Wildebeest analysis examples for:   ben-ben2017   ণ    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  আদিতে ঈশ্বর আকাশম্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন।
6  GEN 1:6  পরে ঈশ্বর বললেন, “জলের মধ্যে আকাশ (বায়ুম্ডল) হোক ও জলকে দুই ভাগে আলাদা করুক।”
7  GEN 1:7  ঈশ্বর এই ভাবে বায়ুম্ডল করে আকাশের উপরের জল থেকে নীচের জল পৃথক করলেন; তাতে সেরকম হল।
8  GEN 1:8  পরে ঈশ্বর আকাশের নাম আকাশম্ডল রাখলেন। আর সন্ধ্যা ও সকাল হলে দ্বিতীয় দিন হল।
9  GEN 1:9  পরে ঈশ্বর বললেন, “আকাশম্ডলের নীচে অবস্থিত সমস্ত জল এক জায়গায় জমা হোক ও স্থল প্রকাশিত হোক,” তাতে সেরকম হল।
14  GEN 1:14  পরে ঈশ্বর বললেন, “রাত থেকে দিন কে আলাদা করার জন্য আকাশম্ডলের বিতানে নক্ষত্র হোক এবং তারা চিহ্নের মতো হোক, ঋতুর জন্য, রাত এবং সময়ের ও বছরের জন্য হোক;
15  GEN 1:15  এবং পৃথিবীতে আলো দেবার জন্য দীপ বলে আকাশ (বায়ুম্ডল) থাকুক,” তাতে সেরকম হল।
20  GEN 1:20  পরে ঈশ্বর বললেন, “জল নানাজাতীয় জলজ প্রাীতে প্রাীময় হোক এবং ভূমির উপরে আকাশে পাখিরা উড়ুক।”
21  GEN 1:21  তখন ঈশ্বর বৃহৎ জলজ প্রাীদের ও যে নানাজাতীয় জলজ প্রাীতে জল প্রাীময় আছে, সে সবের এবং নানাজাতীয় পাখি সৃষ্টি করলেন। পরে ঈশ্বর দেখলেন যে সে সব উত্তম।
22  GEN 1:22  আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ কর এবং পৃথিবীতে পাখিদের বৃদ্ধি হোক।”
24  GEN 1:24  পরে ঈশ্বর বললেন, “ভূমি নানাজাতীয় প্রাীতে, অর্থাৎ তাদের জাতি অনুযায়ী পশুপাল, সরীসৃপ ও বন্য পশু সৃষ্টি করুক; তাতে সেরকম হল।”
28  GEN 1:28  পরে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন; ঈশ্বর বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ ও কর্তৃত্ব কর, আর সমুদ্রের মাছদের ওপরে, আকাশের পাখিদের ওপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর ওপরে কর্তৃত্ব কর।”
30  GEN 1:30  আর ভূমিতে চরাচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পাখি ও ভূমিতে বুকে হেঁটে চলা যাবতীয় কীট, এই সব প্রাীর আহারের জন্য সবুজ গাছপালা সকল দিলাম। তাতে সেরকম হল।
32  GEN 2:1  এই ভাবে আকাশম্ডল ও পৃথিবী এবং তাদের মধ্যে অবস্থিত স ব জিনিস তৈরী করা শেষ হল।
34  GEN 2:3  আর ঈশ্বর সেই সপ্তম দিন কে আশীর্বাদ করে পবিত্র করলেন, কার সেই দিনের ঈশ্বর নিজের সৃষ্টি ও তৈরী করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।
35  GEN 2:4  সৃষ্টিকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশম্ডল সৃষ্টি করলেন, তখনকার আকাশম্ডল ও পৃথিবীর সৃষ্টির বৃত্তান্ত এই।
36  GEN 2:5  সেই দিনের পৃথিবীর ভূমিতে কোন ফসল উত্পন্ন হত না, আর ভূমিতে কোন ওষধি উৎপন্ন হত না, কার সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষ করেননি, আর ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না।
37  GEN 2:6  আর পৃথিবী থেকে কুয়াশা ঝর্উঠে গিয়ে সমস্ত পৃথিবীকে জলসিক্ত করল।
