Wildebeest analysis examples for:   ben-ben2017   ঙ    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

26  GEN 1:26  পরে ঈশ্বর বললেন, “আমরা আমাদের প্রতিমূর্ত্তিতে, আমাদের্গে মিল রেখে মানুষ সৃষ্টি করি; আর তারা সমুদ্রের মাছদের ওপরে, আকাশের পাখিদের ওপরে, পশুদের ওপরে, সমস্ত পৃথিবীর ওপরে ও ভূমিতে চলাচলকারী যাবতীয় সরীসৃপের ওপরে কর্তৃত্ব করুক।”
55  GEN 2:24  এই কারণ মানুষ নিজের বাবা মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা একা্গ হবে।
56  GEN 2:25  ঐ দিনের আদম ও তাঁর স্ত্রী উভয়ে উল্গ থাকতেন, আর তাঁদের লজ্জা বোধ ছিল না।
63  GEN 3:7  তাতে তাঁদের উভয়ের চোখ খুলে গেল এবং তাঁরা বুঝতে পারলেন যে তাঁরা উল্গ; আর ডুমুর গাছের পাতা জুড়ে ঘাগরা তৈরী করে নিলেন।
66  GEN 3:10  তিনি বললেন, “আমি বাগানে তোমার কথা শুনে ভয় পেলাম, কারণ আমি উল্গ, তাই নিজেকে লুকিয়েছি।”
67  GEN 3:11  তিনি বললেন, “তুমি যে উল্গ, এটা তোমাকে কে বলল?” যে গাছের ফল খেতে তোমাকে বারণ করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছ?
68  GEN 3:12  তাতে আদম বললেন, “তুমি আমার্গিনী করে যে স্ত্রীকে দিয়েছ, সে আমাকে ঐ গাছের ফল দিয়েছিল, তাই খেয়েছি।”
71  GEN 3:15  আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রুতা জন্মাব; সে তোমার মাথা ভেদেবে এবং তুমি তার পাদমূল দংশন করবে।”
81  GEN 4:1  পরে আদম নিজের স্ত্রী হবার্গে শারীরিক সম্পর্ক করলে তিনি গর্ভবতী হয়ে কয়িনকে প্রসব করে বললেন, “সদাপ্রভুর সাহায্যতে আমি একটা মানুষকে জন্ম দিতে পেরেছি।”
88  GEN 4:8  আর কয়িন নিজের ভাই হেবলের্গে কথোপকথন করল; পরে তারা ক্ষেতে গেলে কয়িন নিজের ভাই হেবলের বিরুদ্ধে উঠে তাকে মেরে ফেলল।
97  GEN 4:17  আর কয়িন নিজের স্ত্রীর্গে শারীরিক সম্পর্ক করলে সে গর্ভবতী হয়ে হনোককে প্রসব করল। আর কয়িন এক নগর তৈরী করে নিজের ছেলের নামানুসারে তার নাম হনোক রাখল।
128  GEN 5:22  মথূশেলহের জন্ম দিলে পর হনোক তিনশো বছর ঈশ্বরের্গে যাতায়াত করলেন এবং আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
130  GEN 5:24  হনোক ঈশ্বরের্গে যাতায়াত করতেন। পরে তিনি আর থাকলেন না, কারণ ঈশ্বর তাঁকে গ্রহণ করলেন।
145  GEN 6:7  আর সদাপ্রভু বললেন, “আমি যে মানুষকে সৃষ্টি করেছি, তাকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব; মানুষের্গে পশু, সরীসৃপ জীব ও আকাশের পাখিদেরকেও উচ্ছিন্ন করব; কারণ তাদের সৃষ্টির জন্য আমার দুঃখ হচ্ছে।”
147  GEN 6:9  নোহ সেই সময়ের লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন, নোহ ঈশ্বরের্গে যাতায়াত করতেন।
151  GEN 6:13  তখন ঈশ্বর নোহকে বললেন, “আমার চোখের সামনে সমস্ত প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কারণ তাদের দিয়ে পৃথিবী অত্যাচারে পরিপূর্ণ হয়েছে; আর দেখ, আমি পৃথিবীর্গে তাদেরকে বিনষ্ট করব।
156  GEN 6:18  কিন্তু তোমার্গে আমি নিজের নিয়ম স্থির করব; তুমি নিজের ছেলেদের, স্ত্রী ও ছেলের বউদেরকে্গে নিয়ে সেই জাহাজে প্রবেশ করবে।
157  GEN 6:19  আর মাংসবিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রীপুরুষ জোড়া জোড়া নিয়ে তাদের প্রাণরক্ষার জন্য নিজের্গে
