Wildebeest analysis examples for:   ben-ben2017   ড    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  আদিতে ঈশ্বর আকাশমণ্ও পৃথিবীর সৃষ্টি করলেন।
6  GEN 1:6  পরে ঈশ্বর বললেন, “জলের মধ্যে আকাশ (বায়ুমণ্ল) হোক ও জলকে দুই ভাগে আলাদা করুক।”
7  GEN 1:7  ঈশ্বর এই ভাবে বায়ুমণ্করে আকাশের উপরের জল থেকে নীচের জল পৃথক করলেন; তাতে সেরকম হল।
8  GEN 1:8  পরে ঈশ্বর আকাশের নাম আকাশমণ্রাখলেন। আর সন্ধ্যা ও সকাল হলে দ্বিতীয় দিন হল।
9  GEN 1:9  পরে ঈশ্বর বললেন, “আকাশমণ্লের নীচে অবস্থিত সমস্ত জল এক জায়গায় জমা হোক ও স্থল প্রকাশিত হোক,” তাতে সেরকম হল।
14  GEN 1:14  পরে ঈশ্বর বললেন, “রাত থেকে দিন কে আলাদা করার জন্য আকাশমণ্লের বিতানে নক্ষত্র হোক এবং তারা চিহ্নের মতো হোক, ঋতুর জন্য, রাত এবং সময়ের ও বছরের জন্য হোক;
15  GEN 1:15  এবং পৃথিবীতে আলো দেবার জন্য দীপ বলে আকাশ (বায়ুমণ্ল) থাকুক,” তাতে সেরকম হল।
16  GEN 1:16  ঈশ্বর সময়ের উপরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি ও রাতের উপরে কর্তৃত্ব করতে তার থেকেও ছোট এক জ্যোতি, এই দুটিজ্যোতি এবং সমস্ত নক্ষত্র সৃষ্টি করলেন।
20  GEN 1:20  পরে ঈশ্বর বললেন, “জল নানাজাতীয় জলজ প্রাণীতে প্রাণীময় হোক এবং ভূমির উপরে আকাশে পাখিরা়ুক।”
32  GEN 2:1  এই ভাবে আকাশমণ্ও পৃথিবী এবং তাদের মধ্যে অবস্থিত স ব জিনিস তৈরী করা শেষ হল।
35  GEN 2:4  সৃষ্টিকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্সৃষ্টি করলেন, তখনকার আকাশমণ্ও পৃথিবীর সৃষ্টির বৃত্তান্ত এই।
52  GEN 2:21  পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করলে তিনি ঘুমিয়ে়লেন; আর তিনি তাঁর একখানা পাঁজর নিয়ে মাংস দিয়ে সেই স্থান পূরণ করলেন।
62  GEN 3:6  নারী যখন দেখলেন, ঐ গাছ সুখাদ্যদায়ক ও চোখের লোভজনক, আর ঐ গাছ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পে়ে খেলেন; পরে নিজের স্বামীকেও দিলেন, আর তিনিও খেলেন।
63  GEN 3:7  তাতে তাঁদের উভয়ের চোখ খুলে গেল এবং তাঁরা বুঝতে পারলেন যে তাঁরা উলঙ্গ; আর ুমুর গাছের পাতা জু়ে ঘাগরা তৈরী করে নিলেন।