38  GEN 2:7  আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলোতে আদমকে [অর্থাৎ মানুষকে] তৈরী করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাবায়ু প্রবেশ করালেন; তাতে মানুষ সজীব প্রাহল।
48  GEN 2:17  কিন্তু সদসদ-জ্ঞানদায়ক যে গাছ, তার ফল খেও না, কার যে দিন তার ফল খাবে, সেই দিন মরবেই মরবে।”
49  GEN 2:18  আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষের একা থাকা ভাল নয়, আমি তার জন্য তার মতো সহকারিতৈরী করি।”
50  GEN 2:19  আর সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে সকল বন্য পশু ও আকাশের সব পাখি তৈরী করলেন; পরে আদম তাদের কি কি নাম রাখবেন, তা জানতে সেই সবাইকে তাঁর কাছে আনলেন, তাতে আদম যে সজীব প্রাীর যে নাম রাখলেন, তার সেই নাম হল।
51  GEN 2:20  আদম যাবতীয় পশুপাল, পাখির ও যাবতীয় বন্য পশুর নাম রাখলেন, কিন্তু মানুষের জন্য তাঁর মতো সহকারিপাওয়া গেল না।
52  GEN 2:21  পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করলে তিনি ঘুমিয়ে পড়লেন; আর তিনি তাঁর একখানা পাঁজর নিয়ে মাংস দিয়ে সেই স্থান পূর করলেন।
54  GEN 2:23  তখন আদম বললেন, “এবার [হয়েছে]; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; এর নাম নারী হবে, কার ইনি মানুষ থেকে গৃহীত হয়েছেন।”
55  GEN 2:24  এই কার মানুষ নিজের বাবা মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা একাঙ্গ হবে।
57  GEN 3:1  সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টি ভূচর প্রাীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ঐ নারীকে বলল, “ঈশ্বর কি বাস্তবিক বলেছেন, তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না?”
61  GEN 3:5  কার ঈশ্বর জানেন, যে দিন তোমরা তা খাবে, সেই দিন তোমাদের চোখ খুলে যাবে। তাতে তোমরা ঈশ্বরের মতো হয়ে সদসদ-জ্ঞান লাভ করবে।”
66  GEN 3:10  তিনি বললেন, “আমি বাগানে তোমার কথা শুনে ভয় পেলাম, কার আমি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি।”
67  GEN 3:11  তিনি বললেন, “তুমি যে উলঙ্গ, এটা তোমাকে কে বলল?” যে গাছের ফল খেতে তোমাকে বার করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছ?
75  GEN 3:19  তুমি ঘাম ঝরা মুখে খাবার খাবে, যে পর্যন্ত তুমি মাটিতে ফিরে না যাবে; তুমি তো তা থেকেই এসেছ; কার তোমাকে ধূলো থেকে নেওয়া হয়েছে এবং ধূলোতে মিশে যাবে।”
76  GEN 3:20  পরে আদম নিজের স্ত্রীর নাম হ বা [জীবিত] রাখলেন, কার তিনি জীবিত সকলের মা হলেন।
80  GEN 3:24  এই ভাবে ঈশ্বর মানুষকে তাড়িয়ে দিলেন এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করবার জন্য এদন বাগানের পূর্বদিকে করূবদেরকে ও ঘূর্ায়মান তেজোময় তলোয়ার রাখলেন।
84  GEN 4:4  আর হেবলও নিজের পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাদের মেদ উৎসর্গ করল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রহ করলেন;
