Wildebeest analysis examples for:   ben-ben2017   ট    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্ি করলেন।
16  GEN 1:16  ঈশ্বর সময়ের উপরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি ও রাতের উপরে কর্তৃত্ব করতে তার থেকেও ছো এক জ্যোতি, এই দুি বড় জ্যোতি এবং সমস্ত নক্ষত্র সৃষ্ি করলেন।
21  GEN 1:21  তখন ঈশ্বর বৃহৎ জলজ প্রাণীদের ও যে নানাজাতীয় জলজ প্রাণীতে জল প্রাণীময় আছে, সে সবের এবং নানাজাতীয় পাখি সৃষ্ি করলেন। পরে ঈশ্বর দেখলেন যে সে সব উত্তম।
24  GEN 1:24  পরে ঈশ্বর বললেন, “ভূমি নানাজাতীয় প্রাণীতে, অর্থাৎ তাদের জাতি অনুযায়ী পশুপাল, সরীসৃপ ও বন্য পশু সৃষ্ি করুক; তাতে সেরকম হল।”
25  GEN 1:25  ফলে ঈশ্বর নিজের নিজের জাতি অনুযায়ী বন্য পশু ও নিজের নিজের জাতি অনুযায়ী পশুপাল ও নিজের নিজের জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ সৃষ্ি করলেন; আর ঈশ্বর দেখলেন যে, সে সব উত্তম।
26  GEN 1:26  পরে ঈশ্বর বললেন, “আমরা আমাদের প্রতিমূর্ত্তিতে, আমাদের সঙ্গে মিল রেখে মানুষ সৃষ্ি করি; আর তারা সমুদ্রের মাছদের ওপরে, আকাশের পাখিদের ওপরে, পশুদের ওপরে, সমস্ত পৃথিবীর ওপরে ও ভূমিতে চলাচলকারী যাবতীয় সরীসৃপের ওপরে কর্তৃত্ব করুক।”
27  GEN 1:27  পরে ঈশ্বর নিজের প্রতিমূর্ত্তিতে মানুষকে সৃষ্ি করলেন; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্ি করলেন, পুরুষ ও স্ত্রী করে তাদেরকে সৃষ্ি করলেন।
30  GEN 1:30  আর ভূমিতে চরাচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পাখি ও ভূমিতে বুকে হেঁচলা যাবতীয় কী, এই সব প্রাণীর আহারের জন্য সবুজ গাছপালা সকল দিলাম। তাতে সেরকম হল।
34  GEN 2:3  আর ঈশ্বর সেই সপ্তম দিন কে আশীর্বাদ করে পবিত্র করলেন, কারণ সেই দিনের ঈশ্বর নিজের সৃষ্ি ও তৈরী করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।
35  GEN 2:4  সৃষ্িকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্ি করলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্ির বৃত্তান্ত এই।
36  GEN 2:5  সেই দিনের পৃথিবীর ভূমিতে কোন ফসল উত্পন্ন হত না, আর ভূমিতে কোন ওষধি উৎপন্ন হত না, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্ি বর্ষণ করেননি, আর ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না।
40  GEN 2:9  আর সদাপ্রভু ঈশ্বর ভূমি থেকে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্য-দায়ক গাছ এবং সেই বাগানের মাঝখানে জীবনগাছ ও সদসদ-জ্ঞানদায়ক গাছ সৃষ্ি করলেন।
41  GEN 2:10  আর বাগানে জল সেচনের জন্য এদন থেকে এক নদী বের হল,সেখান থেকে চারি মুখে ভাগ হল।
42  GEN 2:11  প্রথম নদীর নাম পিশোন;সমস্ত হবীলা দেশের চারপাশ থেকে বয়ে যায়,
44  GEN 2:13  দ্বিতীয় নদীর নাম গীহোন;সমস্ত ইথিওপিয়া দেশ বেষ্করে।
45  GEN 2:14  তৃতীয় নদীর নাম হিদ্দেকল,অশূর দেশের সামনে দিয়ে বয়ে গেছে। চতুর্থ নদী ফরাৎ।
50  GEN 2:19  আর সদাপ্রভু ঈশ্বর মাি থেকে সকল বন্য পশু ও আকাশের সব পাখি তৈরী করলেন; পরে আদম তাদের কি কি নাম রাখবেন, তা জানতে সেই সবাইকে তাঁর কাছে আনলেন, তাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখলেন, তার সেই নাম হল।
53  GEN 2:22  সদাপ্রভু ঈশ্বর আদম থেকে পাওয়া সেই পাঁজরে এক স্ত্রী সৃষ্ি করলেন ও তাঁকে আদমের কাছে আনলেন।
57  GEN 3:1  সদাপ্রভু ঈশ্বরের সৃষ্ি ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ঐ নারীকে বলল, “ঈশ্বর কি বাস্তবিক বলেছেন, তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না?”