65  GEN 3:9  তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে েকে বললেন, “তুমি কোথায়?”
72  GEN 3:16  পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনা খুবই বা়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”
77  GEN 3:21  আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাঁর স্ত্রীর জন্য চাম়ার বস্ত্র তৈরী করে তাঁদেরকে পরালেন।
78  GEN 3:22  আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “দেখ, মানুষ সদসদ-জ্ঞান প্রাপ্ত হবার বিষয়ে আমাদের এক জনের মত হল, এখন যদি সে হাত বা়িয়ে জীবনবৃক্ষের ফলও পে়ে খায় ও অনন্তজীবী হয়।”
80  GEN 3:24  এই ভাবে ঈশ্বর মানুষকে তা়িয়ে দিলেন এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করবার জন্য এদন বাগানের পূর্বদিকে করূবদেরকে ও ঘূর্ণায়মান তেজোময় তলোয়ার রাখলেন।
87  GEN 4:7  যদি ভালো আচরণ কর, তবে কি গ্রহণ করা হবে না? আর যদি ভালো আচরণ না কর, তবে পাপ দরজায় গুঁ়ি মেরে বসে আছে। তোমার প্রতি তার বাসনা থাকবে কিন্তু তোমার তার উপরে কর্তৃত্ব করা উচিত।”
94  GEN 4:14  দেখ, আজ তুমি পৃথিবী থেকে আমাকে তা়িয়ে দিলে, আর তোমার সামনে থেকে আমি লুকিয়ে থাকব। আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হব, আর আমাকে যে পাবে, সে হত্যা করবে।”
135  GEN 5:29  তিনি নোহের নাম ধরে াকলেন, বললেন, “সদাপ্রভুর মাধ্যমে অভিশপ্ত ভূমি থেকে আমাদের যে শ্রম ও হাতের কষ্ট হয়, তার বিষয়ে এ আমাদেরকে সান্ত্বনা করবে।”
141  GEN 6:3  তাতে সদাপ্রভু বললেন, “আমার আত্মা মানুষদের মধ্যে সবদিন থাকবে না, কারণ তারা মাংসমাত্র; কিন্তু তাদের দিন একশো কু়ি বছর হবে।”
143  GEN 6:5  আর সদাপ্রভু দেখলেন, পৃথিবীতে মানুষের দুষ্টতাএবং তার হৃদয়ের চিন্তার সমস্ত কল্পনা সবদিন কেবল খারাপ।
157  GEN 6:19  আর মাংসবিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রীপুরুষ জো়া জো়া নিয়ে তাদের প্রাণরক্ষার জন্য নিজের সঙ্গে
158  GEN 6:20  সেই জাহাজে প্রবেশ করাবে; সর্বজাতীয় পাখি ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় মাটিতে চলা সরীসৃপ জো়া জো়া প্রাণরক্ষার জন্য তোমার কাছে প্রবেশ করবে।
162  GEN 7:2  তুমি শুচি পশুর স্ত্রীপুরুষ নিয়ে প্রত্যেক জাতির সাত সাত জো়া এবং অশুচি পশুর স্ত্রী ও পুরুষ নিয়ে প্রত্যেক জাতির
163  GEN 7:3  এক এক জো়া এবং আকাশের পাখিদেরও স্ত্রীপুরুষ নিয়ে প্রত্যেক জাতির সাত সাত জো়া, সমস্ত ভূমণ্লে তাদের বংশ রক্ষার জন্য নিজের সঙ্গে রাখ।
169  GEN 7:9  এবং পাখির ও ভূমিতে চলাচল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জো়া জো়া জাহাজে প্রবেশ করল, যেমন ঈশ্বর নোহকে আদেশ করেছিল।
175  GEN 7:15  প্রাণবায়ুবিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জো়া জো়া জাহাজে নোহের কাছে প্রবেশ করল।
177  GEN 7:17  আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে বন্যা হল, তাতে জল বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাটি ছে়ে উঠল।
