Wildebeest analysis examples for:   ben-ben2017   ৎ    February 11, 2023 at 18:03    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

11  GEN 1:11  পরে ঈশ্বর বললেন, “ভূমি ঘাস, বীজ উত্পন্নকারী ওষধি ও সবীজ গাছপালা তাদের জাতি অনুযায়ী ফলেরপাদক ফলের গাছ, ভূমির উপরেপন্ন করুক,” তাতে সেরকম হল।
12  GEN 1:12  ফলে ভূমি ঘাস, তাদের জাতি অনুযায়ী বীজ উত্পন্নকারী ওষধি, ও তাদের জাতি অনুযায়ী সবীজ ফলেরপাদক গাছ,পন্ন করল; আর ঈশ্বর দেখলেন যে, সে সকল ভালো।
21  GEN 1:21  তখন ঈশ্বর বৃহ জলজ প্রাণীদের ও যে নানাজাতীয় জলজ প্রাণীতে জল প্রাণীময় আছে, সে সবের এবং নানাজাতীয় পাখি সৃষ্টি করলেন। পরে ঈশ্বর দেখলেন যে সে সব উত্তম।
24  GEN 1:24  পরে ঈশ্বর বললেন, “ভূমি নানাজাতীয় প্রাণীতে, অর্থা তাদের জাতি অনুযায়ী পশুপাল, সরীসৃপ ও বন্য পশু সৃষ্টি করুক; তাতে সেরকম হল।”
29  GEN 1:29  ঈশ্বর আরও বললেন, “দেখ, আমি সমস্ত পৃথিবীতে অবস্থিত যাবতীয় বীজপাদক ওষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদেরকে দিলাম, তা তোমাদের খাদ্য হবে।”
36  GEN 2:5  সেই দিনের পৃথিবীর ভূমিতে কোন ফসল উত্পন্ন হত না, আর ভূমিতে কোন ওষধিপন্ন হত না, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেননি, আর ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না।
38  GEN 2:7  আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলোতে আদমকে [অর্থা মানুষকে] তৈরী করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন; তাতে মানুষ সজীব প্রাণী হল।
45  GEN 2:14  তৃতীয় নদীর নাম হিদ্দেকল, এটা অশূর দেশের সামনে দিয়ে বয়ে গেছে। চতুর্থ নদী ফরা
83  GEN 4:3  পরে নির্ধারিত দিনের কয়িন উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফলসর্গ করল।
84  GEN 4:4  আর হেবলও নিজের পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাদের মেদসর্গ করল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রহণ করলেন;
134  GEN 5:28  লেমক একশো বিরাশীসর বয়সে ছেলের জন্ম দিয়ে তাঁর নাম নোহ [বিশ্রাম] রাখলেন;
148  GEN 6:10  নোহ শেম, হাম ও যেফ নামে তিন ছেলের জন্ম দেন।
173  GEN 7:13  সেই দিন নোহ এবং শেম, হাম ও যেফ নামে নোহের ছেলেরা এবং তাঁদের সঙ্গে নোহের স্ত্রী ও তিন ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।
210  GEN 9:4  কিন্তু প্রাণসহ অর্থা রক্তসহ মাংস খেও না।
224  GEN 9:18  নোহের যে ছেলেরা জাহাজ থেকে বের হলেন, তাঁদের নাম শেম, হাম ও যেফ; সেই হাম কনানের বাবা।
229  GEN 9:23  তাতে শেম ও যেফ কাপড় নিয়ে নিজেদের কাঁধে রেখে পিছনে হেঁটে বাবার উলঙ্গতা ঢেকে দিলেন; পিছন দিকে মুখ থাকাতে তাঁরা পিতার উলঙ্গতা দেখলেন না।