163  GEN 7:3  এক এক জোড়া এবং আকাশের পাখিদেরও স্ত্রীপুরুষ নিয়ে প্রত্যেক জাতির সাত সাত জোড়া, সমস্ত ভূমণ্ডলে তাদের বংশ রক্ষার জন্য নিজের্গে রাখ।
171  GEN 7:11  নোহের বয়সের ছয়শো বছরের দ্বিতীয় মাসের সতেরো দিনের মহাজলধির সমস্ত উনুই ভেগেল এবং আকাশের জানালা সব মুক্ত হল;
173  GEN 7:13  সেই দিন নোহ এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের ছেলেরা এবং তাঁদের্গে নোহের স্ত্রী ও তিন ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।
174  GEN 7:14  আর তাঁদের্গে সর্বজাতীয় বন্য পশু, সবজাতীয় গ্রাম্য পশু, সবজাতীয় মাটিতে চলাচল করা সরীসৃপ জীব ও সবজাতীয় পাখি,
183  GEN 7:23  এই ভাবে পৃথিবী নিবাসী সমস্ত প্রাণী মানুষ, পশু, সরীসৃপ, জীব ও আকাশের পাখি সকল উচ্ছিন্ন হল, পৃথিবী থেকে উচ্ছিন্ন হল, কেবল নোহ ও তাঁর্গী জাহাজে প্রাণীরা বেঁচে গেলেন।
185  GEN 8:1  আর ঈশ্বর নোহকে ও জাহাজে অবস্থিত তাঁর্গী পশু যাবতীয় প্রাণীকে স্মরণ করলেন, ঈশ্বর পৃথিবীতে বাতাস বহালেন, তাতে জল থামল।
189  GEN 8:5  পরে দশ মাস পর্যন্ত জল কমতে থাকল, ঐ দশ মাসের প্রথম দিনের পর্বতের শৃ্গ দেখা গেল।
200  GEN 8:16  তুমি নিজের বউ, ছেলেদের ও ছেলের বউদেরকে্গে নিয়ে জাহাজ থেকে বাইরে যাও।
201  GEN 8:17  আর তোমার্গী পশু, পাখি ও মাটিতে চলা সরীসৃপ প্রভৃতি মাংসিক যত জীবজন্তু আছে, সেই সমস্ত কিছুকে তোমার্গে বাইরে আন, তারা পৃথিবীতে প্রাণীময় করুক এবং পৃথিবীতে ফলবান ও বহুবংশ হোক।
202  GEN 8:18  তখন নোহ নিজের ছেলেদের এবং নিজের স্ত্রী ও ছেলের স্ত্রীদেরকে্গে নিয়ে বের হলেন।
214  GEN 9:8  পরে ঈশ্বর নোহকে ও তাঁর্গী ছেলেদেরকে বললেন,
215  GEN 9:9  “দেখ, তোমাদের্গে, তোমাদের আগামী বংশের্গে ও তোমাদের্গী যাবতীয় প্রাণীর্গে,
216  GEN 9:10  পাখি এবং পশুপাল ও বন্য পশু, পৃথিবীতে অবস্থিত যত প্রাণী জাহাজ থেকে বের হয়েছে, তাদের্গে আমি আমার নিয়ম স্থির করি।
217  GEN 9:11  আমি তোমাদের্গে আমার নিয়ম স্থির করি; বন্যার মাধ্যমে সমস্ত প্রাণী আর ধ্বংস হবে না এবং পৃথিবীর বিনাশের জন্য জলপ্লাবন আর হবে না।”
218  GEN 9:12  ঈশ্বর আরও বললেন, “আমি তোমাদের্গে ও তোমাদের্গী যাবতীয় প্রাণীর্গে চিরস্থায়ী পুরুষ পরম্পরার জন্য যে নিয়ম স্থির করলাম, তাঁর চিহ্ন এই।”
219  GEN 9:13  আমি মেঘে নিজের মেঘধনু স্থাপন করি, সেটাই পৃথিবীর্গে আমার নিয়মের চিহ্ন হবে।
221  GEN 9:15  তাতে তোমাদের্গে ও মাংসিক সমস্ত প্রাণীর্গে আমার যে নিয়ম আছে, তা আমার স্মরণ হবে এবং সকল প্রাণীর বিনাশের জন্য জলপ্লাবন আর হবে না।
222  GEN 9:16  আর মেঘধনু হলে আমি তার প্রতি দৃষ্টিপাত করব; তাতে মাংসিক যত প্রাণী পৃথিবীতে আছে, তাদের্গে ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম, তা আমি স্মরণ করব।
223  GEN 9:17  ঈশ্বর নোহকে বললেন, “এটি একটি নিয়মের চিহ্ন যা আমার এবং পৃথিবীর সব প্রাণীর্গে স্থাপিত হবে।”
226  GEN 9:20  পরে নোহ কৃষিকাজে যুক্ত হয়ে্গুরের ক্ষেত করলেন।
227  GEN 9:21  আর তিনি্গুর রস পান করে মাতাল হলেন এবং তাঁবুর মধ্যে বিবস্ত্র হয়ে পড়লেন।
228  GEN 9:22  তখন কনানের বাবা হাম নিজের বাবার উল্গতা দেখে বাইরে নিজের দুই ভাইকে বলল।
229  GEN 9:23  তাতে শেম ও যেফৎ কাপড় নিয়ে নিজেদের কাঁধে রেখে পিছনে হেঁটে বাবার উল্গতা ঢেকে দিলেন; পিছন দিকে মুখ থাকাতে তাঁরা পিতার উল্গতা দেখলেন না।