85  GEN 4:5  কিন্তু কয়িনকে ও তার উপহার গ্রহ করলেন না; এই জন্য কয়িন খুবই রেগে গেল, তার মুখ বিষ হল।
86  GEN 4:6  তাতে সদাপ্রভু কয়িনকে বললেন, “তুমি কেন রাগ করেছ? তোমার মুখ কেন বিষ হয়েছে?
87  GEN 4:7  যদি ভালো আচর কর, তবে কি গ্রহ করা হবে না? আর যদি ভালো আচর না কর, তবে পাপ দরজায় গুঁড়ি মেরে বসে আছে। তোমার প্রতি তার বাসনা থাকবে কিন্তু তোমার তার উপরে কর্তৃত্ব করা উচিত।”
91  GEN 4:11  আর এখন, যে ভূমি তোমার হাত থেকে তোমার ভাইয়ের রক্ত গ্রহ করার জন্য নিজের মুখ খুলেছে, সেই ভূমিতে তুমি শাপগ্রস্ত হলে।
92  GEN 4:12  যখন তুমি ভূমিতে কৃষিকাজ করবে তা নিজের শক্তি দিয়ে তোমার সেবা আর করবে না; তুমি পৃথিবীতে পলাতক ও ভ্রমকারী হবে।”
94  GEN 4:14  দেখ, আজ তুমি পৃথিবী থেকে আমাকে তাড়িয়ে দিলে, আর তোমার সামনে থেকে আমি লুকিয়ে থাকব। আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমকারী হব, আর আমাকে যে পাবে, সে হত্যা করবে।”
95  GEN 4:15  তাতে সদাপ্রভু তাকে বললেন, “এই জন্য কয়িনকে যে মারবে, সে সাত গুন প্রতিফল পাবে।” আর সদাপ্রভু কয়িনের জন্য এক চিহ্ন রাখলেন, যদি কেউ তাকে পেলে আক্রম করে।
99  GEN 4:19  মথূশায়েলের ছেলে লেমক। লেমক দুই স্ত্রী গ্রহ করল, একজন স্ত্রীর নাম আদা, অন্যের নাম সিল্লা।
101  GEN 4:21  সে বীও বংশীধারী সকলের আদিপুরুষ ছিল।
103  GEN 4:23  আর লেমক নিজের দুই স্ত্রীকে বলল, “আদা, সিল্লা, তোমরা আমার কথা শোন, লেমকের স্ত্রীরা আমার কথা শোন; কার আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে মেরে ফেলেছি।
105  GEN 4:25  আর আদম আবার নিজের স্ত্রীর পরিচয় নিলে তিনি ছেলে প্রসব করলেন ও তার নাম শেথ রাখলেন। কার [তিনি বললেন] কয়িনের মাধ্যমে হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক ছেলে দিলেন। পরে
130  GEN 5:24  হনোক ঈশ্বরের সঙ্গে যাতায়াত করতেন। পরে তিনি আর থাকলেন না, কার ঈশ্বর তাঁকে গ্রহ করলেন।
139  GEN 6:1  এভাবে যখন পৃথিবীতে মানুষদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল ও অনেক মেয়ে জন্ম গ্রহ করল,
141  GEN 6:3  তাতে সদাপ্রভু বললেন, “আমার আত্মা মানুষদের মধ্যে সবদিন থাকবে না, কার তারা মাংসমাত্র; কিন্তু তাদের দিন একশো কুড়ি বছর হবে।”
145  GEN 6:7  আর সদাপ্রভু বললেন, “আমি যে মানুষকে সৃষ্টি করেছি, তাকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব; মানুষের সঙ্গে পশু, সরীসৃপ জীব ও আকাশের পাখিদেরকেও উচ্ছিন্ন করব; কার তাদের সৃষ্টির জন্য আমার দুঃখ হচ্ছে।”
149  GEN 6:11  সেই দিনের পৃথিবী ঈশ্বরের সামনে ভ্রষ্ট ও মন্দতায় পরিপূর্ ছিল।