233  GEN 9:27  ঈশ্বর যেফকে বিস্তীর্ণ করুন; সে শেমের তাঁবুতে বাস করুক, আর কনান তার দাস হোক।”
238  GEN 10:3  গোমরের ছেলে অস্কিনস, রীফ
247  GEN 10:12  রহবোপুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মাঝখানে রেষন পত্তন করলেন; ওটা মহানগর।
250  GEN 10:15  এবং কনানের বড় ছেলে সীদন, তারপর হে,
261  GEN 10:26  যক্তন অলমোদদ, শেলফ,সর্মাব, যেরহ,
301  GEN 12:2  আমি তোমার থেকে এক মহাজাতি সৃষ্টি করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম মহ করব, তাতে তুমি আশীর্বাদের আকর হবে।
316  GEN 12:17  কিন্তু অব্রামের স্ত্রী সারীর জন্য সদাপ্রভু ফরৌণ ও তাঁর পরিবারের ওপরে ভারী ভারীপাত ঘটালেন।
339  GEN 14:2  ঐ রাজারা সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্সা, অদমার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বেলার অর্থা সোয়রের রাজার সঙ্গে যুদ্ধ করলেন।
340  GEN 14:3  এরা সবাই সিদ্দিম উপত্যকাতে অর্থা লবণসমুদ্রে জড়ো হয়েছিলেন।
342  GEN 14:5  পরে চোদ্দো বছরে কদরলায়মের ও তাঁর সঙ্গী রাজারা এসে অস্তরো কর্ণয়িমে রফায়ীয়দেরকে, হমে সুষীয়দেরকে, শাবি
344  GEN 14:7  পরে সেখান থেকে ফিরে ঐনমিষ্পটে অর্থা কাদেশ গিয়ে অমালেকীয়দের সমস্ত দেশকে এবংসসোন-তামর নিবাসী ইমোরীয়দেরকে আঘাত করলেন।
345  GEN 14:8  আর সদোমের রাজা, ঘমোরার রাজা, অদমার রাজা, সবোয়িমের রাজা ও বেলার অর্থা সোয়রের রাজা বের হয়ে
354  GEN 14:17  অব্রাম কদলায়েমরকে ও তাঁর সঙ্গী রাজাদের জয় করে ফিরে আসলে পর, সদোমের রাজা তাঁর সঙ্গে দেখা করতে শাবী তলভূমিতে অর্থা রাজার তলভূমিতে গেলেন
379  GEN 15:18  সেই দিন সদাপ্রভু অব্রামের সঙ্গে নিয়ম স্থির করে বললেন, “আমি মিশরের নদী থেকে মহানদী, ফরা নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;
432  GEN 18:7  পরে অব্রাহাম দৌড়িয়ে গিয়ে পশুপাল থেকেকৃষ্ট কোমল এক বাছুর নিয়ে দাসকে দিলে সে তা তাড়াতাড়ি রান্না করল।
480  GEN 19:22  তাড়াতাড়ি! ঐ জায়গায় পালিয়ে যাও, কারণ তুমি ঐ জায়গায় না পৌঁছালে আমি কিছু করতে পারি না।” এই জন্য সেই জায়গার নাম সোয়র অর্থা ক্ষুদ্র হল।
489  GEN 19:31  পরে তাঁর বড় মেয়ে ছোট মেয়েকে বলল, “আমাদের বাবা বৃদ্ধ এবং জগ সংসারের ব্যবহার অনুসারে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এ দেশে কোন পুরুষ নেই;
517  GEN 21:3  অব্রাহাম সারার গর্ভজাত নিজের ছেলের নাম ইস্‌হাক অর্থা হাস্য, রাখলেন।
556  GEN 22:8  অব্রাহাম বললেন, “বস, ঈশ্বর নিজের হোমের জন্য বাচ্চা ভেড়া যোগাবেন।” পরে উভয়ে একসঙ্গে গেলেন।
