন শৌল সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, কিন্তু সদাপ্রভু তাকে উত্তর দিলেন না; স্বপ্ন দিয়েও না, রীম দিয়েও না, ভাববাদীদের দিয়েও না।
8082  2SA 2:30  আর যোয়াব অবনেরের পিছনে তাড়া না করে ফিরে এলেন; পরে সমস্ত লোককে একসাথে করলে দায়ূদের দাসদের মধ্যে নিশ জনের ও অসাহেলের অভাব হল৷
8265  2SA 11:3  দায়ূদ তার বিষয়ে জিজ্ঞাসা করতে লোক পাঠালেন৷ একজন বলল, “এ কি ইলীয়ামের মেয়ে, হিত্তীয় রিয়ের স্ত্রী বৎশেবা নয়?”
8268  2SA 11:6  তখন দায়ূদ যোয়াবের কাছে লোক পাঠিয়ে এই আদেশ দিলেন, “হিত্তীয় রিয়কে আমার কাছে পাঠিয়ে দাও৷” তাতে যোয়াব দায়ূদের কাছে রিয়কে পাঠালেন৷
8269  2SA 11:7  রিয় তাঁর কাছে উপস্থিত হলে দায়ূদ তাকে যোয়াবের খবর, লোকদের খবর ও যুদ্ধের খবর জিজ্ঞাসা করলেন৷
8270  2SA 11:8  পরে দায়ূদ রিয়কে বললেন, “তুমি নিজের বাড়িতে গিয়ে পা ধোও৷” তখন রিয় রাজবাড়ি থেকে বেরিয়ে গেল, আর রাজার কাছ থেকে তার পিছনে পিছনে উপহার গেল৷
8271  2SA 11:9  কিন্তু রিয় নিজের প্রভুর দাসদের সঙ্গে রাজবাড়ির ফটকে ঘুমিয়ে পড়ল, ঘরে গেল না৷
8272  2SA 11:10  পরে এই কথা দায়ূদকে বলা হল যে,রিয় ঘরে যায় নি৷” দায়ূদ রিয়কে বললেন, “তুমি কি পথ ঘুরে আসো নি? তবে কেন বাড়িতে গেলে না?”
8273  2SA 11:11  রিয় দায়ূদকে বলল, “সিন্দুক, ইস্রায়েল ও যিহূদা কুটীরে বাস করছে এবং আমার প্রভু যোয়াব ও আমার প্রভুর দাসরা খোলা মাঠে ছাউনী করে আছেন; তবে আমি কি খাওয়া দাওয়া করতে ও স্ত্রীর সঙ্গে শুতে নিজের ঘরে যেতে পারি? আপনার জীবনের ও আপনার জীবিত প্রাণের দিব্যি, আমি এমন কাজ করব না৷”
8274  2SA 11:12  তখন দায়ূদ রিয়কে বললেন, “আজও তুমি এখানে থাক, কাল তোমাকে বিদায় করব৷” তাতে রিয় সে দিন ও পরের দিন যিরূশালেমে থাকল৷
8276  2SA 11:14  সকালে দায়ূদ যোয়াবের কাছে এক চিঠি লিখে রিয়ের হাতে দিয়ে পাঠালেন৷
8277  2SA 11:15  চিঠিতে তিনি লিখেছিলেন, “তোমরা এই রিয়কে তুমুল যুদ্ধের সামনে নিযুক্ত কর, পরে এর পিছন থেকে সরে যাও, যেন এ আহত হয়ে মারা যায়৷”
8278  2SA 11:16  পরে কোন জায়গায় শক্তিশালী লোক আছে, তা জানাতে যোয়াব নগর অবরোধের দিন সেই জায়গায় রিয়কে নিযুক্ত করলেন৷
8279  2SA 11:17  পরে নগরের লোকেরা বেরিয়ে গিয়ে যোয়াবের সঙ্গে যুদ্ধ করলে কয়েক জন লোক, দায়ূদের দাসদের মধ্যে কয়েক জন, পড়ে গেল, বিশেষত হিত্তীয় রিয়ও মারা গেল৷
8283  2SA 11:21  যিরূব্বেশতের ছেলে অবীমেলককে কে আঘাত করেছিল? তেবেষে একটা মহিলা যাঁতার একটি উপরের পাট প্রাচীর থেকে তার উপরে ফেলে দিলে সে কি তাতেই মারা যায় নি? তোমরা কেন দেওয়ালের কাছে গিয়েছিলে? তা হলে তুমি বলবে, আপনার দাস হিত্তীয় রিয় মারা গেছে৷”
8286  2SA 11:24  তখন ধনুকধারীরা প্রাচীর থেকে আপনার দাসদের উপরে তির ছুড়ল; তাই মহারাজের কিছু দাস মারা পড়েছে; আর আপনার দাস হিত্তীয় রিয়ও মারা গেছে৷”