230  GEN 9:24  পরে নোহ্গুর রসের ঘুম থেকে জেগে উঠে তাঁর প্রতি ছোট ছেলের আচরণ জানতে পারলেন।
298  GEN 11:31  আর তেরহ নিজের ছেলে অব্রামকে ও হারণের ছেলে নিজের নাতি লোটকে এবং অব্রাহামের স্ত্রী সারী নাম্নী ছেলের স্ত্রীকে্গে নিলেন; তাঁরা একস্গে কনান দেশে যাবার জন্য কলদীয় দেশের ঊর থেকে যাত্রা করলেন; আর হারণ নগর পর্যন্ত গিয়ে সেখানে বাস করলেন।
303  GEN 12:4  পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করলেন এবং লোটও তাঁর্গে গেলেন। হারন থেকে চলে যাবার দিন অব্রামের পঁচাত্তর বছর বয়স ছিল।
317  GEN 12:18  তাতে ফরৌণ অব্রামকে ডেকে বললেন, “আপনি আমার্গে এ কি ব্যবহার করলেন? উনি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেননি?
319  GEN 12:20  তখন ফরৌণ লোকদেরকে তাঁর বিষয়ে আদেশ দিলেন, আর তারা সব কিছুর্গে তাঁকে ও তাঁর স্ত্রীকে বিদায় করল।
320  GEN 13:1  পরে অব্রাম ও তাঁর স্ত্রী সমস্ত সম্পত্তি নিয়ে লোটের্গে মিশর থেকে [কনান দেশের] দক্ষিণাঞ্চলে যাত্রা করলেন।
325  GEN 13:6  আর সেই দেশে একস্গে তাদের বসবাস করা হল না, কারণ তাঁদের প্রচুর সম্পত্তি থাকাতে তাঁরা একস্গে বাস করতে পারলেন না।
339  GEN 14:2  ঐ রাজারা সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্সা, অদমার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বেলার অর্থাৎ সোয়রের রাজার্গে যুদ্ধ করলেন।
342  GEN 14:5  পরে চোদ্দো বছরে কদরলায়মের ও তাঁর্গী রাজারা এসে অস্তরোৎ কর্ণয়িমে রফায়ীয়দেরকে, হমে সুষীয়দেরকে, শাবি
346  GEN 14:9  এলমের কদর্লায়োমর রাজার, গোয়ীমের তিদিয়ল রাজার, শিনিয়রের অম্রাফল রাজার ও ইল্লাসরের অরিয়োক রাজার্গে, পাঁচ জন রাজা চারজন রাজার্গে যুদ্ধ করার জন্য সিদ্দীম উপত্যকাতে সেনা স্থাপন করলেন।
350  GEN 14:13  তখন এক জন পলাতক ইব্রীয় অব্রামকে খবর দিল; ঐ দিনের তিনি ইষ্কোলের ভাই ও আনেরের ভাই ইমোরীয় মম্রির এলোন বনে বাস করছিলেন এবং তাঁরা অব্রামের্গে যুক্ত ছিলেন।
354  GEN 14:17  অব্রাম কদলায়েমরকে ও তাঁর্গী রাজাদের জয় করে ফিরে আসলে পর, সদোমের রাজা তাঁর্গে দেখা করতে শাবী তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গেলেন
355  GEN 14:18  এবং শালেমের রাজা মল্কীষেদক রুটি ও্গুর রস বের করে আনলেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের যাজক।
361  GEN 14:24  কেবল [আমার] যুবকরা যা খেয়েছে তা নেব এবং যে ব্যক্তিরা আমার্গে গিয়েছিলেন, আনের, ইষ্কোল ও মম্রি, তাঁরা নিজের নিজের প্রাপ্ত অংশ গ্রহণ করুন।”
373  GEN 15:12  পরে সূর্য্য অস্ত যাবার দিনের অব্রাম গভীরভাবে ঘুমিয়ে পড়লেন; আর দেখ, তিনি ভয়ে ও ভয়্কার অন্ধকারে মগ্ন হলেন।
379  GEN 15:18  সেই দিন সদাপ্রভু অব্রামের্গে নিয়ম স্থির করে বললেন, “আমি মিশরের নদী থেকে মহানদী, ফরাৎ নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;
385  GEN 16:3  এই ভাবে কনান দেশে অব্রাম দশ বছর বাস করলে পর অব্রামের স্ত্রী সারী নিজের দাসী মিশরীয় হাগারকে নিয়ে নিজের স্বামী অব্রামের্গে বিবাহ দিলেন।
395  GEN 16:13  পরে হাগার, যিনি তার্গে কথা বললেন, “সেই সদাপ্রভুর এই নাম রাখল, তুমি দর্শনকারী ঈশ্বর;” কারণ সে বলল, “যিনি আমাকে দেখেন, আমি কি এই জায়গাতেই তাঁর দর্শন করেছি?”