574  GEN 23:2  পরে সারা কনান দেশে কিরিয়থর্ব্বে অর্থা হিব্রোণে মারা গেলেন। আর অব্রাহাম সারার জন্য শোক ও কাঁদতে আসলেন।
579  GEN 23:7  তখন অব্রাহাম উঠে সেই দেশের লোকদের, অর্থা হেতের ছেলেদের কাছে নত হলেন,
588  GEN 23:16  তখন অব্রাহাম ইফ্রনের কথা শুনলেন; ইফ্রন হেতের সন্তানদের সামনে যে রূপার কথা বলেছিলেন, অব্রাহাম তা, অর্থা বনিকদের মধ্যে প্রচলিত চারশো শেকল রূপা তুলে ইফ্রনকে দিলেন।
591  GEN 23:19  তারপরে অব্রাহাম কনান দেশের মম্রির, অর্থা হিব্রোণের সামনে মকপেলা ক্ষেত্রে অবস্থিত গুহাতে নিজের স্ত্রী সারার কবর দিলেন।
672  GEN 25:13  নিজের নিজের নাম ও গোষ্ঠী অনুসারে ইশ্মায়েলের ছেলেদের নাম এই। ইশ্মায়েলের বড় ছেলে নবায়ো, পরে কেদর, অদবেল, মিবসম,
715  GEN 26:22  তিনি সেখান থেকে চলে গিয়ে অন্য এক কুয়ো খনন করলেন; সেটার জন্য তারা বিবাদ করল না; তাই তিনি সেটার নাম রহোবো [প্রশস্ত স্থান] রেখে বললেন, এখন সদাপ্রভু আমাদেরকে প্রশস্ত স্থান দিলেন, আমরা দেশে ফলবন্ত হব।
719  GEN 26:26  আর অবীমেলক নিজের বন্ধু অহূষকে ও সেনাপতি ফীকোলকে সঙ্গে নিয়ে গরার থেকে ইসহাকের কাছে গেলেন।
721  GEN 26:28  তাঁরা বললেন, “আমরা স্পষ্টই দেখলাম, সদাপ্রভু আপনার সহবর্ত্তী, এই জন্য বললাম, আমাদের মধ্য অর্থা আমাদের ও আপনার মধ্যে একটা শপথ হোক, আর আমরা একটা নিয়ম স্থির করি।
727  GEN 26:34  আর এষৌ চল্লিশ বছর বয়সে হিত্তীয় বেরির যিহূদীকে এবং হিত্তীয় এলোনের মেয়ে বাসমকে বিয়ে করলেন।
729  GEN 27:1  পরে ইস্‌হাক বৃদ্ধ হলে তাঁর চোখ নিস্তেজ হওয়ায় আর দেখতে পেতেন না; তখন তিনি আপনার বড় ছেলে এষৌকে ডেকে বললেন, “বস।”
741  GEN 27:13  তাঁর মা বললেন, “বস, সেই অভিশাপ আমাতেই আসুক, কেবল আমার কথা শোনো, একটি বাচ্চা ছাগল নিয়ে এস।”
746  GEN 27:18  পরে তিনি নিজের বাবার কাছে গিয়ে বললেন, “বাবা।” তিনি উত্তর করলেন, “দেখ, এই আমি;স, তুমি কে?”
748  GEN 27:20  তখন ইসহাক নিজের ছেলেকে বললেন, “বস, কেমন করে এত তাড়াতাড়ি ওটা পেলে?” তিনি বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভু আমার সামনে শুভফল উপস্থিত করলেন।”
749  GEN 27:21  ইস্‌হাক যাকোবকে বললেন, “বস, কাছে এস; আমি তোমাকে স্পর্শ করে বুঝি, তুমি নিশ্চয় আমার ছেলে এষৌ কি না।”
754  GEN 27:26  পরে তাঁর বাবা ইস্‌হাক বললেন, “বস, অনুরোধ করি, কাছে এসে আমাকে চুম্বন কর।”
765  GEN 27:37  তখন ইস্‌হাক উত্তর করে এষৌকে বললেন, “দেখ, আমি তাঁকে তোমার কর্তা করেছি এবং তার আত্মীয় সবাইকে তারই দাস করেছি এবং তাঁকে শস্য ও দ্রাক্ষারস দিয়ে সবল করেছি;স, এখন তোমার জন্য আর কি করিতে পারি?”
