Wildebeest analysis examples for:   ben-ben2017   Word-Word;    February 11, 2023 at 18:04    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

6176  JOS 13:20  বৈৎ-পিয়োর, পিসগা-প্রান্ত ও বৈৎ-যিশীমোৎ;
6361  JOS 19:38  যিরোণ, মিগদল-এল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎ-শেমশ; তাদের গ্রামের সঙ্গে ঊনিশটি নগর।
6405  JOS 21:22  ও পশুপালনের মাঠগুলির সঙ্গে কিব্‌সয়িম ও পশুপালনের মাঠগুলির সঙ্গে বৈৎ-হোরোণ; এই চারটি নগর তারা তাদেরকে দিল।
7212  RUT 4:20  অম্মীনাদবের ছেলে নহশোন; নহশোনের ছেলে সল্-মোন;
10517  1CH 6:44  আশন ও বৈৎ-শেমশ;
14744  PSA 51:21  তখন তুমি ধার্মিকতার উৎসর্গের মধ্যে আনন্দিত হবে; পোড়ানো-উৎসর্গের এবং পূর্ণ-উৎসর্গের; তখন লোকে তোমার বেদির উপরে ষাঁড় উৎসর্গ করবে।
27437  ACT 13:6  তাঁরা সমস্ত দ্বীপ ঘুরে পাফঃ শহরে উপস্থিত হলেন। সেখানে তাঁরা একজন যিহূদী যাদুকর ও ভণ্ড ভাববাদীকে দেখতে পেলেন, তাঁর নাম বর-যীশু;