67  GEN 3:11  তিনি বললেন, “তুমি যে উলঙ্গ,তোমাকে কে বলল?” যে গাছের ফল খেতে তোমাকে বারণ করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছ?
70  GEN 3:14  পরে সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, “তুমি এই কাজ করেছ, এই জন্য পশুপাল ও বন্য পশুদের মধ্যে তুমি সবচেয়ে বেশি শাপগ্রস্ত; তুমি বুকে হাঁবে এবং যাবজ্জীবন ধূলো খাবে।
72  GEN 3:16  পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনা খুবই বাড়িয়ে দেব, তুমি কষ্সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”
73  GEN 3:17  আর তিনি আদমকে বললেন, “যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলেছিলাম, তুমি তা খেওনা, তুমি তোমার স্ত্রীর কথা শুনে তার ফল খেয়েছ, এই জন্য তোমার জন্য ভূমি অভিশপ্ত হল; তুমি সারাজীবন কষ্তা ভোগ করবে;
74  GEN 3:18  আর মািতে তোমার জন্য কাঁও শেয়াল কাঁজন্মাবে এবং তুমি জমির ওষধি খাবে।
75  GEN 3:19  তুমি ঘাম ঝরা মুখে খাবার খাবে, যে পর্যন্ত তুমি মািতে ফিরে না যাবে; তুমি তো তা থেকেই এসেছ; কারণ তোমাকে ধূলো থেকে নেওয়া হয়েছে এবং ধূলোতে মিশে যাবে।”
79  GEN 3:23  এই জন্য সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদনের বাগান থেকে বের করে দিলেন, যেন, তিনি যা থেকে সৃষ্ি, সেই মািতে কৃষিকাজ করেন।
81  GEN 4:1  পরে আদম নিজের স্ত্রী হবার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তিনি গর্ভবতী হয়ে কয়িনকে প্রসব করে বললেন, “সদাপ্রভুর সাহায্যতে আমি একমানুষকে জন্ম দিতে পেরেছি।”
84  GEN 4:4  আর হেবলও নিজের পালের প্রথমজাত কয়েকি পশু ও তাদের মেদ উৎসর্গ করল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রহণ করলেন;
107  GEN 5:1  আদমের বংশাবলী (1 বংশাবলী 1-4) পত্র এই। যে দিন ঈশ্বর মানুষের সৃষ্ি করলেন, সেই দিনের ঈশ্বরের সাদৃশ্যেই তাঁকে তৈরী করলেন,
108  GEN 5:2  পুরুষ ও স্ত্রী করে তাঁদের সৃষ্ি করলেন; এবং সেই সৃষ্িদিনে তাঁদেরকে আশীর্বাদ করে আদম, এই নাম দিলেন।
110  GEN 5:4  শেথের জন্ম দিলে পর আদমশো বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
113  GEN 5:7  ইনোশের জন্ম দিলে পর শেথশো সাত বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
116  GEN 5:10  কৈননের জন্ম দিলে পর ইনোশশো পনের বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
119  GEN 5:13  মহললেলের জন্ম দিলে পর কৈননশো চল্লিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
121  GEN 5:15  মহললেল পঁয়ষি বছর বয়সে যেরদের জন্ম দিলেন।
122  GEN 5:16  যেরদের জন্ম দিলে পর মহললেলশো ত্রিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
123  GEN 5:17  সব মিলিয়ে মহললেলেরশো পঁচানব্বই বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
124  GEN 5:18  যেরদ একশো বাষি বছর বয়সে হনোকের জন্ম দিলেন।
125  GEN 5:19  হনোকের জন্ম দিলে পর যেরদশো বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
126  GEN 5:20  সব মিলিয়ে যেরদের নয়শো বাষি বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