150  GEN 6:12  আর ঈশ্বর পৃথিবীতে দেখলেন, আর দেখ, সে ভ্রষ্ট হয়েছে, কার পৃথিবীতে অবস্থিত সমস্ত প্রাভ্রষ্টাচারী হয়েছিল।
151  GEN 6:13  তখন ঈশ্বর নোহকে বললেন, “আমার চোখের সামনে সমস্ত প্রাীর অন্তিমকাল উপস্থিত, কার তাদের দিয়ে পৃথিবী অত্যাচারে পরিপূর্ হয়েছে; আর দেখ, আমি পৃথিবীর সঙ্গে তাদেরকে বিনষ্ট করব।
155  GEN 6:17  আর দেখ, আকাশের নীচে প্রাবায়ুবিশিষ্ট যত জীবজন্তু আছে, সবাইকে বিনষ্ট করার জন্য আমি পৃথিবীর উপরে বন্যা আনব, পৃথিবীতে সবাই মারা যাবে।
157  GEN 6:19  আর মাংসবিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রীপুরুষ জোড়া জোড়া নিয়ে তাদের প্রারক্ষার জন্য নিজের সঙ্গে
158  GEN 6:20  সেই জাহাজে প্রবেশ করাবে; সর্বজাতীয় পাখি ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় মাটিতে চলা সরীসৃপ জোড়া জোড়া প্রারক্ষার জন্য তোমার কাছে প্রবেশ করবে।
161  GEN 7:1  আর সদাপ্রভু নোহকে বললেন, “তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর, কার এই কালের লোকদের মধ্যে আমার সামনে তোমাকেই ধার্মিক দেখেছি।
163  GEN 7:3  এক এক জোড়া এবং আকাশের পাখিদেরও স্ত্রীপুরুষ নিয়ে প্রত্যেক জাতির সাত সাত জোড়া, সমস্ত ভূম্ডলে তাদের বংশ রক্ষার জন্য নিজের সঙ্গে রাখ।
164  GEN 7:4  কার সাত দিনের র পর আমি পৃথিবীতে চল্লিশ দিন রাত বৃষ্টি বর্ষ করে আমার সৃষ্টি যাবতীয় প্রাীকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব।”
175  GEN 7:15  প্রাবায়ুবিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের কাছে প্রবেশ করল।
176  GEN 7:16  ফলতঃ তাঁর প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে সমস্ত প্রাীর স্ত্রী ও পুরুষ প্রবেশ করল। পরে সদাপ্রভু তাঁর জন্য পিছনের দরজা বন্ধ করলেন।
179  GEN 7:19  আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হল, আকাশম্ডলের নীচের সব মহাপর্বত ডুবে গেল।
181  GEN 7:21  তাতে মাটিতে চলাচল যাবতীয় প্রাী, পাখি, পশুপাল ও বন্য পশু সব এবং সমস্ত মানুষ মারা গেল।
182  GEN 7:22  মাটিতে চলনশীল যত প্রাীর নাকে প্রাবায়ুর সঞ্চার ছিল, সকলে মারা গেল।
183  GEN 7:23  এই ভাবে পৃথিবী নিবাসী সমস্ত প্রামানুষ, পশু, সরীসৃপ, জীব ও আকাশের পাখি সকল উচ্ছিন্ন হল, পৃথিবী থেকে উচ্ছিন্ন হল, কেবল নোহ ও তাঁর সঙ্গী জাহাজে প্রাীরা বেঁচে গেলেন।
185  GEN 8:1  আর ঈশ্বর নোহকে ও জাহাজে অবস্থিত তাঁর সঙ্গী পশু যাবতীয় প্রাীকে স্মর করলেন, ঈশ্বর পৃথিবীতে বাতাস বহালেন, তাতে জল থামল।