8288  2SA 11:26  আর রিয়ের স্ত্রী নিজের স্বামী রিয়ের মৃত্যুর খবর পেয়ে স্বামীর জন্য শোক করল৷
8298  2SA 12:9  তুমি কেন সদাপ্রভুর বাক্য তুচ্ছ করে তাঁর চোখে যা খারাপ, তাই করেছ? তুমি হিত্তীয় রিয়কে তরোয়াল দিয়ে আঘাত করিয়েছ ও তার স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রী করেছ, অম্মোনীয়দের তরোয়াল দিয়ে রিয়কে মেরে ফেলেছ৷
8299  2SA 12:10  অতএব তরোয়াল কখনো তোমার বংশকে ছেড়ে যাবে না; কারণ তুমি আমাকে তুচ্ছ করে হিত্তীয় রিয়ের স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রী করেছ৷
8304  2SA 12:15  পরে নাথন নিজের ঘরে চলে গেলেন৷ আর সদাপ্রভু রিয়ের স্ত্রীর গর্ভে জন্মানো দায়ূদের ছেলেটাকে আঘাত করলে সে খুব অসুস্থ হয়ে পড়ল৷
8695  2SA 23:39  হিত্তীয় রিয়; মোট সাঁইত্রিশ জন৷
8866  1KI 4:19  গিলিয়দে, অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে রির ছেলে গেবর। সেই জায়গায় তিনিই ছিলেন একমাত্র শাসনকর্ত্তা।
9257  1KI 15:5  কারণ সদাপ্রভুর চোখে যা ঠিক দায়ূদ তাই করতেন। কেবল হিত্তীয় রিয়ের ব্যাপারটা ছাড়া তাঁর সারা জীবনে তিনি সদাপ্রভুর কোনো আদেশই অমান্য করেননি।
9450  1KI 20:39  রাজা ঐ পথে যাওয়ার দিন সেই ভাববাদী কেঁদে তাঁকে বললেন, “আপনার দাস আমি যুদ্ধের মাঝখানে গিয়েছিলাম। তখন একজন লোক একজন বন্দীকে আমার কাছে এনে বলল, ‘এই লোকটাকে পাহারা দিয়ে রাখ। যদি সে হারিয়ে যায় তবে তার প্রাণের বদলে তোমার প্রাণ নেওয়া হবে, আর তা না হলে নচল্লিশ কেজি রূপা দিতে হবে।’
9902  2KI 14:2  তাঁর বয়স যখন পঁচিশ বছর ছিল যখন তিনি রাজত্ব করতে শুরু করেন। তিনি যিরূশালেমে নত্রিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দিন; তিনি যিরূশালেমের বাসিন্দা ছিলেন।
9942  2KI 15:13  যিহূদার রাজা উষিয়ের রাজত্বের নচল্লিশ বছরের দিন যাবেশের ছেলে শল্লুম রাজত্ব করতে শুরু করেন এবং শমরিয়াতে এক মাস রাজত্ব করেছিলেন।
9946  2KI 15:17  যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের নচল্লিশ বছরের রাজত্বের দিন গাদির ছেলে মনহেম ইস্রায়েলের উপর রাজত্ব করতে শুরু করেন। তিনি শমরিয়াতে দশ বছর রাজত্ব করেছিলেন।
9977  2KI 16:10  তখন রাজা আহস দম্মেশকে অশূরের রাজা তিগ্লৎ-পিলেষরের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি সেখানকার বেদীটা দেখে তাঁর আকার, শিল্পকার্য্য, নকশা ও সেটা তৈরী করবার পুরো পদ্ধতি রিয় যাজকের কাছে পাঠিয়ে দিলেন।
9978  2KI 16:11  দম্মেশক থেকে রাজা আহসের পাঠানো সব পরিকল্পনা মতই যাজক রিয় একটা বেদী তৈরী করলেন এবং রাজা আহস দম্মেশক থেকে ফিরে আসবার আগেই তা শেষ করলেন।