127  GEN 5:21  হনোক পয়ষি বছর বয়সে মথূশেলহের জন্ম দিলেন।
129  GEN 5:23  সব মিলিয়ে হনোক তিনশো পয়ষি বছর থাকলেন।
135  GEN 5:29  তিনি নোহের নাম ধরে ডাকলেন, বললেন, “সদাপ্রভুর মাধ্যমে অভিশপ্ত ভূমি থেকে আমাদের যে শ্রম ও হাতের কষ্ হয়, তার বিষয়ে এ আমাদেরকে সান্ত্বনা করবে।”
143  GEN 6:5  আর সদাপ্রভু দেখলেন, পৃথিবীতে মানুষের দুষ্তা বড় এবং তার হৃদয়ের চিন্তার সমস্ত কল্পনা সবদিন কেবল খারাপ।
144  GEN 6:6  তাই সদাপ্রভু পৃথিবীতে মানুষের সৃষ্ির জন্য দুঃখিত হলেন ও মনে আঘাত পেলেন।
145  GEN 6:7  আর সদাপ্রভু বললেন, “আমি যে মানুষকে সৃষ্ি করেছি, তাকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব; মানুষের সঙ্গে পশু, সরীসৃপ জীব ও আকাশের পাখিদেরকেও উচ্ছিন্ন করব; কারণ তাদের সৃষ্ির জন্য আমার দুঃখ হচ্ছে।”
146  GEN 6:8  কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্িতে অনুগ্রহ প্রাপ্ত হলেন। নোহের বংশ বৃত্তান্ত এই।
149  GEN 6:11  সেই দিনের পৃথিবী ঈশ্বরের সামনে ভ্রষ্ ও মন্দতায় পরিপূর্ণ ছিল।
150  GEN 6:12  আর ঈশ্বর পৃথিবীতে দেখলেন, আর দেখ, সে ভ্রষ্ হয়েছে, কারণ পৃথিবীতে অবস্থিত সমস্ত প্রাণী ভ্রষ্াচারী হয়েছিল।
151  GEN 6:13  তখন ঈশ্বর নোহকে বললেন, “আমার চোখের সামনে সমস্ত প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কারণ তাদের দিয়ে পৃথিবী অত্যাচারে পরিপূর্ণ হয়েছে; আর দেখ, আমি পৃথিবীর সঙ্গে তাদেরকে বিনষ্ করব।
155  GEN 6:17  আর দেখ, আকাশের নীচে প্রাণবায়ুবিশিষ্ যত জীবজন্তু আছে, সবাইকে বিনষ্ করার জন্য আমি পৃথিবীর উপরে বন্যা আনব, পৃথিবীতে সবাই মারা যাবে।
157  GEN 6:19  আর মাংসবিশিষ্ সমস্ত জীবজন্তুর স্ত্রীপুরুষ জোড়া জোড়া নিয়ে তাদের প্রাণরক্ষার জন্য নিজের সঙ্গে
158  GEN 6:20  সেই জাহাজে প্রবেশ করাবে; সর্বজাতীয় পাখি ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় মািতে চলা সরীসৃপ জোড়া জোড়া প্রাণরক্ষার জন্য তোমার কাছে প্রবেশ করবে।
164  GEN 7:4  কারণ সাত দিনের র পর আমি পৃথিবীতে চল্লিশ দিন রাত বৃষ্ি বর্ষণ করে আমার সৃষ্ি যাবতীয় প্রাণীকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব।”
172  GEN 7:12  তাতে পৃথিবীতে চল্লিশ দিন রাত মহাবৃষ্ি হল।
174  GEN 7:14  আর তাঁদের সঙ্গে সর্বজাতীয় বন্য পশু, সবজাতীয় গ্রাম্য পশু, সবজাতীয় মািতে চলাচল করা সরীসৃপ জীব ও সবজাতীয় পাখি,
175  GEN 7:15  প্রাণবায়ুবিশিষ্ সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের কাছে প্রবেশ করল।
177  GEN 7:17  আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে বন্যা হল, তাতে জল বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাি ছেড়ে উঠল।
181  GEN 7:21  তাতে মািতে চলাচল যাবতীয় প্রাণী, পাখি, পশুপাল ও বন্য পশু সব এবং সমস্ত মানুষ মারা গেল।
182  GEN 7:22  মািতে চলনশীল যত প্রাণীর নাকে প্রাণবায়ুর সঞ্চার ছিল, সকলে মারা গেল।
186  GEN 8:2  আর গভীর জলের উনুই ও আকাশের জানালা সকল বন্ধ এবং আকাশের মহাবৃষ্ি থামল।