201  GEN 8:17  আর তোমার সঙ্গী পশু, পাখি ও মাটিতে চলা সরীসৃপ প্রভৃতি মাংসিক যত জীবজন্তু আছে, সেই সমস্ত কিছুকে তোমার সঙ্গে বাইরে আন, তারা পৃথিবীতে প্রাীময় করুক এবং পৃথিবীতে ফলবান ও বহুবংশ হোক।
203  GEN 8:19  আর নিজের নিজের জাতি অনুসারে প্রত্যেক পশু, সরীসৃপ জীব ও পাখি, সমস্ত মাটিতে চলনশীল প্রাজাহাজ থেকে বের হল।
204  GEN 8:20  পরে নোহ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদি নির্মা করলেন এবং সমস্ত রকমের শুচি পশুর ও সমস্ত রকমের শুচি পাখির মধ্যে কতকগুলি নিয়ে বেদির ওপরে হোম করলেন।
205  GEN 8:21  তাতে সদাপ্রভু তার সুগন্ধ গ্রহ করলেন, আর সদাপ্রভু মনে মনে বললেন, “আমি মানুষের জন্য মাটিকে আর অভিশাপ দেব না, কার বাল্যকাল পর্যন্ত মানুষের মনের কল্পনা দুষ্ট; যেমন করলাম, তেমন আর কখনও সকল প্রাীকে ধ্বংস করব না।
208  GEN 9:2  পৃথিবীর যাবতীয় প্রাও আকাশের যাবতীয় পাখি তোমাদের থেকে ভয় ও ত্রাসযুক্ত হবে; সমস্ত মাটিতে চলা জীব ও সমুদ্রের সমস্ত মাছ সে সব তোমাদেরই হাতে দেওয়া আছে।
209  GEN 9:3  প্রত্যেক গমনশীল প্রাতোমাদের খাদ্য হবে; আমি সবুজ গাছপালার মতো সে সকল তোমাদেরকে দিলাম।
210  GEN 9:4  কিন্তু প্রাসহ অর্থাৎ রক্তসহ মাংস খেও না।
211  GEN 9:5  আর তোমাদের রক্তপাত হলে আমি তোমাদের প্রাের পক্ষে তার প্রতিশোধ অবশ্যই নেব; সকল পশুর কাছে তার প্রতিশোধ নেব। এবং মানুষের ভাই মানুষের কাছে আমি মানুষের প্রাের প্রতিশোধ নেব।”
212  GEN 9:6  যে কেউ মানুষের রক্তপাত করবে, মানুষের মাধ্যমে তার রক্তপাত করা যাবে; কার ঈশ্বর নিজের প্রতিমূর্ত্তিতে মানুষকে নির্মা করেছেন।
213  GEN 9:7  তোমরা ফলবান ও বহুবংশ হও, পৃথিবীকে প্রাীময় কর, ও তার মধ্যে বেড়ে ওঠ।
215  GEN 9:9  “দেখ, তোমাদের সঙ্গে, তোমাদের আগামী বংশের সঙ্গে ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাীর সঙ্গে,
216  GEN 9:10  পাখি এবং পশুপাল ও বন্য পশু, পৃথিবীতে অবস্থিত যত প্রাজাহাজ থেকে বের হয়েছে, তাদের সঙ্গে আমি আমার নিয়ম স্থির করি।
217  GEN 9:11  আমি তোমাদের সঙ্গে আমার নিয়ম স্থির করি; বন্যার মাধ্যমে সমস্ত প্রাআর ধ্বংস হবে না এবং পৃথিবীর বিনাশের জন্য জলপ্লাবন আর হবে না।”
218  GEN 9:12  ঈশ্বর আরও বললেন, “আমি তোমাদের সঙ্গে ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাীর সঙ্গে চিরস্থায়ী পুরুষ পরম্পরার জন্য যে নিয়ম স্থির করলাম, তাঁর চিহ্ন এই।”
221  GEN 9:15  তাতে তোমাদের সঙ্গে ও মাংসিক সমস্ত প্রাীর সঙ্গে আমার যে নিয়ম আছে, তা আমার স্মর হবে এবং সকল প্রাীর বিনাশের জন্য জলপ্লাবন আর হবে না।