9982  2KI 16:15  তখন পরে রাজা আহস যাজক রিয়কে এই সব আদেশ দিলেন, “ঐ বড় বেদীটার উপর সকালবেলার হোমবলি ও সন্ধ্যায় শস্য উৎসর্গ এবং তার উপর রাজার হোমবলি ও শস্য উৎসর্গ এবং দেশের সব লোকদের হোমবলি ও তাদের শস্য উৎসর্গ আর পানীয় উৎসর্গ অনুষ্ঠান করবেন। সমস্ত হোমবলি ও অন্যান্য পশু উৎসর্গের রক্ত নিজেই সেই বেদির উপর ছিটিয়ে দেবেন। কিন্তু ঈশ্বরের সাহায্য পাওয়ার জন্য আমি ঐ ব্রোঞ্জের বেদীটা ব্যবহার করব।”
9983  2KI 16:16  যাজক রিয় রাজা আহস যেমন আদেশ দিয়েছিলেন ঠিক সেই মতই সব করলেন।
10030  2KI 18:2  তিনি পঁচিশ বছর বয়সী ছিলেন যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন এবং তিনি নত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অবী, তিনি সখরিয়ের মেয়ে ছিলেন।
10202  2KI 23:33  ফরৌণ নখো তাঁকে হমাৎ দেশের রিব্‌লাতে আটক করে রাখলেন যেন তিনি যিরূশালেমে রাজত্ব করতে না পারেন। তখন নখো একশো তালন্ত রূপো (প্রায় চার টন রূপো) ও এক তালন্ত সোনা (নচল্লিশ কেজি সোনা) যিহূদা দেশের উপর জরিমানা করলেন।
10234  2KI 25:8  পরে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের রাজত্বের নিশ বছরের পঞ্চম মাসের সপ্তম দিনের বাবিল রাজার দাস নবূষরদন নামে রক্ষীদলের সেনাপতি যিরূশালেমে আসলেন।
10273  1CH 1:17  শেমের ছেলেরা হল এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম এবং ষ, হূল, গেথর ও মেশেক।
10298  1CH 1:42  এৎসরের ছেলেরা হল বিলহন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল ও অরান।
10330  1CH 2:20  হূরের ছেলে রি রির ছেলে বৎসলেল।
10482  1CH 6:9  তার ছেলে তহৎ, তার ছেলে রীয়েল, তার ছেলে ষিয়, তার ছেলে শৌল।
10555  1CH 7:16  মাখীরের স্ত্রী মাখার গর্ভে পেরশ নামে একটি ছেলের জন্ম হয়েছিল। তার ভাইয়ের নাম ছিল শেরশ এবং তার ছেলেদের নাম ছিল লম ও রেকম।
10556  1CH 7:17  লমের একজন ছেলের নাম বদান। এরা ছিল গিলিয়দের বংশের লোক। গিলিয়দ মাখীরের ছেলে আর মাখীর মনঃশির ছেলে।
10618  1CH 8:39  আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল লম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় ইলীফেলট।
10619  1CH 8:40  লমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।
10712  1CH 11:35  হরারীয় সাখরের ছেলে অহীয়াম, রের ছেলে ইলীফাল,
10718  1CH 11:41  হিত্তীয় রিয়, অহলয়ের ছেলে সাবদ,
10801  1CH 15:5  কহাতের বংশের লোকদের মধ্য থেকে নেতা রীয়েল এবং তাঁর ভাইয়েরা একশো কুড়ি জন;
10807  1CH 15:11  তারপর দায়ূদ পুরোহিত সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় রীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন।
10918  1CH 19:6  অম্মোনীয়েরা যখন বুঝতে পারল যে, তারা দায়ূদের কাছে নিজেদের ঘৃণার পাত্র করে তুলেছে, তখন হানূন ও অম্মোনীয়েরা অরাম নহরয়িম, অরাম মাখা ও সোবা থেকে রথ ও অশ্বারোহীদের ভাড়া করে আনবার জন্য নচল্লিশ হাজার কেজি রূপা পাঠিয়ে দিল।
