Wildebeest analysis examples for:   ben-ben2017   ু    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

6  GEN 1:6  পরে ঈশ্বর বললেন, “জলের মধ্যে আকাশ (বায়মণ্ডল) হোক ও জলকেভাগে আলাদা করক।”
7  GEN 1:7  ঈশ্বর এই ভাবে বায়মণ্ডল করে আকাশের উপরের জল থেকে নীচের জল পৃথক করলেন; তাতে সেরকম হল।
10  GEN 1:10  তখন ঈশ্বরকনো জায়গার নাম ভূমি ও জলরাশির নাম সমদ্র রাখলেন; আর ঈশ্বর দেখলেন যে, তা উত্তম।
11  GEN 1:11  পরে ঈশ্বর বললেন, “ভূমি ঘাস, বীজ উত্পন্নকারী ওষধি ও সবীজ গাছপালা তাদের জাতি অনযায়ী ফলের উৎপাদক ফলের গাছ, ভূমির উপরে উৎপন্ন করক,” তাতে সেরকম হল।
12  GEN 1:12  ফলে ভূমি ঘাস, তাদের জাতি অনযায়ী বীজ উত্পন্নকারী ওষধি, ও তাদের জাতি অনযায়ী সবীজ ফলের উৎপাদক গাছ, উৎপন্ন করল; আর ঈশ্বর দেখলেন যে, সে সকল ভালো।
14  GEN 1:14  পরে ঈশ্বর বললেন, “রাত থেকে দিন কে আলাদা করার জন্য আকাশমণ্ডলের বিতানে নক্ষত্র হোক এবং তারা চিহ্নের মতো হোক, ঋতজন্য, রাত এবং সময়ের ও বছরের জন্য হোক;
15  GEN 1:15  এবং পৃথিবীতে আলো দেবার জন্য দীপ বলে আকাশ (বায়মণ্ডল) থাকক,” তাতে সেরকম হল।
16  GEN 1:16  ঈশ্বর সময়ের উপরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি ও রাতের উপরে কর্তৃত্ব করতে তার থেকেও ছোট এক জ্যোতি, এইটি বড় জ্যোতি এবং সমস্ত নক্ষত্র সৃষ্টি করলেন।
18  GEN 1:18  দিন ও রাতের উপরে কর্তৃত্ব করার জন্য এবং আলো থেকে অন্ধকার আলাদা করার জন্য ঈশ্বর ঐ জ্যোতিগলিকে আকাশে স্থাপন করলেন এবং ঈশ্বর দেখলেন যে, সে সব উত্তম।
19  GEN 1:19  আর সন্ধ্যা ও সকাল হলে চতর্থ দিন হল।
20  GEN 1:20  পরে ঈশ্বর বললেন, “জল নানাজাতীয় জলজ প্রাণীতে প্রাণীময় হোক এবং ভূমির উপরে আকাশে পাখিরা উড়ক।”
22  GEN 1:22  আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান ও বহবংশ হও, সমদ্রের জল পরিপূর্ণ কর এবং পৃথিবীতে পাখিদের বৃদ্ধি হোক।”
24  GEN 1:24  পরে ঈশ্বর বললেন, “ভূমি নানাজাতীয় প্রাণীতে, অর্থাৎ তাদের জাতি অনযায়ী পশপাল, সরীসৃপ ও বন্য পশ সৃষ্টি করক; তাতে সেরকম হল।”
25  GEN 1:25  ফলে ঈশ্বর নিজের নিজের জাতি অনযায়ী বন্য পশ ও নিজের নিজের জাতি অনযায়ী পশপাল ও নিজের নিজের জাতি অনযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ সৃষ্টি করলেন; আর ঈশ্বর দেখলেন যে, সে সব উত্তম।
26  GEN 1:26  পরে ঈশ্বর বললেন, “আমরা আমাদের প্রতিমূর্ত্তিতে, আমাদের সঙ্গে মিল রেখে মানসৃষ্টি করি; আর তারা সমদ্রের মাছদের ওপরে, আকাশের পাখিদের ওপরে, পশদের ওপরে, সমস্ত পৃথিবীর ওপরে ও ভূমিতে চলাচলকারী যাবতীয় সরীসৃপের ওপরে কর্তৃত্ব করক।”
27  GEN 1:27  পরে ঈশ্বর নিজের প্রতিমূর্ত্তিতে মানষকে সৃষ্টি করলেন; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্টি করলেন,ও স্ত্রী করে তাদেরকে সৃষ্টি করলেন।
28  GEN 1:28  পরে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন; ঈশ্বর বললেন, “তোমরা ফলবান ও বহবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও কর্তৃত্ব কর, আর সমদ্রের মাছদের ওপরে, আকাশের পাখিদের ওপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তওপরে কর্তৃত্ব কর।”