400  GEN 17:2  আর আমি তোমার্গে নিজের নিয়ম স্থির করব ও তোমার প্রচুর পরিমাণে বংশ বৃদ্ধি করব।”
401  GEN 17:3  তখন অব্রাম উপুড় হয়ে পড়লেন এবং ঈশ্বর তাঁর্গে আলাপ করে বললেন,
402  GEN 17:4  “দেখ, আমিই তোমার্গে নিজের নিয়ম স্থির করছি, তুমি বহু জাতির আদিপিতা হবে।
405  GEN 17:7  আমি তোমার্গে ও পুরুষানুক্রমে তোমার ভাবী বংশের্গে যে নিয়ম স্থাপন করব, তা চিরকালের নিয়ম হবে; কারণ আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবী বংশের ঈশ্বর হব।
408  GEN 17:10  তোমাদের্গে ও তোমার ভাবী বংশের্গে করা আমার যে নিয়ম তোমরা পালন করবে, তা এই, তোমাদের প্রত্যেক পুরুষের ত্বকছেদ হবে।
409  GEN 17:11  তোমরা নিজের নিজের লি্গের মুখের চামড়া কাটবে; সেটাই তোমাদের্গে আমার নিয়মের চিহ্ন হবে।
412  GEN 17:14  কিন্তু যার লি্গের ত্বকছেদ না হবে, এমন ত্বকছেদ বিহীন পুরুষ নিজের লোকেদের মধ্য থেকে বিতাড়িত হবে; সে আমার নিয়ম্গ করেছে।”
417  GEN 17:19  তখন ঈশ্বর বললেন, “তোমার স্ত্রী সারা অবশ্য তোমার জন্য ছেলে প্রসব করবে এবং তুমি তার নাম ইসহাক [হাস্য] রাখবে, আর আমি তার্গে আমার নিয়ম স্থাপন করব, তা তার আগামী বংশধরদের পক্ষে চিরস্থায়ী নিয়ম হবে।
419  GEN 17:21  কিন্তু আগামী বছরের এই ঋতুতে সারা তোমার জন্য যাকে প্রসব করবে, সেই ইসহাকের্গে আমি আমার নিয়ম স্থাপন করব।”
421  GEN 17:23  পরে অব্রাহাম আপন ছেলে। ইশ্মায়েলকে ও নিজের গৃহে জন্মানো ও মূল্য দিয়ে কেনা সমস্ত লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে নিয়ে ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনের তাদের লি্গের মুখের চামড়া কাটলেন।
422  GEN 17:24  অব্রাহামের লি্গের মুখের চামড়া কাটার দিনের তাঁর বয়স নিরানব্বই বছর।
423  GEN 17:25  আর তাঁর ছেলে ইস্মায়েলের লি্গের মুখের চামড়া কাটার দিনের তাঁর বয়স তের বছর।
427  GEN 18:2  আর দেখ, তিনটে পুরুষ সামনে দাঁড়িয়ে ছিল। দেখতে পাওয়ার্গে ্গেই তিনি তাঁবুর দুয়ারের মুখে থেকে তাঁদের কাছে দৌড়ে গিয়ে মাটিতে প্রণাম করলেন।
441  GEN 18:16  পরে সেই ব্যক্তিরা সেখান থেকে উঠে সদোমের দিকে দেখলেন, আর অব্রাহাম তাঁদেরকে বিদায় দিতে তাঁদের্গে ্গে চললেন।
448  GEN 18:23  পরে অব্রাহাম কাছে গিয়ে বললেন, “আপনি কি দুষ্টের্গে ধার্মিককেও ধ্বংস করবেন?
450  GEN 18:25  দুষ্টের্গে ধার্ম্মিককে ধ্বংস করা, এই রকম কাজ আপনার থেকে দূরে থাকুক; ধার্ম্মিককে দুষ্টের সমান করা আপনার কাছ থেকে দূর থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা কি ন্যায়বিচার করবেন না?”