10983  1CH 22:14  এখন, দেখো, আমি অনেক কষ্ট করে সদাপ্রভুর ঘরের জন্য তিন হাজার নয়শো টন সোনা ও নচল্লিশ হাজার টন রূপা রেখেছি। এছাড়া এত বেশী পিতল ও লোহা রেখেছি যা ওজন করা অসাদ্ধ আর কাঠ এবং পাথরও ঠিক করে রেখেছি। অবশ্য এর সঙ্গে তুমিও কিছু দিতে পারবে।
11036  1CH 24:16  নিশ বারে পথাহিয়ের, কুড়ি বারে যিহিষ্কেলের,
11044  1CH 24:24  ষীয়েলের ছেলে মীখা; মীখা ছেলেদের মধ্যে শামীর।
11077  1CH 25:26  নিশ বারের গুলিবাঁটে উঠল মল্লোথির নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
11204  2CH 1:5  আর হূরের নাতি রির ছেলে বৎসলেল যে পিতলের যজ্ঞবেদী তৈরী করেছিলেন, তা সদাপ্রভুর সমাগম তাঁবু সামনে ছিল; আর শলোমন ও সমাজ তার কাছে গেলেন৷
11460  2CH 13:2  তিনি তিন বছর যিরূশালেমে রাজত্ব করলেন; তাঁর মায়ের নাম ছিল মীখায়া, তিনি গিবিয়ার অধিবাসী রীয়েলের মেয়ে। অবিয় আর যারবিয়ামের মধ্যে যুদ্ধ হত।
11526  2CH 16:12  আসার রাজত্বের নচল্লিশ বছরে তাঁর পায়ে রোগ হল; তাঁর এই রোগ ভীষণ হলেও তিনি সদাপ্রভুর সাহায্য না চেয়ে কেবল ডাক্তারদের খোঁজ করলেন।
11710  2CH 25:1  অমৎসিয় পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং নত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দন, তিনি ছিলেন যিরূশালেমের মেয়ে।
11797  2CH 29:1  হিষ্কিয় পঁচিশ বছর বয়সে রাজা হয়ে রাজত্ব শুরু করেন এবং যিরূশালেমে নত্রিশ বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অবিয়া; তিনি ছিলেন সখরিয়ের মেয়ে।
12030  EZR 1:9  সেই সব জিনিসের সংখ্যা; ত্রিশটি সোনার থালা, হাজারটি রূপার থালা, নত্রিশটি ছুরি,
12074  EZR 2:42  দারোয়ানদের বংশধররা; শল্লুমের বংশধর, আটেরের বংশধর, টলমোনের বংশধর, অক্কুবের বংশধর, হটীটার বংশধর, শোবয়ের বংশধর মোট একশো নচল্লিশ জন৷
12095  EZR 2:63  আর শাসনকর্ত্তা তাদেরকে বললেন, “যে পর্যন্ত রীম ও তুম্মীমের অধিকারী একজন যাজক তৈরী না হয়, ততদিন তোমরা অতি পবিত্র জিনিস খাবে না৷”
12220  EZR 8:14  বিগবয়ের সন্তানদের মধ্যে থয় ও সব্বূদ ও তাদের সঙ্গী সত্তর জন পুরুষ৷
12239  EZR 8:33  পরে চতুর্থ দিনের সেই রূপা, সোনা ও পাত্র সকল আমাদের ঈশ্বরের বাড়িতে রিয়ের ছেলে মরেমোৎ যাজকের হাতে মেপে দেওয়া গেল, আর তার সঙ্গে পীনহসের ছেলে ইলীয়াসর এবং তাদের সঙ্গে যেশূয়ের ছেলে যোষাবদ ও বিন্নূয়ির ছেলে নোয়দিয়, এই দুজন লেবীয় ছিল৷
12281  EZR 10:24  আর গায়কদের মধ্যে ইলীয়াশীব; দারোয়ানদের মধ্যে শল্লুম, টেলম ও রি৷
12291  EZR 10:34  বানির সন্তানদের মধ্যে মাদয়, অম্রাম ও য়েল,
12336  NEH 3:4  তাদের কাছে হক্কোসের নাতি রিয়ের ছেলে মরেমোৎ সারাই করল। তাদের কাছে মশেষবেলের নাতি বেরিখিয়ের ছেলে মশুল্লম সারাই করল। তাদের কাছে বানার ছেলে সাদোক সারাই করল।
12353  NEH 3:21  তারপরে হক্কোসের ছেলে রিয়ের ছেলে মরেমোৎ ইলীয়াশীবের বাড়ির দরজা থেকে শুরু করে ইলীয়াশীবের বাড়ীর শেষ পর্যন্ত আর এক অংশ সারাই করল।