30  GEN 1:30  আর ভূমিতে চরাচর যাবতীয় পশ ও আকাশের যাবতীয় পাখি ও ভূমিতেকে হেঁটে চলা যাবতীয় কীট, এই সব প্রাণীর আহারের জন্য সবগাছপালা সকল দিলাম। তাতে সেরকম হল।
31  GEN 1:31  পরে ঈশ্বর নিজের তৈরী সব জিনিসের প্রতি দেখলেন, আর দেখলেন, সে সবইবই ভালো। আর সন্ধ্যা ও সকাল হলে ষষ্ঠ দিন হল।
35  GEN 2:4  সৃষ্টিকালে যে দিন সদাপ্রভ ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্টি করলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির বৃত্তান্ত এই।
36  GEN 2:5  সেই দিনের পৃথিবীর ভূমিতে কোন ফসল উত্পন্ন হত না, আর ভূমিতে কোন ওষধি উৎপন্ন হত না, কারণ সদাপ্রভ ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেননি, আর ভূমিতে কৃষিকাজ করতে মানছিল না।
37  GEN 2:6  আর পৃথিবী থেকেয়াশা ঝর্ণা উঠে গিয়ে সমস্ত পৃথিবীকে জলসিক্ত করল।
38  GEN 2:7  আর সদাপ্রভ ঈশ্বর মৃত্তিকার ধূলোতে আদমকে [অর্থাৎ মানষকে] তৈরী করলেন এবং তার নাকেদিয়ে প্রাণবায় প্রবেশ করালেন; তাতে মানসজীব প্রাণী হল।
39  GEN 2:8  আর সদাপ্রভ ঈশ্বর পূর্বদিকে, এদনে, এক বাগান তৈরী করলেন এবং সেই জায়গায় নিজের জন্য ঐ মানষকে রাখলেন।
40  GEN 2:9  আর সদাপ্রভ ঈশ্বর ভূমি থেকে সর্বজাতীয়দৃশ্য খাদ্য-দায়ক গাছ এবং সেই বাগানের মাঝখানে জীবনগাছ ও সদসদ-জ্ঞানদায়ক গাছ সৃষ্টি করলেন।
41  GEN 2:10  আর বাগানে জল সেচনের জন্য এদন থেকে এক নদী বের হল, ওটা সেখান থেকে চারটিখে ভাগ হল।
45  GEN 2:14  তৃতীয় নদীর নাম হিদ্দেকল, এটা অশূর দেশের সামনে দিয়ে বয়ে গেছে। চতর্থ নদী ফরাৎ।
46  GEN 2:15  পরে সদাপ্রভ ঈশ্বর আদমকে নিয়ে এদনের বাগানে কৃষিকাজ ও দেখাশোনার জন্য সেখানে রাখলেন।
47  GEN 2:16  আর সদাপ্রভ ঈশ্বর আদমকে এই আদেশ দিলেন, “তমি এই বাগানের সব গাছের ফল নিজের ইচ্ছায় খাও;
48  GEN 2:17  কিন্ত সদসদ-জ্ঞানদায়ক যে গাছ, তার ফল খেও না, কারণ যে দিন তার ফল খাবে, সেই দিন মরবেই মরবে।”
49  GEN 2:18  আর সদাপ্রভ ঈশ্বর বললেন, “মানষের একা থাকা ভাল নয়, আমি তার জন্য তার মতো সহকারিণী তৈরী করি।”
50  GEN 2:19  আর সদাপ্রভ ঈশ্বর মাটি থেকে সকল বন্য পশ ও আকাশের সব পাখি তৈরী করলেন; পরে আদম তাদের কি কি নাম রাখবেন, তা জানতে সেই সবাইকে তাঁর কাছে আনলেন, তাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখলেন, তার সেই নাম হল।
51  GEN 2:20  আদম যাবতীয় পশপাল, পাখির ও যাবতীয় বন্য পশনাম রাখলেন, কিন্ত মানষের জন্য তাঁর মতো সহকারিণী পাওয়া গেল না।
52  GEN 2:21  পরে সদাপ্রভ ঈশ্বর আদমকে গভীরমে মগ্ন করলে তিনিমিয়ে পড়লেন; আর তিনি তাঁর একখানা পাঁজর নিয়ে মাংস দিয়ে সেই স্থান পূরণ করলেন।
53  GEN 2:22  সদাপ্রভ ঈশ্বর আদম থেকে পাওয়া সেই পাঁজরে এক স্ত্রী সৃষ্টি করলেন ও তাঁকে আদমের কাছে আনলেন।
54  GEN 2:23  তখন আদম বললেন, “এবার [হয়েছে]; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; এর নাম নারী হবে, কারণ ইনি মানথেকে গৃহীত হয়েছেন।”
55  GEN 2:24  এই কারণ মাননিজের বাবা মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা একাঙ্গ হবে।
57  GEN 3:1  সদাপ্রভ ঈশ্বরের সৃষ্টি ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ঐ নারীকে বলল, “ঈশ্বর কি বাস্তবিক বলেছেন, তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না?”