452  GEN 18:27  অব্রাহাম উত্তর করে বললেন, “দেখুন, ধূলো ও ছাইমাত্র যে আমি, আমি প্রভুর্গে কথা বলতে সাহসী হয়েছি!
458  GEN 18:33  তখন সদাপ্রভু অব্রাহামের্গে কথাবার্তা শেষ করে চলে গেলেন এবং অব্রাহাম নিজের জায়গায় ফিরে এলেন।
461  GEN 19:3  কিন্তু লোট অতিরিক্ত আগ্রহ দেখাবার পর, তাঁরা তাঁর্গে গেলেন ও তাঁর বাড়িতে প্রবেশ করলেন; তাতে তিনি তাঁদের জন্য খাবার তৈরী করলেন ও তাড়ীশূন্য রুটি তৈরী করলেন, আর তাঁরা ভোজন করলেন।
467  GEN 19:9  তখন তারা বলল, “সরে যা!” তারা আরও বলল, “একজন বিদেশী হিসাবে এখানে বাস করতে এসে এখন এ আমাদের বিচারকর্ত্তা হল; এখন তাদের থেকে তোর প্রতি আরও খারাপ ব্যবহার করব।” তারা লোটের ওপরে চাপ দিতে লাগল এবং তারা দরজা ভা্গতে কাছে এল।
489  GEN 19:31  পরে তাঁর বড় মেয়ে ছোট মেয়েকে বলল, “আমাদের বাবা বৃদ্ধ এবং জগৎ সংসারের ব্যবহার অনুসারে আমাদের্গে সম্পর্ক স্থাপন করতে এ দেশে কোন পুরুষ নেই;
490  GEN 19:32  এস, আমরা বাবাকে্গুর রস পান করিয়ে তাঁর্গে শয়ন করি, এই ভাবে আমরা বাবার বংশ বৃদ্ধি করি।”
491  GEN 19:33  তাতে তারা সেই রাতে নিজেদের বাবাকে্গুর রস পান করাল, পরে তাঁর বড় মেয়ে বাবার্গে শয়ন করতে গেল; তাঁর শয়ন করা ও উঠে যাওয়া লোট টের পেলেন না।
492  GEN 19:34  আর পরদিন বড় মেয়েটি ছোট মেয়েটিকে বলল, “দেখ, গত রাতে আমি বাবার্গে শয়ন করেছিলাম; এস, আমরা আজ রাতেও বাবাকে্গুর রস পান করাই; পরে তুমি গিয়ে তাঁর্গে শয়ন কর, এই ভাবে বাবার বংশ রক্ষা করব।”
493  GEN 19:35  এই ভাবে তারা সেই রাতেও বাবাকে্গুর রস পান করাল; পরে ছোট মেয়ে উঠে গিয়ে তাঁর্গে শয়ন করল; তার শয়ন করা ও উঠে যাওয়া লোট টের পেলেন না।
505  GEN 20:9  পরে অবীমেলক অব্রাহামকে ডেকে বললেন, “আপনি আমাদের্গে এ কি ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহাপাপগ্রস্ত করলেন? আপনি আমার প্রতি অনুচিত কাজ করলেন।”
512  GEN 20:16  আর তিনি সারাকে বললেন, “দেখুন, আমি আপনার ভাইকে হাজার টুকরো রূপা দিলাম; দেখুন, আপনার্গী সকলের কাছে তা আপনার চোখের আবরণ স্বরূপ; সব বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হল।”
520  GEN 21:6  আর সারা বললেন, “ঈশ্বর আমাকে হাঁসালেন; যে কেউ এটা শুনবে, সে আমার্গে হাসবে।”
524  GEN 21:10  তাতে তিনি অব্রাহামকে বললেন, “তুমি ঐ দাসীকে ও ওর ছেলেকে তাড়িয়ে দাও; কারণ আমার ছেলে ইস্‌হাকের্গে ঐ দাসীর ছেলে উত্তরাধিকারী হবে না।”