178  GEN 7:18  পরে জল প্রবল হয়ে পৃথিবীতে অনেক বে়ে গেল এবং জাহাজ জলের উপরে ভেসে উঠল।
179  GEN 7:19  আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হল, আকাশমণ্লের নীচের সব মহাপর্বত ুবে গেল।
180  GEN 7:20  তার উপরে পনেরো হ্যাঁত জল উঠে প্রবল হল, পর্বত সকল ুবে গেল।
190  GEN 8:6  আর চল্লিশ দিন পরে নোহ নিজের বানানো জাহাজের জানালা খুলে, একটা দাঁ়কাক ছে়ে দিলেন;
191  GEN 8:7  তাতে সে়ে ভূমির উপরের জল শুকনো না হওয়া পর্যন্ত এখানে ওখানে ঘোরাফেরা করতে লাগলো।
192  GEN 8:8  আর মাটির ওপরে জল কমেছে কি না, তা জানবার জন্য তিনি নিজের কাছ থেকে এক ঘুঘু ছে়ে দিলেন।
193  GEN 8:9  তাতে সমস্ত পৃথিবী জলে ভরে থাকাতে ঘুঘু নামার জায়গা পেল না, তাই জাহাজে তাঁর কাছে ফিরে আসল। তখন তিনি হাত বা়িয়ে তাকে ধরলেন ও জাহাজের ভিতরে নিজের কাছে রাখলেন।
194  GEN 8:10  পরে তিনি আর সাত দিন অপেক্ষা করে জাহাজ থেকে সেই ঘুঘু আবার ছে়ে দিলেন
196  GEN 8:12  পরে তিনি আর সাত দিন অপেক্ষা করে সেই ঘুঘু ছে়ে দিলেন, তখন সে তাঁর কাছে আর ফিরে এল না।
213  GEN 9:7  তোমরা ফলবান ও বহুবংশ হও, পৃথিবীকে প্রাণীময় কর, ও তার মধ্যে বে়ে ওঠ।
225  GEN 9:19  এই তিনজন নোহের ছেলে; এদেরই বংশ সমস্ত পৃথিবীতে়িয়ে ়ল।
227  GEN 9:21  আর তিনি আঙ্গুর রস পান করে মাতাল হলেন এবং তাঁবুর মধ্যে বিবস্ত্র হয়ে়লেন।
229  GEN 9:23  তাতে শেম ও যেফৎ কাপনিয়ে নিজেদের কাঁধে রেখে পিছনে হেঁটে বাবার উলঙ্গতা ঢেকে দিলেন; পিছন দিকে মুখ থাকাতে তাঁরা পিতার উলঙ্গতা দেখলেন না।
250  GEN 10:15  এবং কনানেরছেলে সীদন, তারপর হেৎ,
256  GEN 10:21  যে শেম এবারের সব লোকদের পূর্বপুরুষ, আর যেফতেরভাই, তাঁরও ছেলেমেয়ে ছিল।
270  GEN 11:3  আর একে অপরকে বলল, “এস, আমরা ইট তৈরী করে আগুনে পো়াই,” তাতে তাদের পাথরের পরিবর্তে ইট ও চূনের পরিবর্তে আলকাতরা ছিল।
271  GEN 11:4  পরে তারা বলল, “এস, আমরা নিজেদের জন্য এক শহর ও আকাশকে নাগাল পেতে পারে এমন এক উঁচু বা়ি (মিনার) তৈরী করে নিজেদের নাম বিখ্যাত করি, যদি সমস্ত পৃথিবীতে়িয়ে ছিটিয়ে়ি।”
272  GEN 11:5  পরে মানুষেরা যে শহর ও উঁচু বা়ি (মিনার) তৈরী করছিল, তা দেখতে সদাপ্রভু নেমে এলেন।
300  GEN 12:1  সদাপ্রভু অব্রামকে বললেন, “তুমি নিজের দেশ, আত্মীয় ও বাবার বা়ি ছে়ে দিয়ে, আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চল।
307  GEN 12:8  পরে তিনি ঐ জায়গা ত্যাগ করে পর্বতে গিয়ে বৈথেলের পূর্ব দিকে নিজের তাঁবু স্থাপন করলেন; তার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল; তিনি সে জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সদাপ্রভুর নামে াকলেন।
314  GEN 12:15  আর ফরৌণের সামনে তাঁর প্রশংসা করলেন; তাঁতে সেই স্ত্রীকে ফরৌণের বা়িতে নিয়ে যাওয়া হল।
317  GEN 12:18  তাতে ফরৌণ অব্রামকে েকে বললেন, “আপনি আমার সঙ্গে এ কি ব্যবহার করলেন? উনি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেননি?