771  GEN 27:43  এখন, হেস, আমার কথা শোনো; ওঠ, হারণে আমার ভাই লাবনের কাছে পালিয়ে যাও
783  GEN 28:9  অতএব দুই স্ত্রী থাকলেও এষৌ ইশ্মায়েলের কাছে গিয়ে অব্রাহামের ছেলে ইশ্মায়েলের মেয়ে, নবায়তের বোন, মহলকে বিয়ে করলেন।
870  GEN 30:39  আর সেই শাখার কাছে তাদের গর্ভধারণের জন্য রেখাঙ্কিত ও বিন্দুচিহ্নিত ও দাগযুক্তজন্মাত।
871  GEN 30:40  পরে যাকোব সেই সবআলাদা করতেন এবং লাবনের রেখাঙ্কিত ও কালো রঙের ভেড়ার প্রতি স্ত্রী ভেড়াদের দৃষ্টি রাখতেন; এই ভাবে তিনি লাবনের পালের সঙ্গে না রেখে নিজের পালকে আলাদা করতেন।
892  GEN 31:18  অর্থা পদ্দন অরামে যে পশু ও যে সম্পত্তি উপার্জন করেছিলেন, তা নিয়ে কনান দেশে নিজের বাবা ইসহাকের কাছে যাত্রা করলেন।
895  GEN 31:21  তিনি নিজের সর্বস্ব নিয়ে পালিয়ে গেলেন এবং উঠে [ফরা] নদী পার হয়ে গিলিয়দ পর্বত সামনে রেখে চলতে লাগলেন।
961  GEN 32:33  এই কারণ ইস্রায়েল-সন্তানেরা আজও ঊরুসন্ধির হাড়ের উপরের ঊরুসন্ধির শিরা খায় না, কারণ তিনি যাকোবের ঊরুসন্ধির হাড় অর্থা ঊরুসন্ধির শিরা স্পর্শ করেছিলেন।
978  GEN 33:17  কিন্তু যাকোব সুক্কোতে গিয়ে নিজের জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটি ঘর তৈরী করলেন, এই জন্য সেই জায়গা সুক্কো [কুটীর সকল] নামে আখ্যাত আছে।
1018  GEN 35:6  পরে যাকোব ও তাঁর সঙ্গীরা সবাই কনান দেশের লূসে অর্থা বৈথেলে উপস্থিত হলেন।
1020  GEN 35:8  আর রিবিকার দবোরা নামের ধাত্রীর মৃত্যু হল এবং বৈথেলের নীচে অবস্থিত অলোন গাছের তলায় তার কবর হল এবং সেই জায়গার নাম অলোন-বাখু [ক্রন্দন গাছ] হল।
1026  GEN 35:14  আর যাকোব সেই কথাবার্তার জায়গায় এক স্তম্ভ, পাথরের স্তম্ভ, স্থাপন করে তার উপরে পানীয় নৈবেদ্যসর্গ করলেন ও তেল ঢেলে দিলেন।
1031  GEN 35:19  এই ভাবে রাহেলের মৃত্যু হল এবং ইফ্রাথ অর্থা বৈলেহমের পথের পাশে তার কবর হল।
1039  GEN 35:27  পরে কিরিয়থর্ব্বের অর্থা হিব্রোণের কাছাকাছি মম্রি নামক যে জায়গায় অব্রাহাম ও ইসহাক বাস করেছিলেন, সেই জায়গায় যাকোব নিজের বাবা ইসহাকের কাছে উপস্থিত হলেন।
1042  GEN 36:1  এষৌর অর্থা ইদোমের বংশ-বৃত্তান্ত এই।
1043  GEN 36:2  এষৌ কনানীয়দের দুটি মেয়েকে, অর্থা হিত্তীয় এলোনের মেয়ে আদাকে ও হিব্বীয় সিবিয়োনের নাতনি অনার মেয়ে অহলীবামাকে,
1044  GEN 36:3  তাছাড়াও নবায়োতের বোনকে, অর্থা ইশ্মায়েলের বাসম নামে মেয়েকে বিয়ে করলেন।
1045  GEN 36:4  আর এষৌর জন্য আদা ইলীফসকে ও বাসম রুয়েলকে প্রসব করে।
1054  GEN 36:13  আর রুয়েলের ছেলে নহ, সেরহ, শম্ম ও মিসা; এরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।
1060  GEN 36:19  এরা এষৌর অর্থা ইদোমের সন্তান ও এরা তাদের দলপতি।
1062  GEN 36:21  দিশোন,সর ও দীশন; সেয়ীরের এই ছেলেরা ইদোম দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন।
1064  GEN 36:23  আর শোবলের অলবন, মানহ, এবল, শফো ও ওনম।
1068  GEN 36:27  আরসরের ছেলে বিলহন, সাবন ও আকন।