59  GEN 3:3  কেবল বাগানের মাঝখানে যে গাছ আছে, সেই ফলের বিষয় ঈশ্বর বলেছেন, তোমরা তা খেও না,ঁয়েও দেখ না, তা করলে মরবে।”
61  GEN 3:5  কারণ ঈশ্বর জানেন, যে দিন তোমরা তা খাবে, সেই দিন তোমাদের চোখলে যাবে। তাতে তোমরা ঈশ্বরের মতো হয়ে সদসদ-জ্ঞান লাভ করবে।”
62  GEN 3:6  নারী যখন দেখলেন, ঐ গাছখাদ্যদায়ক ও চোখের লোভজনক, আর ঐ গাছ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পেড়ে খেলেন; পরে নিজের স্বামীকেও দিলেন, আর তিনিও খেলেন।
63  GEN 3:7  তাতে তাঁদের উভয়ের চোখলে গেল এবং তাঁরাঝতে পারলেন যে তাঁরা উলঙ্গ; আরগাছের পাতাড়ে ঘাগরা তৈরী করে নিলেন।
64  GEN 3:8  পরে তাঁরা সদাপ্রভ ঈশ্বরের রবনতে পেলেন, তিনি দিনের রবেলায় বাগানে চলাফেরা করছিলেন; তাতে আদম ও তাঁর স্ত্রী সদাপ্রভ ঈশ্বরের সামনে থেকে বাগানের গাছ সকলের মধ্যেকালেন।
65  GEN 3:9  তখন সদাপ্রভ ঈশ্বর আদমকে ডেকে বললেন, “তমি কোথায়?”
66  GEN 3:10  তিনি বললেন, “আমি বাগানে তোমার কথানে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই নিজেকেকিয়েছি।”
67  GEN 3:11  তিনি বললেন, “তমি যে উলঙ্গ, এটা তোমাকে কে বলল?” যে গাছের ফল খেতে তোমাকে বারণ করেছিলাম,মি কি তার ফল খেয়েছ?
68  GEN 3:12  তাতে আদম বললেন, “তমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে দিয়েছ, সে আমাকে ঐ গাছের ফল দিয়েছিল, তাই খেয়েছি।”
69  GEN 3:13  তখন সদাপ্রভ ঈশ্বর নারীকে বললেন, “তমি এ কি করলে?” নারী বললেন, “সাপ আমাকেলিয়েছিল, তাই খেয়েছি।”
70  GEN 3:14  পরে সদাপ্রভ ঈশ্বর সাপকে বললেন, “তমি এই কাজ করেছ, এই জন্য পশপাল ও বন্য পশদের মধ্যেমি সবচেয়ে বেশি শাপগ্রস্ত;মি কে হাঁটবে এবং যাবজ্জীবন ধূলো খাবে।
71  GEN 3:15  আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রতা জন্মাব; সে তোমার মাথা ভেঙে দেবে এবংমি তার পাদমূল দংশন করবে।”
72  GEN 3:16  পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনাবই বাড়িয়ে দেব,মি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”