323  GEN 13:4  সেই জায়গায় নিজের আগে নির্মাণ করা যজ্ঞবেদির কাছে উপস্থিত হলেন; সেখানে অব্রাম সদাপ্রভুর নামে াকলেন।
324  GEN 13:5  আর অব্রামের সহযাত্রী লোটেরও অনেক ভে়া ও গরু এবং লোক ছিল।
326  GEN 13:7  আর অব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর ঝগ়া হল। ঐ দিনের সেই দেশে কনানীয়েরা ও পরিষীয়েরা বাস করত।
327  GEN 13:8  তাতে অব্রাম লোটকে বললেন, “অনুরোধ করি, তোমার ও আমার মধ্যে এবং তোমার পশুপালকদের ও আমার পশুপালকদের মধ্যে ঝগ়া না হোক; কারণ আমরা পরস্পর জ্ঞাতি।
340  GEN 14:3  এরা সবাই সিদ্দিম উপত্যকাতে অর্থাৎ লবণসমুদ্রে়ো হয়েছিলেন।
347  GEN 14:10  ঐ সিদ্দীম উপত্যকাতে আলকাতরার অনেক খাত ছিল; আর সদোম ও ঘমোরার রাজারা পালিয়ে গেলেন ও তাঁর মধ্যে়ে গেলেন এবং অবশিষ্টেরা পর্বতে পালিয়ে গেলেন।
351  GEN 14:14  অব্রাম যখন শুনলেন, তার আত্মীয় ধরা়েছেন, তখন তিনি বা়িতে জন্মানো তিনশো আঠারো জন প্রশিক্ষণপ্রাপ্ত দাসকে নিয়ে দান পর্যন্ত তা়া করে গেলেন।
352  GEN 14:15  পরে রাতে নিজের দাসদেরকে দুই দলে ভাগ করে তিনি শত্রুদেরকে আঘাত করলেন এবং দম্মেশকের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তা়িয়ে দিলেন
363  GEN 15:2  অব্রাম বললেন, “হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান হয়ে মারা যাচ্ছি এবং এই দম্মেশকীয় ইলীয়েষর আমার বা়ির উত্তরাধিকারী।”
370  GEN 15:9  তিনি তাঁকে বললেন, “তুমি তিন বছরের এক গরু, তিন বছরের এক ছাগল, তিন বছরের একটি ভে়া এবং এক ঘুঘু ও এক পায়রার বাচ্চা আমার কাছে আন।”
372  GEN 15:11  পরে হিংস্র পাখিরা সেই মৃত পশুদের ওপরে়লে অব্রাম তাদেরকে তা়িয়ে দিলেন।
373  GEN 15:12  পরে সূর্য্য অস্ত যাবার দিনের অব্রাম গভীরভাবে ঘুমিয়ে়লেন; আর দেখ, তিনি ভয়ে ও ভয়ঙ্কার অন্ধকারে মগ্ন হলেন।
401  GEN 17:3  তখন অব্রাম উপুহয়ে়লেন এবং ঈশ্বর তাঁর সঙ্গে আলাপ করে বললেন,
409  GEN 17:11  তোমরা নিজের নিজের লিঙ্গের মুখের চাম়া কাটবে; সেটাই তোমাদের সঙ্গে আমার নিয়মের চিহ্ন হবে।
410  GEN 17:12  পুরুষানুক্রমে তোমার প্রত্যেক ছেলে সন্তানের আট দিন বয়সে ত্বকছেদ হবে এবং যারা তোমার বংশ নয়, এমন অইহুদীয়দের মধ্যে তোমাদের বা়িতে জন্মানো কিম্বা মূল্য দিয়ে কেনা লোকেদেরও ত্বকছেদ হবে।
412  GEN 17:14  কিন্তু যার লিঙ্গের ত্বকছেদ না হবে, এমন ত্বকছেদ বিহীন পুরুষ নিজের লোকেদের মধ্য থেকে বিতা়িত হবে; সে আমার নিয়ম ভঙ্গ করেছে।”
413  GEN 17:15  আর ঈশ্বর অব্রাহামকে বললেন, “তুমি তোমার স্ত্রী সারীকে আর সারী বলে েকো না; তার নাম সারা [রাণী] হল।
415  GEN 17:17  তখন অব্রাহাম উপুহয়ে়ে হাঁসলেন, মনে মনে বললেন, “একশো বছর বয়ষ্ক পুরুষের কি সন্তান হবে? আর নব্বই বছর বয়ষ্কা সারা কি প্রসব করবে?”