1071  GEN 36:30  দলপতি দিশোন, দলপতিসর ও দলপতি দীশন। এরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি।
1076  GEN 36:35  আর হূশম মারা যাবার পর বদদের ছেলে যে হদদ মোয়াব-ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করেছিলেন, তিনি তার পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবী
1078  GEN 36:37  আর সম্ল মারা গেলে পর [ফরা] নদীর নিকটবর্তী রহোবো-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।
1081  GEN 36:40  গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ থেকে সৃষ্টি যে সব দলপতি ছিলেন, তাঁদের নাম হল; দলপতি তিম্ন, দলপতি অলবা দলপতি যিথে,
1128  GEN 38:8  তাতে যিহূদা ওননকে বলল, “তুমি নিজের ভাইয়ের স্ত্রীর কাছে যাও ও তার প্রতি দেবরের কর্তব্য সাধন করে নিজের ভাইয়ের জন্য বংশপন্ন কর।”
1129  GEN 38:9  কিন্তু ঐ বংশ নিজের হবে না, এই বুঝে ওনন ভাইয়ের স্ত্রীর কাছে গেলেও ভাইয়ের বংশপন্ন করবার অনিচ্ছাতে মাটিতে বীর্যপাত করল।
1164  GEN 39:14  “দেখ, তিনি আমাদের সঙ্গে ঠাট্টা করতে একজন ইব্রীয় পুরুষকে এনেছেন; সে আমার সঙ্গে শয়ন করবার জন্য আমার কাছে এসেছিল, তাতে আমি চিকার করে উঠলাম;”
1165  GEN 39:15  আমার চিকার শুনে সে আমার কাছে নিজের পোশাকটি ফেলে বাইরে পালিয়ে গেল।
1168  GEN 39:18  পরে আমি চিকার করে উঠলে সে আমার কাছে তার বস্ত্রখানি ফেলে বাইরে পালিয়ে গেল।”
1241  GEN 41:45  আর ফরৌণ যোষেফের নাম “সাফন-পানেহ” রাখলেন এবং তার সঙ্গে ওন নগর-নিবাসী পোটীফেরঃ নামে যাজকের আসন নামের মেয়ের বিয়ে দিলেন। পরে যোষেফ মিশর দেশের মধ্যে যাতায়াত করতে লাগলেন
1246  GEN 41:50  দূর্ভিক্ষ বছরের আগে যোষেফের দুই ছেলে জন্মাল; ওন-নিবাসী পোটীফেরঃ যাজকের মেয়ে আসন তাঁর জন্য তাদেরকে প্রসব করলেন।
1264  GEN 42:11  আমরা সবাই এক বাবার ছেলে; আমরালোক, আপনার এই দাসেরা চর নয়।”
1272  GEN 42:19  তোমরা যদিলোক হও, তবে তোমাদের এক ভাই তোমাদের এই কারাগারে বন্দী থাকুক; তোমরা নিজের নিজের গৃহের দূর্ভিক্ষের জন্য শস্য নিয়ে যাও;
1284  GEN 42:31  আমরা তাঁকে বললাম, “আমরা লোক, চর নই;
1286  GEN 42:33  তখন সেই ব্যক্তি, সেই দেশের শাসক আমাদেরকে বললেন, “এতেই জানতে পারব যে, তোমরালোক; তোমাদের এক ভাইকে আমার কাছে রেখে তোমাদের গৃহের দূর্ভিক্ষের জন্য শস্য নিয়ে যাও।
1287  GEN 42:34  পরে তোমাদের ছোট ভাইকে আমার কাছে এন, তাতে বুঝতে পারব যে, তোমরা চর না, তোমরালোক; আর আমি তোমাদের ভাইকে তোমাদের কাছে দেব এবং তোমরা দেশে বাণিজ্য করতে পারবে।”
1320  GEN 43:29  তখন যোষেফ চোখ তুলে নিজের ভাই বিন্যামীনকে, নিজের ভাইকে দেখে বললেন, “তোমাদের যে ছোট ভাইয়ের কথা আমাকে বলেছিলে, সে কি এই?” আর তিনি বললেন, “বস, ঈশ্বর তোমার প্রতি অনুগ্রহ করুন।”
1327  GEN 44:2  আর কনিষ্ঠের থলের মুখে তার শস্য কেনার টাকার সঙ্গে আমার বাটি অর্থা রূপার বাটি রাখ। তখন সে যোষেফের বলা কথানুসারে কাজ করল।
1366  GEN 45:7  আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা ও মহ উদ্ধারের দ্বারা তোমাদেরকে বাঁচাতে তোমাদের আগে আমাকে পাঠিয়েছেন।