187  GEN 8:3  আর জল ক্রমশঃ মাির ওপর থেকে সরে গিয়ে একশো পঞ্চাশ দিনের র শেষে কমে গেল।
188  GEN 8:4  তাতে সপ্তম মাসে, সতেরো দিনের অরারের পর্বতের ওপরে জাহাজ লেগে থাকল।
190  GEN 8:6  আর চল্লিশ দিন পরে নোহ নিজের বানানো জাহাজের জানালা খুলে, একদাঁড়কাক ছেড়ে দিলেন;
192  GEN 8:8  আর মাির ওপরে জল কমেছে কি না, তা জানবার জন্য তিনি নিজের কাছ থেকে এক ঘুঘু ছেড়ে দিলেন।
195  GEN 8:11  এবং ঘুঘুি সন্ধ্যাবেলায় তাঁর কাছে ফিরে এল; আর দেখ, তার ঠোঁজিতগাছের একনতুন পাতা ছিল; এতে নোহ বুঝলেন, মাির ওপরে জল কমেছে।
197  GEN 8:13  [নোহের বয়সের] ছয়শো এক বছরের প্রথম মাসের প্রথম দিনের পৃথিবীর ওপরে জল শুকনো হল; তাতে নোহ জাহাজের ছাদ খুলে দেখলেন, আর দেখ, মািতে জল নেই।
201  GEN 8:17  আর তোমার সঙ্গী পশু, পাখি ও মািতে চলা সরীসৃপ প্রভৃতি মাংসিক যত জীবজন্তু আছে, সেই সমস্ত কিছুকে তোমার সঙ্গে বাইরে আন, তারা পৃথিবীতে প্রাণীময় করুক এবং পৃথিবীতে ফলবান ও বহুবংশ হোক।
203  GEN 8:19  আর নিজের নিজের জাতি অনুসারে প্রত্যেক পশু, সরীসৃপ জীব ও পাখি, সমস্ত মািতে চলনশীল প্রাণী জাহাজ থেকে বের হল।
205  GEN 8:21  তাতে সদাপ্রভু তার সুগন্ধ গ্রহণ করলেন, আর সদাপ্রভু মনে মনে বললেন, “আমি মানুষের জন্য মািকে আর অভিশাপ দেব না, কারণ বাল্যকাল পর্যন্ত মানুষের মনের কল্পনা দুষ্; যেমন করলাম, তেমন আর কখনও সকল প্রাণীকে ধ্বংস করব না।
206  GEN 8:22  যতদিন পৃথিবী থাকবে, ততদিন শস্য বোনার ও শস্য কাার দিন এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিন ও রাত, এই সমস্ত থেমে যাবে না।”
208  GEN 9:2  পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পাখি তোমাদের থেকে ভয় ও ত্রাসযুক্ত হবে; সমস্ত মািতে চলা জীব ও সমুদ্রের সমস্ত মাছ সে সব তোমাদেরই হাতে দেওয়া আছে।
219  GEN 9:13  আমি মেঘে নিজের মেঘধনু স্থাপন করি, সোই পৃথিবীর সঙ্গে আমার নিয়মের চিহ্ন হবে।
222  GEN 9:16  আর মেঘধনু হলে আমি তার প্রতি দৃষ্িপাত করব; তাতে মাংসিক যত প্রাণী পৃথিবীতে আছে, তাদের সঙ্গে ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম, তা আমি স্মরণ করব।
223  GEN 9:17  ঈশ্বর নোহকে বললেন, “এি একি নিয়মের চিহ্ন যা আমার এবং পৃথিবীর সব প্রাণীর সঙ্গে স্থাপিত হবে।”
229  GEN 9:23  তাতে শেম ও যেফৎ কাপড় নিয়ে নিজেদের কাঁধে রেখে পিছনে হেঁবাবার উলঙ্গতা ঢেকে দিলেন; পিছন দিকে মুখ থাকাতে তাঁরা পিতার উলঙ্গতা দেখলেন না।
230  GEN 9:24  পরে নোহ আঙ্গুর রসের ঘুম থেকে জেগে উঠে তাঁর প্রতি ছো ছেলের আচরণ জানতে পারলেন।
241  GEN 10:6  আর হামের ছেলে কূশ, মিশর, পু ও কনান।
247  GEN 10:12  রহবোৎপুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মাঝখানে রেষন পত্তন করলেন;মহানগর।
249  GEN 10:14  লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, পলেষ্ীয়দের পূর্বপুরুষ কসলূহীয় এবং কপ্তরীয়, এই সব মিশরের সন্তান।
270  GEN 11:3  আর একে অপরকে বলল, “এস, আমরা তৈরী করে আগুনে পোড়াই,” তাতে তাদের পাথরের পরিবর্তে ও চূনের পরিবর্তে আলকাতরা ছিল।