418  GEN 17:20  আর ইস্মায়েলের বিষয়েও তোমার প্রার্থনা শুনলাম; দেখ, আমি তাকে আশীর্বাদ করলাম এবং তাকে ফলবান করে তার প্রচুর পরিমাণে বংশ বৃদ্ধি করব; তা থেকে বারোটি রাজা সৃষ্টি হবে ও আমি তাকেজাতি করব।
421  GEN 17:23  পরে অব্রাহাম আপন ছেলে। ইশ্মায়েলকে ও নিজের গৃহে জন্মানো ও মূল্য দিয়ে কেনা সমস্ত লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে নিয়ে ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনের তাদের লিঙ্গের মুখের চাম়া কাটলেন।
422  GEN 17:24  অব্রাহামের লিঙ্গের মুখের চাম়া কাটার দিনের তাঁর বয়স নিরানব্বই বছর।
423  GEN 17:25  আর তাঁর ছেলে ইস্মায়েলের লিঙ্গের মুখের চাম়া কাটার দিনের তাঁর বয়স তের বছর।
427  GEN 18:2  আর দেখ, তিনটে পুরুষ সামনে দাঁ়িয়ে ছিল। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁবুর দুয়ারের মুখে থেকে তাঁদের কাছে দৌ়ে গিয়ে মাটিতে প্রণাম করলেন।
431  GEN 18:6  তাতে অব্রাহাম তা়াতা়ি করে তাঁবুতে সারার কাছে গিয়ে বললেন, “শীঘ্র 21 কিলো উত্তম ময়দা নিয়ে মেখে গোলা বানিয়ে রুটি তৈরী কর।”
432  GEN 18:7  পরে অব্রাহাম দৌ়িয়ে গিয়ে পশুপাল থেকে উৎকৃষ্ট কোমল এক বাছুর নিয়ে দাসকে দিলে সে তা তা়াতা়ি রান্না করল।
433  GEN 18:8  তখন তিনি দই, দুধ ও রান্না মাংস নিয়ে তাঁদের সামনে দিলেন এবং তাঁদের কাছে বৃক্ষ তলায় দাঁ়ালেন ও তাঁরা ভোজন করলেন।
438  GEN 18:13  তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, “সারা কেন এই বলে হাঁসলো যে, ‘আমি কি সত্যই প্রসব করব, আমি যে বু়ী?’ কোন কাজ কি সদাপ্রভুর অসাধ্য?
447  GEN 18:22  পরে সেই ব্যক্তিরা সেখান থেকে ফিরে সদোমের দিকে গেলেন; কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সামনে দাঁ়িয়ে থাকলেন।
456  GEN 18:31  তিনি বললেন, “দেখুন, প্রভুর কাছে আমি সাহসী হয়ে আবার বলি, যদি সেখানে কু়ি জন পাওয়া যায়?” তিনি বললেন, “সেই কু়ি জনের অনুরোধে তা বিনষ্ট করব না।”
460  GEN 19:2  তিনি বললেন, “হে আমার প্রভুরা, দেখুন, অনুরোধ করি, আপনাদের এই দাসের বা়িতে প্রবেশ করুন, রাতে থাকুন ও আপনার পা ধুয়ে নিন; পরে সকালে উঠে নিজের যাত্রায় এগিয়ে যাবেন।” এবং তাঁরা বললেন, “না, আমরা চকেই রাত কাটাব।”
461  GEN 19:3  কিন্তু লোট অতিরিক্ত আগ্রহ দেখাবার পর, তাঁরা তাঁর সঙ্গে গেলেন ও তাঁর বা়িতে প্রবেশ করলেন; তাতে তিনি তাঁদের জন্য খাবার তৈরী করলেন ও তা়ীশূন্য রুটি তৈরী করলেন, আর তাঁরা ভোজন করলেন।